1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তৌহিদ নায়ক, পার্শ্ব চরিত্রে পিন্টু

১৩ এপ্রিল ২০১১

পিলখানায় হত্যা, লুণ্ঠন ও লাশ গুমের মূল পরিকল্পনা ছিল তৌহিদের, সহায়তা করেন পিন্টু৷ আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের এই অভিযোগ গণমাধ্যমে গুরুত্ব পেয়েছে৷

বিডিআর বিদ্রোহের একটি মুহূর্তছবি: Harun-ur-Rashid Swapan

বিডিআর বিদ্রোহের সময় পিলখানা হত্যা ও লুণ্ঠনের মামলার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হয়েছে৷ শিরোনামগুলিই প্রথম দিনের শুনানির কাহিনী বলে দিচ্ছে: সমকালে ‘তৌহিদই আসল নায়ক পার্শ্ব চরিত্রে পিন্টু'৷ ইত্তেফাকে ‘তৌহিদ নায়ক, পার্শ্ব চরিত্রে পিন্টু' পরিকল্পনার কথা জানতেন তোরাব৷ ভোরের কাগজে ‘তৌহিদের নেতৃত্বে হত্যাযজ্ঞ পিন্টু ও তোরাব সহযোগী'৷ নয়তো মোট ৮০ জন আসামির অভিযোগ পড়ে শোনানো হয়৷ তারপর আগামী ২৬শে এপ্রিল অবধি শুনানি মুলতুবি রাখা হয়েছে৷

বিডিআরের উপসহকারী পরিচালক (ডিএডি) তৌহিদুল আলম৷ তিনি বিদ্রোহের সময় বিনা আদেশে নিজেকে বিডিআরের মহাপরিচালক হিসেবে ঘোষণা দিয়েছিলেন৷ রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল তৌহিদকেই বিদ্রোহের নেতা হিসেবে চিহ্নিত করেছেন এবং বলেছেন, তার বিরুদ্ধে ৩৮ জন সাক্ষী রয়েছে৷ হাজারীবাগে স্থানীয় আওয়ামী লীগ নেতা তোরাব আলী বিদ্রোহের পরিকল্পনার কথা আগে থেকে জেনেও কর্তৃপক্ষকে অবগত করেননি৷ অপরদিকে বিএনপি নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টু হত্যা ও লাশ গুমে সহায়তা করেন৷

এর পরই আসছে ঝালকাঠিতে ব়্যাবের গুলিতে কলেজ ছাত্র লিমনের আহত হওয়ার ঘটনা ও তার তদন্তে পাঁচটি কমিটি গঠনের খবর৷ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু বলেছেন, অন্যায়কারী যেই হোক তাকে ক্ষমা করা হবে না - জানাচ্ছে যুগান্তর৷ অন্যদিকে জনকণ্ঠের শিরোনাম হল: ‘জনগণের কাঠগড়ায় ব়্যাব, সমালোচনার ঝড় দেশে-বিদেশে'৷ রিপোর্টে আরো স্পষ্ট করে বলা হয়েছে: ‘‘একের পর এক নিষ্ঠুর ও অমানবিক কায়দায় নির্যাতন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় শুধু দেশেই নয়, আন্তর্জাতিক বিশ্বও আজ উদ্বিগ্ন৷ ব়্যাবের লাগাম টেনে ধরতে ব্যর্থতার অভিযোগে সরকারের ভাবমূর্তিও প্রশ্নবিদ্ধ৷... প্রশ্ন উঠেছে, ব়্যাবের হাতে ‘লাইসেন্স টু কিল' আর কতদিন থাকবে?''

গ্রন্থনা: অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা: সাগর সরওয়ার

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ