তেহরান খালি করে অবিলম্বে সবাইকে চলে যেতে বললেন ট্রাম্প
১৭ জুন ২০২৫
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তেহরানবাসীদের শহর খালি করতে বলেছেন। জি-৭ শীর্ষবৈঠকের মাঝপথেই তিনি দেশে ফিরতে পারেন।
তেহরান থেকে সকলকে চলে যেতে বললেন ট্রাম্প। ছবি: Mark Schiefelbein/AP Photo/picture alliance
বিজ্ঞাপন
ক্রমশ ঘনীভূত হচ্ছে ইসরায়েল-ইরান সংঘর্ষ। ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলি বোমাবর্ষণ অব্যাহত। অন্যদিকে, ইসরায়েলের তেল আভিভেও বিমানহামলার সতর্কতা সাইরেন বাজছে। এই পরিস্থিতিতে ট্রাম্পের মন্তব্যের পর অ্যামেরিকা কী করবে তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
অ্যামেরিকা কি যুদ্ধে অংশ নেবে?
ইতিমধ্যে, ডনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশাল মিডিয়া হ্যান্ডেলে তেহরানবাসীদের শহর ছাড়তে বলেছেন। তিনি এও জানিয়েছেন, ইরানের কাছে পারমানবিক অস্ত্র থাকতে পারে না। হোয়াইট হাউস সূত্রে জানানো হয়েছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে ক্যানাডায় চলা জি-৭ শীর্ষবৈঠক শেষ হওয়ার আগেই দ্রুত দেশে ফিরে আসবেন ট্রাম্প।
নিউ ইয়র্ক টাইমসের (এনওয়াইটি) একটি প্রতিবেদনে জানানো হয়েছে, ট্রাম্প অ্যামেরিকাকে এই সংঘাতে অংশীদার করার কথা ভাবছেন। ইরানের পারমাণবিক পরীক্ষা যেখানে হচ্ছে, তা বিশ্বের অন্যতম সুরক্ষিত অঞ্চল বলে পরিচিত। মাটির নিচের বাঙ্কারে তা কুক্ষিগত আছে। এনওয়াইটির প্রতিবেদনে আরো জানানো হয়, অ্যামেরিকা সেখানে হামলা চালাতে পারে। উল্লেখ্য, ইরানের পারমাণবিক শক্তিগৃহ ধ্বংস করার ক্ষমতা ইসরায়েলের না থাকলেও অ্যামেরিকার বিখ্যাত বাঙ্কার বাস্টার বোমা -- ম্যাসিভ অর্ডিনান্স পেনিট্রেটার দিয়ে সেই অঞ্চল ধ্বংস করা সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মার্কিন যুদ্ধবিমানের সাহায্যে এই বোমা ইরানে ফেলা সম্ভব হতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
দুই দেশের পালটাপালটি হামলার তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে বেসামরিক মানুষ হতাহতের সংখ্যাও বাড়ছে। আশঙ্কা রয়েছে যুদ্ধ আরো বিস্তৃত আকার ধারণ করতে পারে।
ছবি: DEBBIE HILL/UPI Photo/IMAGO
ইরানের রাতভর হামলায় ইসরায়েলে মৃতের সংখ্যা বাড়ছে
শনিবার রাতে মধ্য ইসরায়েলের বাত ইয়ামে একটি অ্যাপার্টমেন্ট ভবনে ক্ষেপণাস্ত্র আঘাত করলে তাতে চারজন নিহত হন। ইসরায়েলি সৈন্যরা রোববারও আবাসিক ভবনের ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজে অনুসন্ধান অব্যাহত রেখেছে। সব নিয়ে ইসরায়েলে ইরানি হামলায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২৪ এ।
ছবি: Ariel Schalit/AP Photo/picture alliance
ইরানে হামলা অব্যাহত, নিহত অন্তত ২২৪
রোববার বিকেলে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার থেকে দেশটিতে ইসরায়েলি হামলায় অন্তত ২২৪ জন নিহত এবং এক হাজার ২০০ জনের বেশি আহত হয়েছেন। এর মধ্যে বেশ কয়েকজন জ্যেষ্ঠ জেনারেল, সেনাবাহিনীর গোয়েন্দাপ্রধান এবং নয় জন শীর্ষ পরমাণু বিজ্ঞানীও ছিলেন। হতাহতের ৯০ শতাংশই বেসামরিক নাগরিক বলে দাবি ইরানের।
ছবি: Hami Roshan/IMAGO
হামলার মধ্যে আশ্রয়ের সন্ধান
ইসরায়েলের বেসামরিক নাগরিকেরা হামলার সময় বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেন। আহতদের সাহায্য করার জন্য রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে। অন্যদিকে ইরানে শনিবার শিয়াদের ছুটির দিন ঈদুল গাদির উদযাপনের সময় (ছবিতে) ইসরায়েলি বিমান হামলার নিন্দা জানিয়ে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
ছবি: Atta Kenare/AFP
জি-সেভেন এজেন্ডার শীর্ষে ইসরায়েল-ইরান সংঘাত
ক্যানাডায় জি-সেভেন শীর্ষ সম্মেলনের জন্য বার্লিন ছাড়ার আগে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎস ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষার হুমকি সম্পর্কে সতর্ক করেছেন। তিনি বলেন, "ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে বা তা অর্জন করতে দেয়া যাবে না।" ইসরায়েলের সাম্প্রতিক হামলাকে তিনি ইরানের পারমাণবিক অগ্রগতির প্রতিক্রিয়া হিসাবেই দেখছেন বলে জানান। সম্মেলনের এজেন্ডায় বিষয়টি শীর্ষে থাকবে বলেও জানান তিনি।
ছবি: Michael Kappeler/dpa/picture alliance
নিরাপত্তা বাড়াচ্ছে জার্মানি, ফ্রান্স
সম্ভাব্য ইরানি হামলার আশঙ্কায় বার্লিনে ইসরায়েলি দূতাবাসের রাস্তাসহ ইসরায়েলি এবং ইহুদি প্রতিষ্ঠানের নিরাপত্তা বৃদ্ধি করছে জার্মানি। ম্যার্ৎস বলেছেন, "ইরান যদি এখানে ইসরায়েলি বা ইহুদি প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্যবস্তু করে, সেজন্য আমরা নিজেদের প্রস্তুত করছি।" ফ্রান্সও এরইমধ্যে একই ধরনের ব্যবস্থা বাস্তবায়ন করেছে।
ছবি: Bernd von Jutrczenka/dpa/picture alliance
পরমাণু আলোচনা বাতিল
রোববারের পূর্বনির্ধারিত ষষ্ঠ দফার মার্কিন-ইরান পরমাণু বিষয়ক আলোচনা বাতিল হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে মধ্যস্থতাকারী ওমান। তেহরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এই আলোচনাকে ‘অযৌক্তিক’ বলে অভিহিত করেছেন। ইরানের আইআরএনএ সংবাদ সংস্থার প্রকাশ করা এক বিবৃতিতে, আরাঘচি এই হামলা "ওয়াশিংটনের সমর্থনের প্রত্যক্ষ ফলাফল" আখ্যা দিয়েছেন। যুক্তরাষ্ট্র অবশ্য শুরু থেকেই এই হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করে আসছে।
ছবি: Atta Kenare/AFP/Getty Images
ইরানের ইউরেনিয়াম
ইরান বরাবরাই তার পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ বলে দাবি করে আসছে। যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক মূল্যায়নেও ইঙ্গিত পাওয়া গেছে যে, ২০০৩ সালের পর থেকে দেশটি পরমাণু অস্ত্র তৈরির চেষ্টাও করছে না। তবে জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার তথ্যমতে, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অস্ত্র তৈরির পর্যায়ের কাছাকাছি পৌঁছে গেছে। ইসফাহানের মতো পারমাণবিক স্থাপনাগুলো (ছবিতে) ইসরায়েলি হামলার মূল লক্ষ্যবস্তু ছিল।
ছবি: 2025 Maxar Technologies/Satellite image/AFP
7 ছবি1 | 7
যুদ্ধ পরিস্থিতি
ইরান তার আকাশসীমা বন্ধের সময়সীমা বাড়িয়েছে। ভারতীয় সময় বিকেল চারটে, বাংলাদেশের সময় বিকেল সাড়ে চারটে পর্যন্ত তা বাড়ানো হয়। যদিও স্থানীয় কর্মকর্তাদের মতে, যুদ্ধ পরিস্থিতি শেষ না হওয়া পর্যন্ত আকাশসীমা বন্ধ থাকবে।
অন্যদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের রাষ্ট্রপ্রধান আয়াতোল্লাহ আলি খামেনেইকে হত্যা করলে যুদ্ধ বাড়বে না, বরং সংঘর্ষ থামবে।
সোমবার উত্তর তেহরানে ইরানের রাষ্ট্রীয় টিভি চ্যানেলের দপ্তরে বোমা পড়ার পর ইরান জানিয়েছে, তারা ইসরায়েলের মাটিতে বৃহত্তম মিসাইল আক্রমণের প্রস্তুতি শুরু করেছে।
আলোচনায় বসার আবেদন
মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ইরানকে আলোচনায় বসার অনুরোধ জানিয়েছে জার্মানি, ফ্রান্স এবং যুক্তরাজ্য। তেহরানের পারমাণবিক অস্ত্র নিয়েও তারা আলোচনা চান। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে সফররত। তিনি জানিয়েছেন ইসরায়েল এবং ইরানের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে আগ্রহী তারা। তবে তিনি এও জানিয়েছেন অতীতে তেহরান গঠনমূলক আলোচনায় বসতে রাজি হয়নি।