1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তেল নিন, ‘আত্মসম্মান’ নয়

৮ অক্টোবর ২০১৫

কাঠমান্ডুর ভারতীয় দূতাবাস তেল চেয়েছে নেপালের কাছে৷ অথচ গত দুই সপ্তাহ ধরে ভারতের নিষেধাজ্ঞার কারণেই তেল পৌঁছাচ্ছে না সেদেশে৷ নেপালিরা টুইটারে তাই বিষয়টি নিয়ে চালাচ্ছে এই ব্যতিক্রমী প্রচারণা৷

Katmandu Nepal Petrol Benzin Treibstoff Rationierung
ছবি: Reuters/N. Chitrakar

ইংরেজি হ্যাশট্যাগ #ডোনেটঅয়েলটুইন্ডিয়ানএম্বাসি, অর্থাৎ ‘ভারতীয় দূতাবাসকে তেল দান করো'৷ নেপালিরা তাদের উপর চাপানো ভারতের অঘোষিত নিষেধাজ্ঞার জবাব দিচ্ছে যেসব হ্যাশট্যাগ ব্যবহার করে সেগুলোর একটি এটি৷

গত ২৪ ঘণ্টায় হ্যাশট্যাগটি ব্যবহার হয়েছে ৬৮ হাজার বার৷ গতকাল কার্যত এটি ট্রেন্ড করছিল গোটা বিশ্বে৷ নেপালের দক্ষিণাঞ্চলে ‘অসাংবিধানিক' বন্ধ্-কে কারণ হিসেবে দেখিয়ে নিরাপত্তার অজুহাতে গত বেশ কয়েকদিন ধরে সেদেশে তেলসহ অন্যান্য সামগ্রীবাহী যানবাহন ঢুকতে দিচ্ছে না ভারত৷ ফলে গত দু'সপ্তাহ ধরে তেলের সঙ্কট চলছে দেশটিতে৷ টুইটারে অনেকে এই নিয়ে শেয়ার করেছেন ভিডিও৷

শুধু নিজেদের ছবি প্রকাশ নয়, ভারতীয় প্রধানমন্ত্রীকে কটাক্ষ করতেও ছাড়ছেন না নেপালিরা৷ নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগের মাধ্যমে অত্যন্ত সক্রিয়, এ কথা অজানা নয় তাদের৷ তাই অসংখ্য টুইটে তারা ট্যাগ করেছেন মোদীর টুইটার অ্যাকাউন্ট৷

উল্লেখ্য, নেপাল একটি স্থলবেষ্টিত দেশ৷ ফলে দেশটিতে পণ্য পরিবহনের অন্যতম রুট হচ্ছে ভারত৷ সম্প্রতি দেশটিতে হিন্দি টিভি চ্যানেলের উপর নিষেধাজ্ঞার আরোপের কথাও শোনা গেছে৷

সংকলন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী

নেপাল নিয়ে ভারত যে রাজনীতি করছে, সে সম্পর্কে আপনার মন্তব্য দিন নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ