তেলেঙ্গানায় কাঠের গুদামে আগুন, মৃত ১১
২৩ মার্চ ২০২২বিজ্ঞাপন
বুধবার ভোররাতে সেকেন্দ্রাবাদের ঘিঞ্জি এলাকায় একটি কাঠের গুদামে আগুন লাগে। সেখানে তখন ১২ জন কর্মী ঘুমাচ্ছিলেন। একজন কর্মী দোতলা থেকে ঝাঁপ দেন। তিনি বেঁচে গেছেন। বাকিরা আগুনে পুড়ে মারা গেছেন।
সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, অন্যরাও বাইরে আসার চেষ্টা করেছিলেন। কিন্তু ধোঁয়ার ফলে অজ্ঞান হয়ে যান। তারপর তারা আর বেরোতে পারেননি।
কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে। ঘটনার তদন্ত হচ্ছে।
মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও মৃতের পরিবারকে পাঁচ লাখ টাকা করে দেয়ার কথা ঘোষণা করেছেন। তাদের দেহ বিহারে পাঠাবার ব্যবস্থাও সরকার করছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও মৃতের পরিবারকে দুই লাখ টাকা দেয়ার কথা জানিয়েছেন। তিনি বলেছেন, এই ঘটনায় তিনি ব্যথিত।
জিএইচ/এসজি (পিটিআই, এএনআই)