1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তেলেঙ্গানায় কংগ্রেসি মুখ্যমন্ত্রী হচ্ছেন রেবন্ত রেড্ডি

৬ ডিসেম্বর ২০২৩

তেলেঙ্গানায় মুখ্যমন্ত্রী হচ্ছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আনামুলা রেবন্ত রড্ডি। রাহুল গান্ধী এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

তেলেঙ্গানার প্রদেশ কংগ্রেস সভাপতি রেবন্ত রেড্ডি।
প্রদেশ কংগ্রেস সভাপতি রেবন্ত রেড্ডিই তেলেঙ্গানার পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন। ছবি: NOAH SEELAM/AFP

দলের মধ্যে বিরোধ ছিল, তা সত্ত্বেও ৫৪ বছর বয়সি, আক্রমণাত্মক নেতা রেবন্ত রেড্ডির উপরই ভরসা রাখলেন রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গেরা। তিন রাজ্যে ভোটে জিতলেও বিজেপি এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রীদের নাম ঘোষণা করতে পারেনি। তিন রাজ্যেই মুখ্যমন্ত্রী হওয়ার জন্য একাধিক নেতা প্রতিযোগিতায় নেমেছেন।

পাঁচ রাজ্যের মধ্যে মাত্র একটিতে জেতা কংগ্রেস মুখ্যমন্ত্রী বাছাইয়ের ক্ষেত্রে দেরি করেনি। বৃহস্পতিবার হায়দরাবাদে শপথ নেবেন রেবন্ত।

তবে কংগ্রেসের সাধারণ সম্পাদক কে বেনুগোপাল বলেছেন, ''সরকারে ওয়ান ম্যান শো হবে না। প্রবীণ নেতাদের গুরুত্ব দেয়া হবে। সেইমতোই মন্ত্রিসভা হবে।''

একজন উপ মুখ্যমন্ত্রী নিয়োগ করার কথাও চলছে।

রেবন্ত কংগ্রেসে যোগ দিয়েছেন ২০১৭ সালে। তেলুগু দেশম থেকে কংগ্রেসে যোগ দিয়েছিলেন তিনি। তার আগে ছাত্র রাজনীতিতে প্রবেশ সংঘ পরিবারের ছাত্র সংগঠন এবিভিপি-র হাত ধরে। ২০১৮ সালের পর থেকে তাকে নয় বার গৃহবন্দি করে রেখেছিল কেসিআরের সরকার।

নরেন্দ্র মোদীই বিজেপি-র মুখ্যমন্ত্রীদের নাম ঠিক করবেন। ছবি: AP Photo/picture alliance

রেবন্ত অসম্ভব ভালো বক্তা। মানুষের আবেগকে উসকে দিতে পারেন। তাদের কছে নিজের কথাকে পৌঁছে দিতে পারেন। তাদের মতকে প্রভাবিত করতে পারেন। তিনি আক্রমণটাকে বিরোধী শিবিরে নিয়ে যেতে পারেন। তাই দীর্ঘদিনের কংগ্রেসিদের দাবি উপেক্ষা করে তাকেই মুখ্যমন্ত্রী পদে বসানোর সিদ্ধান্ত নিয়েছেন রাহুল-খাড়গেরা।

গত কয়েক বছরে রেবন্ত বারবার সাবেক মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে রাস্তায় নেমেছেন। অনেকবার তাকে গৃহবন্দি করে আটকে রাখা হয়েছে। কিন্তু গত এক বছর তিনি তার আন্দোলনের তীব্রতা বাড়িয়েছিলেন, যার জেরে কংগ্রেস এই রাজ্যে ক্ষমতায় আসতে পেরেছে।

তিন রাজ্যে বিজেপি

তিন রাজ্যে মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে রীতিমতো সরগরম বিজেপি। রাজস্থানে সাবেক মুখ্যমন্ত্রী বসুন্ধররাজে সিন্ধিয়া নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠক করছেন। তার বাড়িতে ২০ জন বিধায়ক গিয়ে বৈঠক করেছেন। বাকিদের সঙ্গে তিনি যোগাযোগ করছেন।

কিন্তু বালকনাথ, দিয়া কুমারী, গজেন্দ্র সিং শেখাওয়াতরাও প্রতিযোগিতায় আছেন। আদিত্যনাথের মতো বালকনাথও নাথ সম্প্রদায়ের যোগী। দিয়া কুমারী জয়পুর রাজপরিবারের সদস্য। গজেন্দ্র কেন্দ্রে মন্ত্রী।

মদ্যপ্রদেশে সাবেক মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের পাশাপাশি কেন্দ্রে মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াও মুখ্যমন্ত্রী হতে চান। তাছাড়া নরেন্দ্র সিং তোমরও মুখ্যমন্ত্রী হতে চান।

ছত্তিশগড়েও সাবেক মুখ্যমন্ত্রী রামন সিংয়ের পাশাপাশি আরো কয়েকজন নেতা মুখ্যমন্ত্রী হওয়ার জন্য ঝাঁপিয়েছেন।

তবে এক্ষেত্রে নরেন্দ্র মোদী যাদের চাইবেন, তারাই মুখ্যমন্ত্রী হতে পারবেন। বিজেপি-র পার্লামন্টারি বোর্ডের বৈঠকে মোদী তার পছন্দের নেতাদের নাম জানাবেন, যারা মুখ্যমন্ত্রী হবেন। মোদী মুখ্যমন্ত্রী হিসাবে নতুন মুখদের বেছে নিতে পারেন বলে বিজেপি সূত্র জানাচ্ছে। তবে শীর্ষ নেতৃত্বের উপর চাপ দেয়ার জন্য বসুন্ধরারাজেরাও তৎপর।

জিএইচ/এসজি(পিটিআই)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ