1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার

১৪ সেপ্টেম্বর ২০১৫

ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার৷ সরকারের পক্ষ থেকে সরাসরি ঘোষণা আসার আগেই শুরু হয়ে যায় উল্লাস প্রকাশ আর অভিনন্দন জানানো৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও ধন্যবাদ জানিয়েছেন অনেকে৷

Bangladesch Studentenprotest
ছবি: Harun Rashid Swapan

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিউশন ফি-র ওপর আরোপ করা ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীরা বৃহস্পতিবার থেকে জোরদার আন্দোলন শুরু করে৷ সোমবার মন্ত্রী পরিষদ বৈঠকে ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে – এমন খবর গণমাধ্যমে প্রকাশিত হবার পর রাজধানীর সড়ক থেকে অবরোধ তুলে নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে যায়৷

রবিবার থেকেই অবশ্য ভ্যাট প্রয়োগ নিয়ে সরকারের অবস্থান পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছিল৷ ভ্যাট আরোপের সিদ্ধান্ত নিয়ে গত কয়েকদিনে পরস্পরবিরোধী মন্তব্য করে জনমনে বিভ্রান্তি এবং শিক্ষার্থীদের মাঝে অসন্তোষ বাড়ালেও অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত রবিবার বলেন, সরকার সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করে দেখছে৷ বিএনপিসহ দেশের অন্যান্য দল আগেই শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছিল৷ ক্ষমতাসীন দলের মধ্যেও ভ্যাট আরোপের বিষয়ে ব্যাপক অসন্তোষ ছিল৷ গণমাধ্যমেও এসেছে সে খবর

অবশেষে সিদ্ধান্তটি প্রত্যাহার করা হয়েছে৷

সেই সঙ্গে শুরু হয়েছে শিক্ষার্থীদের উল্লাস৷

আন্দোলনের মাধ্যমে বিজয় ছিনিয়ে আনায় শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন অনেকে৷

তবে এবারের এই আন্দেলনে পুরোনো একটা সত্য আবার প্রকাশ পেয়েছে বিভিন্ন সংবাদ এবং মন্তব্যের মাধ্যমে৷ যে কোনো সংকটে সবাই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য, সিদ্ধান্ত অথবা পদক্ষেপের অপেক্ষায় থাকেন, তা বোঝা গেল আবার৷ গণমাধ্যম জানাচ্ছিল, আন্দোলনরত শিক্ষার্থীদের অনেকে প্রধানমন্ত্রীর দিকেই তাকিয়ে আছেন৷ জাতীয় দৈনিকে কলাম লিখে শিগগিরই ভ্যাট প্রত্যাহারের উদ্যোগ নেয়ার অনুরোধ জানানো হয়েছে শেখ হাসিনাকে৷

উত্তরায় আন্দোলন চলার সময় শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীকে মায়ের সঙ্গে তুলনা করে ভ্যাট প্রত্যাহার করে নেয়ার অনুরোধ জানিয়েছে বলেও খবর ছাপা হয়েছে৷ খবর অনুযায়ী সেখানে শিক্ষার্থীরা বলেছেন, ‘‘মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী হিসেবে পরিচিত৷ তিনি বিভিন্ন সময় জনদাবি মেনে নিয়েছেন৷ আমরা সব শিক্ষার্থীরা তার সন্তানের মতো৷ তিনি আমাদের মায়ের মতো৷ আমরা বিশ্বাস করি, তিনি আমাদের আবেদন রাখবেন৷ সন্তানদের ওপর থেকে করের বোঝা প্রত্যাহার করবেন৷''

ভ্যাট প্রত্যাহারের খবর জানার পর তাই টুইটারে শেখ হাসিনাকেও ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়েছেন অনেকে৷

সামহয়্যার ইন ব্লগে এহসান তপু শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রশংসা করেছেন৷

তাঁর ভাষায়, ‘‘...প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো বা ওখানকার ছাত্র-ছাত্রীদের ব্যপারে আমার ধারণা খুব স্পষ্ট না৷ তবে আজ একটা জিনিস স্পষ্ট হয়েছে৷ সুশৃঙ্খল আন্দোলন কাকে বলে সেটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র-ছাত্রীরা খুব ভালো জানে৷ এক্ষেত্রে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর চেয়ে তারা ইতিবাচকভাবে অনেক এগিয়ে৷....ভাহচুর, বোমাবাজির বাইরে আন্দোলনের নতুন একটা সংস্কৃতি তৈরি করার জন্য তোমাদের অভিনন্দন৷''

তবে সড়ক অবরোধ করায় জনগণের যে দুর্ভোগ পোহাতে হয়েছে সে বিষয়টিও উল্লেখ করেছেন তিনি৷ আরেকটি বিষয়ও গুরুত্ব পেয়েছে এহসান তপুর লেখায়৷ ব্লগপোস্টের শেষে তিনি লিখেছেন, ‘‘যাঁরা স্ব-প্রণোদিত হয়ে এর মধ্যে গ্যাঞ্জাম করতে গিয়েছেন, তাদের বলব ‘মনটা বড় করুন'৷''

সংকলন: আশীষ চক্রবর্ত্তী

সম্পাদনা দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ