1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তেজস্ক্রিয় বর্জ্য নিরাপদে মজুত রাখার উদ্যোগ

উইয়ান আল বেরওয়ারি/এসবি৬ সেপ্টেম্বর ২০১৪

জাপানে পরমাণু কেন্দ্রে দুর্ঘটনার পর বিশ্বের প্রথম দেশ হিসেবে জার্মানি পরমাণু বিদ্যুৎ সম্পূর্ণভাবে বর্জনের সিদ্ধান্ত নিয়েছে৷ চলছে পরমাণু কেন্দ্র গুটিয়ে নেয়ার প্রক্রিয়া৷ তবে তেজস্ক্রিয় বর্জ্য নিরাপদে মজুত করা সহজ কাজ নয়৷

তেজস্ক্রিয় বর্জ্য প্যাকেটে ভরে রাখা হয়েছেছবি: picture alliance/AP Photo

জার্মানির সালৎসগিটার শহরের কাছে গত শতাব্দীর পরিত্যক্ত এক খনি রয়েছে, যার নাম কনরাড৷ মাত্র ৯০ সেকেন্ডে প্রায় ১,৩০০ মিটার গভীরে নেমে যাওয়া যায়৷ আগে এখানে লৌহ আকরিক তোলা হতো৷ সেই কাজ কবে বন্ধ হয়ে গেছে৷ তা সত্ত্বেও এখানে চরম ব্যস্ততা চলছে৷ কারণ সুড়ঙ্গগুলি এখন পরমাণু বর্জ্য রাখার জন্য উপযুক্ত করে তোলা হচ্ছে৷ সেখানে কুয়ার মধ্যে দুর্বল ও মাঝারি মাত্রার তেজস্ক্রিয় বর্জ্য রাখা হবে, যাতে সেগুলি আগামী কয়েক হাজার বছরেও বিপজ্জনক হয়ে না উঠতে পারে৷ অন্তত কাগজে-কলমে সেটাই হলো পরিকল্পনা৷

জার্মান তেজস্ক্রিয়তা সুরক্ষা দপ্তরের প্রধান ভল্ফরাম ক্যোনিশ বলেন, ‘‘খনিকে গুদামে পরিণত করতে গিয়ে আমাদের নিত্য নতুন চ্যালেঞ্জের মোকাবিলা করতে হচ্ছে৷ যেমন গত শতকের পঞ্চাশের দশকের কুয়া পরিষ্কার করতে অনেক সময় লাগছে৷ এটা শুধু এখানকার অভিনব সমস্যা নয়, পরমাণু বর্জ্যের চূড়ান্ত ব্যবস্থা করতে গেলেই এমনটা ঘটে৷ ফলে প্রত্যাশার তুলনায় অনেক বিলম্ব ঘটে, ব্যয়ও অনেক বেড়ে যায়৷''

বহু বছর জার্মান জ্বালানি কোম্পানিগুলি সস্তায় পরমাণু বিদ্যুতের উপর জোর দিয়েছে এবং তা থেকে মুনাফাও করেছে৷ ২০১১ সালে প্রথম শিল্পোন্নত দেশ হিসেবে জার্মানি পরমাণু বিদ্যুৎ পুরোপুরি বর্জন করার সিদ্ধান্ত নেয়৷ তারপর ধাপে ধাপে পরমাণু বিদ্যুৎ কেন্দ্রগুলি বন্ধ করা হচ্ছে৷

পরমাণু বিদ্যুৎ কেন্দ্র ‘ডিসম্যান্টল' বা ধাপে ধাপে খুলে নেওয়া জটিল এক প্রক্রিয়া, যার জন্য কোটি কোটি ইউরো ব্যয় হয়৷ সেখানে ব্যবহৃত যন্ত্রপাতি, পাইপ বা তারের মধ্যে মাঝারি বা দুর্বল মাত্রার তেজস্ক্রিয়তা দেখা যায়৷ সেগুলি সাফ করে রিসাইকেল করা হয়৷ যা পড়ে থাকে, তা বিশেষ তেজস্ক্রিয়তা-নিরোধক আধারে পুরে নিরাপদে রাখা হয়৷ ভল্ফরাম ক্যোনিশ বলেন, ‘‘যতদিন আমরা একটি মাত্র ব্যবস্থার আওতায় রয়েছি, যেখানে প্রযুক্তি থেকে মুনাফা করা যায়, সেখানে ঝুঁকি কমাতে নিরাপত্তার ক্ষেত্রে বিনিয়োগ করার একটা স্বার্থ কাজ করে৷ এখন আমরা এক চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে৷ পরমাণু জ্বালানি বন্ধ করে সব কিছু গুটিয়ে ফেলা হচ্ছে৷ মনে রাখতে হবে, এটা এক অর্থনৈতিক ও সামাজিক চ্যালেঞ্জ৷''

পরিত্যক্ত খনির মধ্যে পরমাণু বর্জ্য রাখার বিষয়টি অত্যন্ত বিতর্কিত৷ প্রশ্ন উঠছে, এক্ষেত্রে মানুষ ও পরিবেশের জন্য ঝুঁকি কি একেবারে উড়িয়ে দেওয়া যায়?

কনরাড নামের এই খনির মধ্যে নতুন সুড়ঙ্গ খোঁড়া হচ্ছে, যেগুলি বর্তমান বৈজ্ঞানিক মানদণ্ড অনুযায়ী নিরাপদ৷ যেমন তার মধ্যে পানি ঢুকলে চলবে না৷ প্রাক্তন খনি শ্রমিকরাই এই কাজের নেতৃত্ব দিচ্ছেন৷ সেখানে প্রায় ৩ লাখ কিউবিক মিটার তেজস্ক্রিয় বর্জ্য রাখা হবে৷ এক একটা ঘর হবে ৮০০ মিটার দীর্ঘ৷

পরমাণু বর্জ্য চূড়ান্তভাবে মজুত করার ব্যয় আনুমানিক ৩০০ কোটি ইউরো৷ পরমাণু বিদ্যুৎ থেকে সরে আসতে বিদ্যুৎ কোম্পানিগুলি আগে থেকেই সঞ্চয় করে আসছে৷ যেমন আরডাব্লিউই একাই প্রায় ১,০০০ কোটি ইউরো সরিয়ে রেখেছে৷ এয়ন কোম্পানির ধারণা, এ কাজে প্রায় ১,৪০০ কোটি ইউরো প্রয়োজন হবে৷ তবে সবার আশঙ্কা, ব্যয়ের অঙ্ক বাড়তে পারে৷ এয়ন পরিচালকমণ্ডলীর সদস্য রাল্ফ গ্যুল্ডনার বলেন, ‘‘নিরপেক্ষ অডিটাররা প্রতি বছর এই সঞ্চিত অর্থের হিসাব পরীক্ষা করেন৷ কিন্তু শুধু আজকের প্রচলিত জ্ঞান অনুযায়ী সেই অঙ্ক নির্ধারণ করা সম্ভব৷ এর মধ্যে রয়েছে প্লান্টগুলি গুটিয়ে ফেলা, বর্জ্যের ভবিষ্যৎ স্থির করা এবং সেগুলি চূড়ান্তভাবে মজুত করার দায়িত্ব৷''

প্রশ্ন হলো, অর্থ কম পড়লে কি রাষ্ট্র – অর্থাৎ জনগণের অর্থে হাত পড়া উচিত? জ্বালানি সংক্রান্ত গবেষক ক্লাউডিয়া কেমফার্ট বলেন, ‘‘পরমাণু বিদ্যুৎ থেকে সরে আসার কর্মসূচির দায়িত্ব স্পষ্টভাবে জ্বালানি কোম্পানিগুলির কাঁধে পড়ে৷ তারা বহু দশক ধরে বিশাল অঙ্কের সরকারি ভরতুকি পেয়েছে৷ আইন অনুযায়ী তারা সঞ্চয় করতে বাধ্য ছিল৷ তাই এক্ষেত্রে কোনো রকম পরিবর্তনের প্রয়োজন নেই৷''

পরমাণু বর্জ্য রাখার প্রথম ঘরটির কাজ শেষ৷ ভবিষ্যতে কনটেনার রাখার পর ঘর নিশ্ছিদ্রভাবে বন্ধ করে সিমেন্ট দিয়ে সিল করে দেয়া হবে, যাতে কোনো ক্ষয়ক্ষতির আশঙ্কা না থাকে৷ বছর পাঁচেক পর সেখানে বর্জ্য রাখার কাজ শুরু হতে পারে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ