1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জ্বালানির চাহিদা ও সংরক্ষণ

২৮ জুন ২০১৩

‘অয়েলস্যান্ডস' বা বালুমাটি থেকে তেল বের করলে মুনাফা আসে ঠিকই, তবে ক্যানাডার প্রকৃতি এর ফলে বেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে৷ বেড়ে চলেছে গ্রিনহাউস গ্যাসের নির্গমন৷

ছবি: dapd

ক্যানাডার ‘অয়েলস্যান্ডস' শিল্প, অর্থাৎ বালুমাটি থেকে তেল বের করার প্রযুক্তি যেমন জ্বালানি খায়, তেমনই ধোঁয়া ছাড়ে৷ সাধারণ খনিজ তেল শিল্প থেকে পাঁচ গুণ বেশি কার্বন নির্গমন ঘটে৷ তবুও ক্যানাডার বড় বড় তেলের কোম্পানি তাদের উৎপাদন বাড়িয়েই চলেছে৷

ক্যালগ্যারির প্রখ্যাত পেম্বিনা ইনস্টিটিউটের জেনিফার গ্র্যান্ট এ ব্যাপারে বিশেষ খুশি নন৷ তিনি বললেন, ‘‘ক্যানাডায় অয়েলস্যান্ডস শিল্পেই গ্রিনহাউস গ্যাসের নির্গমন সবচেয়ে তাড়াতাড়ি বাড়ছে৷ আগামী দশ বছরের মধ্যে তা দ্বিগুণ হয়ে যাবে৷''

পরিবেশের ক্ষতি করছে ‘অয়েলস্যান্ডস' শিল্পছবি: dapd

পরিবেশ বিশেষজ্ঞ জেনিফার নিয়মিতভাবে অয়েলস্যান্ডস শিল্প থেকে পরিবেশের ক্ষতি যাচাই করে থাকেন৷ ক্যানাডার মাটিতে বিপুল পরিমাণ তেল আছে৷ ওদিকে তেলের দাম বাড়ার পরে অয়েলস্যান্ডস থেকে তেল বার করাটাও লাভজনক হয়ে পড়েছে৷ আর তার দাম দিচ্ছে মুক্ত প্রকৃতি৷ জেনিফার গ্র্যান্ট এ প্রসঙ্গে বলেন, ‘‘এই জঙ্গলে ছশোর বেশি বিভিন্ন ধরনের গাছপালা, তিনশো ধরনের পশুপাখি আছে৷ খনির কাজ শুরু হলে এ সব পুরোপুরি ধ্বংস হবে৷ জঙ্গল কাটা দিয়ে শুরু হবে৷ জলাভূমি থেকে পানি বার করে দেওয়া হবে৷ তারপর ওপর থেকে মাটি কাটা শুরু হবে৷''

জঙ্গল কাটা আর জলাভূমি থেকে পানি বার করে দেওয়ার ফলে শিয়াল, বাইসন, ভাল্লুক, বিরল প্রজাতির সব পাখি – এরা সবাই উধাও হবে৷ সবুজ প্রকৃতির পরিবর্তে পড়ে থাকবে চাঁদের পাহাড়!

প্রতিদিন এই ‘তেলের বালি' থেকে ১৩ লাখ ব্যারেল তেল বার করা হয়৷ জেনিফারের মতে, সেটাই মূল সমস্যা৷ অয়েলস্যান্ডস তো আর তেলের কূপ নয়৷ বালি, মাটি আর প্রায় বারো শতাংশ বিটুমেন মিলিয়ে এই ‘তেলের বালি'৷

মাত্র এক ব্যারেল তেল বার করতে তিন থেকে ছয় ব্যারেল পানি খরচ হয়৷ অয়েলস্যান্ডস'এর পরিশোধনাগার ইতিমধ্যেই ক্যালগ্যারির মতো বড় শহরগুলির দ্বিগুণ পানি খরচা করে৷

অয়েলস্যান্ডস শিল্প এভাবে বাড়তে থাকলে একদিন না একদিন পানির অনটন ঘটতে বাধ্য৷ অ্যাথাব্যাস্কা ক্যানাডার দীর্ঘতম নদীগুলোর মধ্যে পড়ে৷ শীতকালে জমে বরফ হয়ে থাকে৷ এটাই হল পানির মূল উৎস৷ জেনিফার গ্র্যান্ট বলেন, ‘‘শীতে অ্যাথাবাস্কা নদীতে গ্রীষ্মের তুলনায় মাত্র দশভাগের এক ভাগ পানি থাকে৷ তা সত্ত্বেও অয়েলস্যান্ডস শিল্প নদী থেকে পানি তুলে নেয়৷ নদীর ইকোসিস্টেম, মাছ, প্রাণী, উদ্ভিদ – সবার পক্ষে এটা বিশেষভাবে বিপজ্জনক৷ অতি-অবশ্য এর বিকল্প বার করা চাই৷''

জেনিফার গ্র্যান্ট তাঁর পর্যবেক্ষণ করা তথ্যের ভিত্তিতে একটি রিপোর্ট পেশ করবেন৷ সরকার ও তেল শিল্প, উভয়ের জন্যই তিনি পরিবেশ বিষয়ক উপদেষ্টা৷ প্রকৃতির উপর ক্ষতিকর প্রভাব যতই অকাট্য হোক না কেন, আন্তর্জাতিক তেলের কোম্পানিগুলির বিরুদ্ধে জেনিফারের কিছু করার নেই৷

এসি / এসবি

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ