1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তেহরানে সাময়িকভাবে বিমান বন্ধ করলো লুফৎহানসা

১১ এপ্রিল ২০২৪

মধ্যপ্রাচ্যের পরিস্থিতির পরিপ্রেক্ষিতে জার্মান বিমানসংস্থা লুফৎহানসা তেহরানে সাময়িকভাবে বিমান না চালানোর সিদ্ধান্ত নিলো।

মিউনিখ বিমানবন্দরে লুফৎহানসার বিমান।
বৃহস্পতিবার পর্যন্ত তেহরানে বিমান চালানো বন্ধ রাখলো লুফৎহানসা।ছবি: Frank Hoermann/SVEN SIMON/picture alliance

বুধবার লুফৎহানসার পক্ষ থেকে জানানো হয়েছে, মধ্যপ্রাচ্যে বর্তমান অবস্থার জন্য বৃহস্পতিবার পর্যন্ত তেহরানে বিমান চলাবে না তারা।

ইরানের একটি সংবাদসংস্থা এর মধ্যে জানায়, তেহরানের উপর আকাশসীমা বন্ধ করে দেয়া হয়েছে। সামরিক মহড়ার জন্য এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই খবর নিয়ে হইচই পড়ে যায়।

পরে তারা ওই রিপোর্ট সরিয়ে নেয় এবং জানায়, তারা এরকম কোনো খবর দিতে চায়নি।

লুফৎহাসনা সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে তেহরানে বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ করার সিদ্ধান্ত নেয়। 

ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা

সিরিয়ায় ইরানের কনসুলেটের উপর ইসরায়েল আক্রমণ চালিয়েছিল। তারপর ইরান প্রত্যাঘাত করতে পারে মনে করে অ্যামেরিকা ও মধ্যপ্রাচ্যের দেশগুলি অত্যন্ত সতর্ক।  এই ধরনের আক্রমণ হলে তারা কী করবে, ,সে ব্যাপারে চিন্তাভাবনা করা হচ্ছে ও প্রস্তুতিও নেয়া হচ্ছে।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনেই বলেছেন, ইসরায়েলকে শাস্তি দেয়া হবে।

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আক্রান্ত হলে ইসরায়েল উপযুক্ত জবাব দেবে।

জিএইচ/এসজি(রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ