তেল নিন, ‘আত্মসম্মান’ নয়
৮ অক্টোবর ২০১৫ইংরেজি হ্যাশট্যাগ #ডোনেটঅয়েলটুইন্ডিয়ানএম্বাসি, অর্থাৎ ‘ভারতীয় দূতাবাসকে তেল দান করো'৷ নেপালিরা তাদের উপর চাপানো ভারতের অঘোষিত নিষেধাজ্ঞার জবাব দিচ্ছে যেসব হ্যাশট্যাগ ব্যবহার করে সেগুলোর একটি এটি৷
গত ২৪ ঘণ্টায় হ্যাশট্যাগটি ব্যবহার হয়েছে ৬৮ হাজার বার৷ গতকাল কার্যত এটি ট্রেন্ড করছিল গোটা বিশ্বে৷ নেপালের দক্ষিণাঞ্চলে ‘অসাংবিধানিক' বন্ধ্-কে কারণ হিসেবে দেখিয়ে নিরাপত্তার অজুহাতে গত বেশ কয়েকদিন ধরে সেদেশে তেলসহ অন্যান্য সামগ্রীবাহী যানবাহন ঢুকতে দিচ্ছে না ভারত৷ ফলে গত দু'সপ্তাহ ধরে তেলের সঙ্কট চলছে দেশটিতে৷ টুইটারে অনেকে এই নিয়ে শেয়ার করেছেন ভিডিও৷
শুধু নিজেদের ছবি প্রকাশ নয়, ভারতীয় প্রধানমন্ত্রীকে কটাক্ষ করতেও ছাড়ছেন না নেপালিরা৷ নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগের মাধ্যমে অত্যন্ত সক্রিয়, এ কথা অজানা নয় তাদের৷ তাই অসংখ্য টুইটে তারা ট্যাগ করেছেন মোদীর টুইটার অ্যাকাউন্ট৷
উল্লেখ্য, নেপাল একটি স্থলবেষ্টিত দেশ৷ ফলে দেশটিতে পণ্য পরিবহনের অন্যতম রুট হচ্ছে ভারত৷ সম্প্রতি দেশটিতে হিন্দি টিভি চ্যানেলের উপর নিষেধাজ্ঞার আরোপের কথাও শোনা গেছে৷
সংকলন: আরাফাতুল ইসলাম
সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী
নেপাল নিয়ে ভারত যে রাজনীতি করছে, সে সম্পর্কে আপনার মন্তব্য দিন নীচের ঘরে৷