1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তৃতীয় লিঙ্গের নজরুলের কাছে নৌকার হার

২৯ নভেম্বর ২০২১

তৃতীয় লিঙ্গের নজরুল ইসলাম ঋতু নৌকার প্রার্থী নজরুলকে হারিয়ে ঝিনাইদহের কালীগঞ্জের ত্রিলোচনপুর ইউনিয়নের চেয়ারম্যান হয়েছেন৷

নজরুল ইসলাম ঋতুছবি: bdnews24.com

ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানান রিটার্নিং কর্মকর্তা মধুসুদন সাহা৷ রোববার জেলার কালীগঞ্জ উপজেলায় ১১টি এবং কোটচাঁদপুর উপজেলায় পাঁচটি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়৷

কালীগঞ্জের ৬ নম্বর ত্রিলোচনপুর ইউনিয়নে তৃতীয় লিঙ্গের নজরুল ইসলাম ঋতু চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন৷ স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি ৯ হাজার ৫৭৭ ভোট পেয়েছেন ৷ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নজরুল ইসলাম পেয়েছেন ৪ হাজার ৫২৯ ভোট ৷

কালীগঞ্জের দাদপুর গ্রামের নজরুল ইসলাম ঋতু এবারই প্রথম ইউনিয়ন পরিষদের নির্বাচন করেন৷

এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ