ওমানের তটভূমির কাছে একটি ইসরয়েলি তেলের ট্যাঙ্কারে ড্রোন হামলা। মৃত দুই। ইসরায়েলের দাবি, ইরানের কাজ। অস্বীকার তেহরানের।
বিজ্ঞাপন
এমনিতেই ইরানের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক খারাপ, তার উপর তেলের ট্যাঙ্কারে আক্রমণ নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে উঠল। ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের অভিযোগ, ইরানই এই হামলা করেছে। কিন্তু হামলার কথা মানতে চায়নি তেহরান।
গত বৃহস্পতিবার রাতে এই হামলা হয়। ট্যাঙ্কারটি ম্যানেজ করে জোডিয়াক মেরিটাইম। জোডিয়াকের মালিক ইসরায়েলের ধনকুবের আয়াল ওফার।
ইসরায়েলের বক্তব্য
বেনেট বলেছেন, ''গোয়েন্দা তথ্য আমাদের কাছে আছে। আমাদের আশা, বিশ্বের দেশগুলি ইরানকে স্পষ্টভাবে বলবে, তারা গুরুতর অন্যায় করেছে। আমরা আমাদের মতো করে ইরানকে বার্তা পাঠাব।''
অ্যামেরিকা ও যুক্তরাজ্য এই ঘটনার জন্য ইরানকেই দায়ী করেছে। ব্রিটিশ পররাষ্ট্র সচিব ডমিনিক রাব রোববার বলেছেন, ''আমরা মনে করি, ইচ্ছাকৃতভাবে আক্রমণ করা হয়েছে। নির্দিষ্ট লক্ষ্যে আক্রমণ করা হয়েছে। ইরান আন্তর্জাতিক আইন ভেঙেছে।'' রাব জানিয়েছেন, তিনি বিশ্বের অন্য দেশগুলির সঙ্গেও যোগাযোগ করছেন। মার্কিন সেক্রেটারি অফ স্টেট ব্লিংকেন বলেছেন, ''অ্যমেরিকা মনে করে, ইরানই এই আক্রমণের পিছনে আছে।''
ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী ১০ দেশ
মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সামরিক শক্তির দিক থেকে কোন দশটি দেশ সবচেয়ে এগিয়ে? বিশ্বের ১৩৮টি দেশকে নিয়ে করা বিশ্ব র্যাংকিং অনুযায়ী তার একটা তালিকা থাকছে ছবিঘরে৷ দেখুন...
ছবি: picture-alliance/dpa/A. Hassan
মরক্কো, বিশ্ব র্যাংকিং ৫৭
উত্তর আফ্রিকার মাগরেব অঞ্চলের দেশ মরক্কোর সক্রিয় সেনাসদস্য সংখ্যা তিন লাখ ১০ হাজার৷ সামরিক খাতে বাজেট এক হাজার কোটি ডলার৷ জিএফপি স্কোর ০. ৮৪০৮৷ ছবিতে মরক্কোর জাতীয় পতাকা৷
ছবি: picture alliance/dpa/Sputnik/N. Seliverstova
সিরিয়া, বিশ্ব র্যাংকিং ৫৫
দীর্ঘ দিন ধরে যুদ্ধ চলছে সিরিয়ান আরব রিপাবলিকে৷ ফলে বাশার আল আসাদের অনুগত বাহিনীর শক্তিও কমেছে অনেক৷ তারপরও নয় নাম্বারে রাখতে হবে তাদের৷ দেশটির সক্রিয় সেনা সদস্য এক লাখ ৪২ হাজার জন৷ জিএফপি স্কোর ০. ৮২৪১৷ সামরিক খাতে বাজেট ১৮০ কোটি ডলার৷
ছবি: picture-alliance/dpa/Str
ইরাক, বিশ্ব র্যাংকিং ৫০
যুদ্ধে বিধ্বস্ত হলেও, অর্থনীতি দুর্বল হয়ে গেলেও আট নাম্বারে রয়েছে ইরাক৷ সামরিক খাতে বার্ষিক ব্যয় ১৭৩ কোটি ডলার৷ সর্বশেষ হিসাব অনুযায়ী ইরাকের সক্রিয় সামরিক সদস্য সংখ্যা এক লাখ ৬৫ হাজার৷ জিএফপি স্কোর ০.৭৯১১৷
ছবি: picture-alliance/AP Photo/J.al-Helo
সংযুক্ত আরব আমিরাত, বিশ্ব র্যাংকিং ৪৫
সামরিক শক্তির দিক থেকে আরব বিশ্বের সব দেশের মধ্যে সংযুক্ত আরব আমিরাত থাকছে সাত নাম্বারে৷ তাদের জিএফপি স্কোর০.৭০৩৪, সক্রিয় সেনা সদস্য ৬৪ হাজার জন৷ সামরিক খাতে বার্ষিক ব্যয় ২২৭৫ কোটি ডলার৷
ছবি: Imago/imagebroker
আলজেরিয়া, বিশ্ব র্যাংকিং ২৮
উত্তর আফ্রিকার মাগরেব অঞ্চলের আরেক মুসলিম অধ্যুষিত (৯৯%) দেশ আলজেরিয়ার এক লাখ ৩০ হাজার সদস্য নিয়ে গড়া সামরিক বাহিনীর জন্য বাজেট ১৩০০ কোটি ডলার৷ জিএফপি স্কোর ০.৪৬৫৯৷
ছবি: picture-alliance/AP Photo/A. Belghoul
ইসরায়েল, বিশ্ব র্যাংকিং ১৮
এক লাখ ৭০ হাজার সক্রিয় সেনাসদস্য নিয়ে ইসরায়েল আছে পঞ্চম স্থানে৷ সামরিক খাতে বাজেট ২০০০ কোটি ডলার৷ জিএফপি স্কোর ০.৩১১১৷
ছবি: picture-alliance/dpa/J. Hollander
সৌদি আরব, র্যাংকিং ১৭
কিংডম অব সৌদি অ্যারাবিয়ার সক্রিয় সেনাসদস্য চার লাখ ৭৮ হাজারেরও বেশি৷ সামরিক খাতে বাজেট ৬৭৬০ কোটি ডলার৷ তবে বিশাল বাজেট হলেও ০.৩০৩৪ জিএফপি স্কোর নিয়ে সৌদি আরব রয়েছে চতুর্থ স্থানে৷
ছবি: picture-alliance/dpa/A. Hassan
ইরান, বিশ্ব র্যাংকিং ১৪
ইরানের সক্রিয় সেনাসদস্য সংখ্যা পাঁচ লাখ ২৩ হাজার৷সামরিক খাতে বার্ষিক ব্যয় ১৯৬০ কোটি ডলার৷ইরানের জিএফপি স্কোর ০.২১৯১৷
ছবি: picture-alliance/R. Fouladi
তুরস্ক, বিশ্ব র্যাংকিং ১১
এর্দোয়ানের দেশ তুরস্কের সক্রিয় সেনাসদস্য সংখ্যা তিন লাখ ৫৫ হাজারেরও বেশি৷ সামরিক খাতে বছরে ব্যয় ১৯০০ কোটি ডলার৷ জিএফপি স্কোর ০. ২০৯৮৷
ছবি: picture-alliance/Photoshot
মিশর, বিশ্ব র্যাংকিং ৯
আরব বিশ্বের দেশগুলোর মধ্যে সামরিক শক্তির দিক থেকে সবার ওপরে রয়েছে আরব রিপাবলিক অব ইজিপ্ট৷ তাদের সামরিক খাতে বাজেট ১১২০ কোটি ডলার এবং সক্রিয় সেনাসদস্য সংখ্যা চার লাখ ৪০ হাজার৷ জিএফপি স্কোর ০.১৮৭২৷
ছবি: Getty Images/AFP/K. Desouki
10 ছবি1 | 10
ইরানের অস্বীকার
ইরানের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র এই অভিযোগ খারিজ করে দিয়েছেন। তিনি বলেছেন, ''এই ধরনের ভিত্তিহীন অভিযোগ করা উচিত নয়। আর ইরানের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ এই প্রথম করা হচ্ছে না।'' তিনি জনিয়েছেন, ''নিজেদের রক্ষা করতে, জাতীয় সুরক্ষা নিশ্চিত করতে ইরান বিন্দুমাত্র দ্বিধাবোধ করবে না।''
ইরানের সরকারি ওয়েবসাইট আল-আলামের রিপোর্ট বলছে, ইসরায়েল সিরিয়ায় যে আক্রমণ করছে, তার জবাব দিতেই এই হামলা করা হয়েছে।
মেরিটাইম সিকিউরিটি ইনটেলিজেন্স সংস্থা ড্রাইঅ্যাড গ্লোবাল জানিয়েছে, গত ফেব্রুয়ারি থেকে এই নিয়ে পাঁচবার আক্রান্ত হলো ইসরায়েলের জাহাজ।
উত্তেজনা বাড়ছে
২০১৫ সালের পরমাণু চুক্তি নিয়ে ইরানের সঙ্গে যখন বিশ্বের শক্তিধর বেশ কয়েকটি দেশ আলোচনায় বসবে, তখনই এই ঘটনা ঘটল। ইসরায়েল এই চুক্তির বিপক্ষে। তারা চায়, ইরান তাদের পারমাণবিক কর্মসূচি কাটছাঁট করুক। তারপরেই তাদের উপর থেকে নিষেধাজ্ঞা তোলা হোক।
ইরান আবার ইসরায়েল-বিরোধী হেজবোল্লাহ এবং হামাসকে সাহায্য করে। তেহরান সবসময়ই ইসরায়েলের সমালোচনায় মুখর থাকে।
এই পরিস্থিতিতে তেলের ট্যাঙ্কারে আক্রমণের ঘটনা দুই দেশের মধ্যে উত্তেজনা আরো বাড়িয়ে দিয়েছে।