1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তোতাপাখির জন্য নতুন জঙ্গল

কর্নেলিয়া বর্মান/এআই৫ ফেব্রুয়ারি ২০১৫

শুধু তোতাপাখির জন্য কি নতুন করে কেউ জঙ্গল তৈরি করে? কেন নয়? তবে শুধু তোতাপাখি যে জঙ্গলের উপকার পাবে তা নয়৷ যেভাবে জঙ্গল উজাড় হচ্ছে তাতে এই পৃথিবীর ভবিষ্যত নিয়ে তৈরি হয়েছে শঙ্কা৷ সেই শঙ্কা কাটাবেও জঙ্গল৷

Teaser Südafrika – Parrot ohne Logo
ছবি: Cape Parrot Project

দক্ষিণ আফ্রিকার জঙ্গলে এখনো হাজার বছরের বেশি বয়সের বৃক্ষের সন্ধান পাওয়া যাবে৷ এরকম গাছে আগে আসলে সেখানকার জঙ্গল ভর্তি ছিল৷ এখন তারা প্রায় হারিয়ে যেতে বসেছে৷ তাদের সঙ্গে হারাচ্ছে ফলও৷

আসলে বিভিন্ন ক্ষেত্রে হলুদ কাঠের চাহিদা বাড়ছে৷ গত ৩৫০ বছর ধরেই চাহিদা বাড়তির দিকে৷ কেপ টাউন বিশ্ববিদ্যালয়ের ড. স্টিভ বয়েস এই বিষয়ে বলেন, ‘‘দক্ষিণ আফ্রিকার শিল্প বিপ্লবের সঙ্গে সম্পৃক্ত ছিল ইয়েলোউডস৷ রেলওয়ে স্লিপার এবং খনির কাঠ হিসেবে ব্যবহারের জন্য এরকম লাখ লাখ গাছ কাটা হয়েছে৷ আর এখন সুন্দর রংয়ের জন্য ইয়েলোউড বিশ্বের অন্যতম দামি কাঠ৷ অনেক জায়গায় কিউবিক মিটারপ্রতি এই গাছের মূল্য তিন হাজার ইউরো৷''

সরকার উইলোউড গাছ কাটার উপর বিধিনিষেধ আরোপ করেছে৷ উদ্দেশ্য এসব গাছের ব্যাপক নিধন ঠেকানো৷ তাসত্ত্বেও অবৈধভাবে এগুলো এখনো কাটা হচ্ছে৷ ড. স্টিভ বলেন, ‘‘এভাবে চলতে থাকলে একসময় পুরনো সব ইয়েলোউড হারিয়ে যাবে৷''

তোতাপাখির খাবার

ইয়েলোউড ফলে থাকা ‘অ্যান্টি ভাইরাল এজেন্ট' সম্ভবত কেপ তোতাপাখির জন্য আদর্শ৷ কিন্তু এই ফলের অভাবের কারণে পাখিগুলো একর্ণ এবং একরকম বাদাম খাচ্ছে৷ সেগুলো স্বাস্থ্যের জন্য ভালো নয়৷ তাছাড়া ইয়েলোউড ফল না থাকায় এখন বছরে দু'মাস তাদের কার্যত অভূক্ত থাকতে হয়৷

তবে পরিস্থিতি সম্ভবত পুরোপুরি হতাশাজনক পর্যায়ে পৌঁছায়নি৷ বংশবৃদ্ধির জন্য কেপ তোতাপাখির বিশেষ ঘরের দরকার হয়৷ ‘কেপ প্যারোট' প্রকল্প তাই জঙ্গলের গাছে শতাধিক ঘর ঝুলিয়ে দিয়েছে৷

পাশাপাশি এই প্রকল্পের অধিনে নতুন করে বনায়ন কর্মসূচিও নেয়া হয়েছে, যেখানে অনেক ইয়েলোউড গাছ লাগানো হবে৷ তখন তোতারাও সারাবছর তাদের উপযুক্ত খাবার পাবে৷ কেপ প্যারোট প্রকল্প এজন্য গ্রামবাসীদের টাকা দিচ্ছে৷ গাছপ্রতি এক ইউরো৷ আর এগুলো পরবর্তীতে দেখাশোনার জন্য আরো টাকা পাবেন তারা৷ দক্ষিণ আফ্রিকার অন্যতম দরিদ্র অঞ্চল এটি৷ তাই এই অফার সাদরে গ্রহণ করেছে স্থানীয়রা৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ