1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হামলার ‘জবাব' দেবে ইসরায়েল

৯ জুন ২০১৬

ইসরায়েলের রাজধানী তেল আভিভে বন্দুকধারীর হামলায় চারজন নিহত এবং কমপক্ষে পাঁচজন আহত হয়েছে৷ দুই হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ৷ ইরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন, ‘‘জবাব দেয়া হবে৷''

Israel Anschlag in Tel Aviv
ছবি: Getty Images/AFP/J. Guez

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু সাংবাদিকদের বলেন, ‘‘তারা (সন্ত্রাসী) আমাদের চ্যালেঞ্জ জানিয়েছে৷ আমরা এর জবাব দেবো৷'' বন্দুকধারীদের এ হামলাকে ‘ঠান্ডা মাথায় খুন' বলেও অভিহিত করেছেন তিনি৷

বুধবার রাতে তেল আভিভের স্যারোনা কমপ্লেক্সের এক রেস্তোরাঁয় এ হামলা চালানো হয়৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্থানীয় সময় রাত নয়টার দিকে চালানো হয় এ হামলা৷ রেস্তোরাঁয় আগতরা তখন রাতের খাবার খাচ্ছিলেন৷ দুই বন্দুকধারী তখন হঠাৎ এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে৷ স্যারোনার পরিচালক জানান, কমপ্লেক্সের নিরাপত্তাকর্মীরা সঙ্গে সঙ্গেই পাল্টা গুলি চালানোয় হামলাকারীরা আরো বড় হত্যাযজ্ঞ চালাতে পারেনি৷

পুলিশ জানিয়েছে, হামলাকারী দুই ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়েছে৷ সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, আটক দুই ব্যক্তি ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনি গ্রাম ইয়াত্তার বাসিন্দা৷

Four killed in shooting at Tel Aviv nightspot

01:52

This browser does not support the video element.

২০১৫ সালের অক্টোবর থেকে ইসরায়েল এবং ফিলিস্তিনে সহিংসতা আবার বাড়তে শুরু করেছে৷ গত আট মাসে ২০৭ জন ফিলিস্তিনি, ২৮ জন ইসরায়েলি, দুজন আর্মেনীয়, একজন ইরিত্রীয় এবং এক সুদানি মারা গেছেন৷

এদিকে তেল আভিভে বুধবার রাতের হামলাকে ‘বীরোচিত কাজ' বলেছে হামাস৷ গাজায় ক্ষমতাসীন এই সংগঠনটির পক্ষ থেকে আরো বলা হয়েছে, ‘‘আরো বিস্ময় অপেক্ষা করছে৷'' তবে বুধবার রাতের হামলার দায় স্বীকার করেনি হামাস৷

হামলা সম্পর্কে তাদের এই প্রতিক্রিয়ার নিন্দা জানিয়েছে জাতিসংঘ৷ মধ্যপ্রাচ্য শান্তি উদ্যোগে জাতিসংঘের বিশেষ সমন্বয়ক নিকোলাই ম্লাদেনভ হামাসের এমন প্রতিক্রিয়ায় ‘বিস্মিত' হয়েছেন জানিয়ে বলেছেন, ‘‘সবাইকে অবশ্যই সহিংসতার বিপরীতে অবস্থান নিতে হবে৷''

এসিবি/এসবি (এএফপি, রয়টার্স, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ