1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
স্বাস্থ্যজার্মানি

ত্বকের ক্যান্সার প্রতিরোধে সহায়ক মোবাইল অ্যাপ

২৬ আগস্ট ২০২৪

আঁচিল এবং বয়সের দাগ, অর্থাৎ বলিরেখার ছবি তুলে অ্যাপের মাধ্যমে যাচাই করা হচ্ছে যে সেগুলো ক্যান্সারের কোনো লক্ষণ কিনা৷ এবং তারপর প্রয়োজন মনে হলে রোগীকে চর্মরোগ বিশেষজ্ঞের কাছে যেতে বলা হয়৷

Symbolbild Krebsvorsorge Krebs Diagnose Screening MRT
ছবি: imageBROKER/picture alliance

এই অ্যাপ বিশেষভাবে উচ্চ ঝুঁকিতে থাকা রোগীদের ক্ষেত্রে সহায়ক, যাদের শরীরে অনেক আঁচিল রয়েছে৷

আপনার ত্বকের দিকে খেয়াল রাখতে বেশ কয়েক ডজন অ্যাপ রয়েছে৷ টিলো কখ্স আমাদের জন্য এরকম একটি পরীক্ষা করছেন৷ তার ত্বকের ক্যান্সারের ঝুঁকি রয়েছে৷ তিনি বলেন, ‘‘আমার ত্বক ফর্সা এবং ছোটবেলা থেকেই আমার অনেক আঁচিল রয়েছে৷ আমি তখনই একশ'টির বেশি গুনেছিলাম৷ এবং আমার পরিবারের দুই সদস্যের ত্বকের ক্যান্সার রয়েছে৷ সুতরাং এই অ্যাপটি চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্টের মাঝের সময়ে নিজে যাচাইয়ের জন্য ভালো৷’’

অ্যাপগুলো ব্যবহারও সহজ৷ আপনার সেলফোনের ক্যামেরা দিয়ে একটি ছবি তুলুন৷ যদি ছবির মান ভালো হয়, তাহলে অ্যাপ তা যাচাই করে কয়েক সেকেন্ডেই পরামর্শ দেবে৷ টিলো কখ্স বলেন, ‘‘অ্যাপ বলছে মাঝারি ঝুঁকি৷ এই আঁচিলটা চিকিৎসককে পরীক্ষা করতে হবে৷’’

মিশায়েল ট্রিপোল্টের মাথা থেকে অ্যাপের আইডিয়াটি এসেছে৷ তিনি বৃদ্ধিমত্তাযুক্ত প্রযুক্তি এবং স্টার ট্র্যাকের ভক্ত৷ গ্রাৎস ইউনিভার্সিটি হসপিটালের মিশায়েল ট্রিপোল্ট বলেন, ‘‘স্টার ট্র্যাকে ট্রাইকর্ডার নামে একটা ডিভাইস ছিল যা সব স্ক্যান করতে পারতো এবং রোগীর কী হয়েছে জানাতো৷ ওটা অনেকটা জাদুর মেশিনের মতো ছিল, যা সব চিকিৎসকই পেতে চাইতো৷ তারপর স্মার্টফোন এলো এবং সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশ, যা আগেভাগে ত্বকের টিউমার শনাক্তে সক্ষম৷’’

কৃত্রিম বুদ্ধিমত্তা ছবি, শব্দ এবং লেখা ব্যবহার করে মানুষের শিক্ষা এবং ভাবনা অনুকরণ করে৷ এই ক্ষেত্রে এক চর্মরোগ বিশেষজ্ঞ কী ভাববেন সেটা যাচাই করা হয়৷ কয়েক হাজার ছবি দিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তাকে প্রশিক্ষণ দেয়া হয়েছে৷

ত্বকের ক্যান্সার শনাক্তকরণের অ্যাপস

04:17

This browser does not support the video element.

থমাস আইগেন্টলারও একমত পোষণ করেন যে চর্মরোগ শনাক্তে কৃত্রিম বুদ্ধিমত্তাকে প্রশিক্ষণ দেয়া সহজ৷ তিনি জার্মান ক্যান্সার সোসাইটির জন্য অ্যাপ বানাচ্ছেন৷ শ্যারিটের স্কিন টিউমার সেন্টারের এই প্রধান বলেন, ‘‘এই ধরনের অ্যাপ প্রাথমিক মূল্যায়ন করতে পারে৷ এবং এটি যদি পরামর্শ দেয়, তাহলে আপনার সত্যিই চর্মরোগ বিশেষজ্ঞের কাছে যাওয়া উচিত৷ এটা প্রায়ই ভুয়া সতর্কতাও জারি করে, কারণ, কৃত্রিম বুদ্ধিমত্তার কাছে সামান্য ক্ষতও মারাত্মক মনে হতে পারে৷ তবে গত কয়েকবছরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ব্যবস্থার নির্ভুলতার হার উল্লেখযোগ্যহারে বেড়েছে৷’’

মার্কিন এক গবেষণায় দেখা গেছে সাধারণ চিকিৎসকরা ২৪ থেকে ৭০ শতাংশ ক্ষেত্রে ম্যালিগন্যান্ট মেলানোমা শনাক্ত করতে পারে৷ চর্মরোগ বিশেষজ্ঞদের ক্ষেত্রে সাফল্যের হার ৭৭ থেকে ৯৬ শতাংশ৷ আর অ্যাপের অ্যালগরিদমের সাফল্য সবচেয়ে বেশি- ৯৩ থেকে ৯৮ শতাংশ৷ প্রফেসর ডক্টর টমাস আইগেন্টলার বলেন, ‘‘এটা অনেকটা পকেটে চর্মরোগ বিশেষজ্ঞ নিয়ে ঘোরার মতো ব্যাপার৷ তবে সবচেয়ে বড় ব্যবধান হচ্ছে অ্যাপ আপনার চিকিৎসা করতে পারে না৷ এটা শুধুমাত্র চিকিৎসকের কাছে যেতে বলতে পারে৷ এবং আমরা চাই রোগীরা দ্রুত সম্ভব চিকিৎসকের কাছে যাক৷’’

টিলো কখ্সও চর্মরোগ বিশেষজ্ঞ অ্যাপের ফলাফল যাচাই করেছেন৷ পটসডামের চর্মরোগ বিশেষজ্ঞ ড. তানিয়া ফিশার বলেন, ‘‘এটা ঠিক যে, অ্যাপ একটি সতর্কতা জারি করেছে৷ তবে আমি মনে করি, এটি ক্ষতিকর নয়৷’’

এই চিকিৎসকের চেম্বারে বেশ কিছুদিন ধরে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহৃত হচ্ছে৷ যেমন, এই ডিভাইস, যা তার ভুল হওয়ার হার নাটকীয়ভাবে কমিয়েছে৷ 

তানিয়া ফিশার ছয় বছর ধরে ফটোফাইন্ডার বডি স্ক্যানার ব্যবহার করছেন৷ এটি একজন রোগীর পা থেকে মাথা অবধি আঁচিল খোঁজে, অনেকটা স্মার্টফোনের বড় ভাইয়ের মতো৷

প্রতিবেদন: রাল্ফ স্টলে/এআই

ত্বকের সাদা-কালো নেই?

04:20

This browser does not support the video element.

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ