1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
ব্যবসা-বাণিজ্যবিশ্ব

তেলের দাম কমেছে

১২ সেপ্টেম্বর ২০২২

বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম সোমবার সকালে ব্যারেলপ্রতি ১.২৮ ডলার বা ১.৪ শতাংশ কমেছে৷ শুক্রবার এই তেলের দাম ৪.১ শতাংশ বেড়েছিল৷

বিশ্বে ক্রুড তেলের সবচেয়ে বড় আমদানিকারক চীনে লকডাউনের কারণে তেলের বাড়তি দাম কমে এসেছে৷

North Dakota Erdgas an einer Ölquelle
বিশ্বে ক্রুড তেলের সবচেয়ে বড় আমদানিকারক চীনে লকডাউনের কারণে তেলের বাড়তি দাম কমে এসেছে৷ছবি: Matthew Brown/picture alliance

চীনের জিরো-কোভিড নীতির কারণে তেলের চাহিদা কমে যাওয়া এবং যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন সুদের হার আরও বাড়াতে পারে, এই সম্ভাবনা দেখা দেয়ায় তেলের দাম কমেছে বলে বিশ্লেষকেরা মনে করছেন৷

তেল রপ্তানিকারক দেশের সংগঠন ওপেক এবং ওপেক+ এর সদস্যরাষ্ট্রগুলো তেল সরবরাহ কিছুটা কমানোয় গত সপ্তাহে তেলের দামে কিছুটা পরিবর্তন এসেছিল৷ তবে বিশ্বে ক্রুড তেলের সবচেয়ে বড় আমদানিকারক চীনে লকডাউনের কারণে তেলের বাড়তি দাম কমে এসেছে৷

গত সপ্তাহে চীনে প্রায় সাড়ে ছয় কোটি মানুষ লকডাউনে ছিলেন৷ যদিও রোববার মাত্র ১,২৪৮ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন৷

এদিকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন সুদের হার আরও বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে৷

ডিসেম্বরের ৫ তারিখ থেকে রাশিয়ার তেল আমদানির উপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা কার্যকর হতে যাচ্ছে৷ আর জি-সেভেন রাষ্ট্রগুলোর নিষেধাজ্ঞা কার্যকর শুরু হবে ফেব্রুয়ারি থেকে৷

তেল রপ্তানির টাকা রাশিয়া ইউক্রেন যুদ্ধে কাজে লাগাচ্ছে বলে মনে করছে ইইউ ও জি-সেভেন৷ তাই তেল বিক্রি থেকে রাশিয়ার আয় কমাতে এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে৷

নিষেধাজ্ঞার কারণে বছর শেষে তেলের দাম আবারও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে৷

জেডএইচ/কেএম (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ