1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তেলের পথ বন্ধ করে দেয়ার হুমকি দিল ইরান

২৯ ডিসেম্বর ২০১১

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে আবারও উত্তেজনা তৈরি হয়েছে৷ চলছে হুমকি-পাল্টা হুমকি৷

মানচিত্রে হরমুজ প্রণালী দেখানো হচ্ছেছবি: Fars

ইরানের উপর নতুন করে আর্থিক নিষেধাজ্ঞা চাপানোর পরিকল্পনা করছে অ্যামেরিকা সহ পশ্চিমা বিশ্ব৷ ইরান যেন সম্ভাব্য পরমাণু কর্মসূচি থেকে সরে আসে সেটা নিশ্চিত করতে একের পর এক নিষেধাজ্ঞা বসেছে তার উপর৷ এবার যেটা পরিকল্পনা করা হচ্ছে সেটা যদি বাস্তবায়িত হয় তাহলে প্রভাব পড়বে ইরানের তেল রপ্তানির উপর৷ আর এটাই হচ্ছে দেশটির আয়ের সবচেয়ে বড় উৎস৷ উল্লেখ্য, বিশ্বের চতুর্থ বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ হলো ইরান৷

তাই নিষেধাজ্ঞা পরিকল্পনার বিষয়টা সহজভাবে নিচ্ছেনা ইরান৷ তারা বলেছে, এমনটা হলে হরমুজ প্রণালী দিয়ে তেল রপ্তানি বন্ধ করে দেয়া হবে৷ প্রতিদিন প্রায় ১৫ মিলিয়ন ব্যারেল তেল আসা যাওয়া করে এই পথ দিয়ে৷ পরিমাণটা, মোট সরবরাহের ছয় ভাগের এক ভাগ৷

ইরানের এই হুমকির পর প্রায় সঙ্গে সঙ্গেই প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র৷ পেন্টাগনের প্রেস সচিব জর্জ লিটল বলেছেন, ইরানের এই হুমকি মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলতে পারে৷

এদিকে বাহরাইনে থাকা মার্কিন নৌঘাঁটির মুখপাত্র রেবেকা রেবারিচ বলেছেন, কেউ যদি নৌপথে চলাচলে বাধার সৃষ্টি করে তাহলে সেটা প্রতিহত করা হবে৷

ইরান আর যুক্তরাষ্ট্রের মধ্যে এ ধরণের মন্তব্য বিনিময়ে অনেকে শঙ্কা প্রকাশ করেছেন৷ তারা মনে করছেন, এর ফলে তেলের দাম বেড়ে যেতে পারে৷ যেটা বিশ্ব অর্থনীতির জন্য খারাপ হবে৷

ইরানের ঐ হুমকির পর বিকল্প পথ খোঁজা নিয়ে চিন্তাভাবনা শুরু করে দিয়েছেন তেল উৎপাদনকারী দেশের কর্মকর্তারা৷ এদিকে সৌদি এক তেল কর্মকর্তা বলেছেন, ইরান যদি তেলের পথ বন্ধ করে দেয় তাহলে যে ক্ষতিটা হতে পারে সেটা পূরণ করে দিতে প্রস্তুত তারা৷ উল্লেখ্য, অনেকের ধারণা, কোনো কারণে যদি তেলের সংকট দেখা দেয় তাহলে তার সমাধান দেয়ার ক্ষমতা রাখে একমাত্র সৌদি আরব৷

এদিকে হুমকি সত্ত্বেও ইরানের ওপর আরেক দফা নিষেধাজ্ঞা দিতে প্রস্তুত ইউরোপীয় ইউনিয়ন৷ সংস্থার পররাষ্ট্র বিষয়ক প্রধান ক্যাথেরিন অ্যাশ্টন বলেছেন, আগামী মাসের ৩০ তারিখে অনুষ্ঠিতব্য ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হতে পারে৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ