সুপারফুডের খোঁজে বহুকাল ধরেই রয়েছে বিশ্ব৷ এবার খাদ্যবিজ্ঞানীরা বললেন বিটকেল এক খাবারের কথা, যা পুষ্টিতে ভরপুর৷ এক প্রজাতির তেলাপোকার দুধ থেকেই সন্ধান মিলছে সেই ‘সুপারফুড'-এর৷
বিজ্ঞাপন
‘সুপারফুড' – নামটা নতুন ও চটকদার হলেও খোঁজটা কিন্তু আদিকালের৷ কোন খাবারে বেশি পুষ্টি, কোন খাবারের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি – এ সব নিয়েই গবেষণায় ব্যস্ত থাকেন পুষ্টিবিদ আর খাদ্যবিজ্ঞানীরা৷ আর মাঝে মাঝেই অদ্ভুত সব আবিষ্কারের কথা বলে সবার চোখ কপালে তুলে দেন তাঁরা৷ তা সে জাপানের সৈকত থেকে পাওয়া সামুদ্রিক আগাছাই হোক অথবা মৌমাছির জড়ো করা ফুলের রেণু৷ এই যেমন এবার তাঁরা বললেন তেলাপোকার দুধের কথা, যার থেকেই নাকি তৈরি হতে পারে আগামীর ‘সুপারফুড'৷
‘সুপারফুড' তৈরি তো ভালো কথা৷ কিন্তু তাই বলে তেলাপোকার দুধ দিয়ে? তেলাপোকা ডিম পাড়ে বলেই আমরা জানি৷ তবে সত্যি বলতে কি, তেলাপোকার এমন কিছু প্রজাতিও আছে যারা ডিম না পেড়ে সরাসরি বাচ্চার জন্ম দেয়৷ তেমনই এক প্রজাতি প্যাসিফিক বিটল ককরোচ৷ এদের ওপর গবেষণা চালিয়ে বিজ্ঞানীরা বলছেন যে, এরা নবজাতককে খাওয়ানোর জন্য দুধ-জাতীয় যে তরল নিঃসরণ করে, তার প্রতিটি প্রতিটি কণায় রয়েছে মহিষের দুধের (যা গরুর দুধের চেয়েও বেশি পুষ্টিকর) তিনগুণ বেশি পুষ্টি৷
পোকামাকড় দিয়ে করুন সকালের নাস্তা!
পোকামাকড়ে অনেক আমিষ রয়েছে এবং এগুলো চাষ করাও সহজ৷ ফলে ভবিষ্যতে খাবারের চাহিদা মেটাতে এই পোকামাকড়ের কাছেই যেতে হতে পারে, বলছেন বিজ্ঞানীরা৷
ছবি: picture-alliance/dpa
খেতে সুস্বাদু
পোকামাকড় খেতে সুস্বাদু৷ গরু, ছাগল, ভেড়ার চেয়ে এগুলো পালতে খরচ যেমন কম পড়ে, তেমনি পরিশ্রমও হয় কম৷ এছাড়া এরা গ্রিনহাউস গ্যাসও কম উৎপাদন করে৷ তাহলে আমরা বেশি করে পোকামাকড় খাই না কেন?
ছবি: picture-alliance
পুষ্টিমানেও সেরা!
বিয়ারের সঙ্গে ভাজা তেলোপোকা আর বিচ্ছু৷ আর কি চাই! এশিয়ার অনেক দেশের মানুষের প্রিয় খাবার এটি৷ সেই সঙ্গে এই খাবার স্বাস্থ্যকরও৷ পোকো, বিশেষ করে লার্ভা বা শূককীটগুলো, একেকটি যেন আমিষের স্বর্গ! যেমন একশো গ্রাম উইপোকায় রয়েছে ৬১০ ক্যালরি – যা একটি চকলেটের চেয়ে বেশি৷ এছাড়াও এতে আছে ৩৮ গ্রাম আমিষ ও ৪৬ গ্রাম চর্বি৷
ছবি: picture-alliance/Christoph Mohr
আরও গুণ
শুধু আমিষ নয়, পোকামাকড়ে রয়েছে ফ্যাটি অ্যাসিড, আয়রন, ভিটামিন ও খনিজ, জানিয়েছে স্বয়ং বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা, এফএও৷ সংস্থাটি সারা বিশ্বে খাবার হিসেবে পোকার জনপ্রিয়তা বাড়াতে চাইছে৷
ছবি: picture-alliance/Wildlife
সারা বিশ্বেই জনপ্রিয়
পোকার কদর সারা বিশ্বেই৷ তবে এশিয়া, আফ্রিকা ও দক্ষিণ অ্যামেরিকার মানুষের কাছে একটু যেন বেশিই প্রিয়৷ ছবিতে শুঁয়াপোকার একটি মেনু দেখা যাচ্ছে৷ আফ্রিকার দক্ষিণাঞ্চলের জনপ্রিয় একটি খাবার এটি৷
ছবি: picture-alliance/africamediaon
জার্মানিতেও রেস্টুরেন্টে পোকার আগমন
ছবিটি মেক্সিকোর একটি রেস্তরাঁর৷ পোকার এই স্ন্যাকটি সবার খুব পছন্দের৷ তবে জার্মানিতেও নতুন চালু হওয়া অনেক রেস্তরাঁয় ঘাসফড়িং, শুঁয়াপোকা ইত্যাদি পাওয়া যাচ্ছে৷
ছবি: AP
পোকা ভাজা
কড়া করে ভাজা গুবরে পোকা, শূককীট ও পঙ্গপালের এই মেনুটি কলম্বিয়ায় একটি জনপ্রিয় খাবার৷
ছবি: picture-alliance/dpa
ফড়িংয়ের গ্রিল
ফ্রান্সের একটি নামকরা খাবার কোম্পানি গ্রিল করা ফড়িংয়ের এই মেনুটি অনলাইনে বিক্রি করছে৷ প্রতি ৩০-গ্রামের একটি বোতলের দাম নয় ইউরো বা ৯০০ টাকা!
ছবি: Ynsect
আহারযোগ্য এক হাজার পোকা
বিশ্বে প্রায় এক হাজার রকমের পোকা রয়েছে যেগুলো আহারযোগ্য৷ এর বেশিরভাগই যেমন সুস্বাদু, তেমনি পুষ্টিকর৷ তাই পোকা কিভাবে আরও বেশি পরিমাণে খাওয়ার যোগ্য করা যায় সে চিন্তা করার আহ্বান জানিয়েছে বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা৷
তা এই প্রজাতির তেলাপোকার দুধ থেকে ‘সুপারফুড' তৈরি হবে কী করে? তেলাপোকার খামার করে সেখান থেকে দুধ উৎপাদন করাটা হয়ত খুব বুদ্ধিমানের কাজ হবে না, তাই না? সে কারণে বিজ্ঞানীরা চেষ্টা করছেন সেই দুধের মধ্যে যে প্রোটিন আছে, তার ‘জিন সিকোয়েন্স' বের করে তা ল্যাবে উৎপাদন করার৷ আর জানা গেছে, এই জিন সিকোয়েন্স নাকি তাঁরা ইতিমধ্যে বেরও করে ফেলেছেন৷ এবার তাঁদের প্রচেষ্টা সেটায় ঈস্ট (পাঁউরুটি তৈরিতে ব্যবহৃত এক প্রকার ক্ষুদ্র ছত্রাক) ব্যবহার করে বেশি পরিমাণে দুধ উৎপাদন করা৷
বলে রাখা ভালো, যাঁরা ওজন কমাতে চান বা যাঁরা এমনিতেই প্রয়োজনের অতিরিক্ত ক্যালোরি খাদ্যের সাথেই গ্রহণ করেন, তাঁদের জন্য এই খাবার নয়৷ তবে বিশ্বে এখনো এমন অনেক মানুষ আছেন, যাঁরা অপুষ্টিতে ভুগছেন৷ তাঁদের জন্য কিন্তু আশীর্বাদ হয়ে আসতে পারে এই ‘দুধ'৷
বাঁধাকপি তো বোঝা গেল৷ ‘ক্রোনাট’ হলো ক্রসোঁ আর ডোনাট-এর মিশ্রণ৷ ব্রেকফাস্ট আর ডিনার মেলালে যেমন হয় ‘ব্রিনার’৷
ছবি: https://avocadobanane.wordpress.com
ফুড রিপোর্ট ২০১৬
সংকলন করেছেন পুষ্টি বিশেষজ্ঞ ও ‘ট্রেন্ড’ বিশারদ হানি ব়্যুটৎসলার৷ প্রথমটির নাম রেখেছেন ‘স্পিরিচুয়াল ফুড’, মানে আধ্যাত্মিক খাবার, অর্থাৎ নিরামিষ, ভিজান বা ভেগান এবং হালাল বা কোশার গোত্রীয় খাবার – কেননা গ্রাহকরা খাবারের নৈতিকতা নিয়ে আবার প্রশ্ন তুলতে শুরু করেছেন৷
ছবি: Imago
‘ফাস্ট গুড’
খেয়াল করবেন, ফাস্ট ফুড নয়! মানে সহজে ও স্বল্প পরিশ্রমে তৈরি করা যায়, এমন খাবার, ওদিকে পুষ্টিকরও বটে – অর্থাৎ শুধু বার্গার আর ফ্রেঞ্চ ফ্রাই নয়৷ ‘ট্রেন্ড’-টা যাচ্ছে বিশেষ করে স্যালাডের দিকে৷
ছবি: picture-alliance/beyond/Junos
‘ইনফিনিট ফুড’
নামটা ‘অফুরন্ত খাবার’ হলো কেন, বলা শক্ত৷ তবে ‘ফুড ট্রাক’-এর সাথে যদি বাড়ির রান্না যোগ করা যায়, তাহলে সেটা হয়ে ওঠে ‘ইনফিনিট ফুড’৷ জার্মানির বায়রয়েথ অঞ্চলের এই ফুড ট্রাকটি থেকে পাওয়া যাবে মাংসের রোস্ট আর ভাজা আলুর একটি ফুল ‘মিল’৷
ছবি: swagman
স্ট্রিট ফুড
এক কথায় – রাস্তার খাবার৷ কোলোন, প্যারিস, নিউ ইয়র্কের মতো নামজাদা শহরে আজকাল নিয়মিত স্ট্রিট ফুড ফেস্টিভাল হয়৷ বার্লিনের একটি মার্কেটে প্রতি সপ্তাহে ‘স্ট্রিট ফুড থার্সডে’ অনুষ্ঠিত হয় – সেখানে মেক্সিকোর ‘টাকোস’ থেকে শুরু করে পশ্চিম আফ্রিকার ‘ফুফু’ অবধি সব কিছু পরখ করে দেখা যায়৷
ছবি: Sean Gallup/Getty Images
হাইব্রিড ফুড
মিশ্র খাবারের চল আজ বেশ কিছুদিন ধরে৷ ছবিতে দেখা যাচ্ছে একটি ‘ক্রোনাট’, অর্থাৎ ফরাসি ক্রসোঁ-র কায়দায় তৈরি করা ডোনাট, যা ২০১৩ সালে নিউ ইয়র্ক মাত করেছিল৷ এইভাবেই তৈরি হচ্ছে ‘ব্রাফিন’, যা কিনা ফরাসি ব্রিয়শ রুটির মতো তৈরি করা মাফিন৷
ছবি: EMMANUEL DUNAND/AFP/Getty Images
‘কুকিং বক্স’
কে আবার বাজার করতে যাবে, সুপারমার্কেটে গিয়ে ‘ক্যাশ’-এর লাইনে দাঁড়াবে? তার চাইতে অনলাইনে ‘কুকিং বক্স’ অর্ডার করলেই তো হলো: তাতে রান্নার রেসিপির সঙ্গে সেই রান্নার জন্য যা কিছু দরকার, সেই সব কাঁচাবাজারও রাখা থাকে৷ খুললেন, রেসিপি অনুযায়ী রান্না করলেন, খেলেন – ব্যস৷
ছবি: picture alliance/dpa/D.Naupold
‘সুপারফুড’
সুপারফুড মানে অতি পুষ্টিকর খাদ্য৷ ‘আসাই বেরি’ বা ‘আসাই কুল’ তাদের মধ্যে পড়ে, তার নাকি নানা ‘অ্যান্টিঅক্সিডান্ট’ ক্ষমতা আছে৷ শোনা যায়, আসাই কুলের নাকি ‘অ্যান্টি-এজিং’ গুণ আছে; দক্ষিণ অ্যামেরিকার এই ফলটি নাকি রোগ প্রতিরোধ করতে সক্ষম৷ খেতেও আবার সুস্বাদু৷
ছবি: DW/H. Fuchs
সুপারফুড বাঁধাকপি
বাঁধাকপি ভিটামিন ‘সি’-তে ভরা৷ জার্মানরা সাধারণত মাংসের কিমা আর আলুর সাথে পরিবেশন করেন বাঁধাকপি৷ তবে আজকাল অনেক রাঁধুনি বাঁধাকপি দিয়ে নানা রকম পরীক্ষা-নিরীক্ষা বা ‘এক্সপেরিমেন্ট’-ও করেন৷ এই যেমন, কেউ হয়ত বাঁধাকপি দিয়ে পিৎসা বা কিশ বানালেন, এমনকি ‘স্মুদি’-তেও পড়তে পারে বাঁধাকপি৷
ছবি: eyetronic/Fotolia
‘ব্রিনার’
‘ব্রাঞ্চ’ মানে ব্রেকফাস্ট + লাঞ্চ৷ এবার বেরিয়েছে ‘ব্রিনার’, অর্থাৎ ব্রেকফাস্ট + ডিনার; এক কথায়, প্রাতরাশের উপাদান দিয়ে রাতের খাওয়া; তবে ঠিক রুটি-ডিম নয়, আর একটু ‘ফ্যান্সি’ হওয়া চাই৷
ছবি: cc-by-Arnold Gatilao-2.0.
পপকর্ন
দুপুরে ভারী খাওয়া-দাওয়ার পর রাতে হাল্কা কিছু খেতে চাইলে পপকর্নের জুড়ি নেই৷ ‘স্ন্যাক’ বলতে তাই অনেকেই পপকর্ন বোঝেন৷ বিশেষ করে মাখন ছাড়া পপকর্নে ক্যালরিও খুব কম৷ স্যালাডে পাউরুটির ছোট ছোট ভাজা টুকরো বা ক্রুতঁ-র বদলে আজকাল পপকর্ন দিচ্ছেন বহু মানুষ৷ এমনকি পপকর্ন দিয়ে আইসক্রিমও তৈরি হচ্ছে৷
ছবি: Colourbox
ওয়েব রাঁধুনি
রান্নার অনলাইন ভিডিও হলো হালফ্যাশান, যাকে বলে কিনা ‘বুমিং ট্রেন্ড’৷ অর্থাৎ ইন্টারনেটে শুধু রান্নার রেসিপিই নয়, কিভাবে রাঁধতে হবে, সবই দেখিয়ে দেওয়া হয়৷ দেখুন আর জিভের জল ফেলুন৷ অথবা রেসিপে দেখে নিজেই রান্না করুন৷ এখানে যেমন দেখছেন হুইস্কি মিন্স পাই – অর্থাৎ হুইস্কি আর কিমার পুর দিয়ে মাফিন...৷