1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আদালতের রায়

২৮ মার্চ ২০১২

শুধু চেহারা দেখে সন্দেহের বশে কারো পরিচয়পত্র পরীক্ষা করা কি বর্ণবাদ বা বিদেশীদের প্রতি বৈষম্যের পরিচয় নয়? নাকি অপরাধের মোকাবিলা করতে এটাই সঠিক পদ্ধতি? এই প্রশ্নে জার্মানির এক আদালতের রায় নিয়ে বিতর্ক দেখা দিয়েছে৷

ছবি: picture alliance/dpa

স্টেশনে ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন৷ এমন সময় পুলিশ এসে পরিচয়পত্র দেখতে চাইলো৷ এমন ঘটনা জার্মানিতে খুবই স্বাভাবিক৷ প্রতিটি মানুষকেই সঙ্গে পরিচয়পত্র রাখতে হয়, এটাই দেশের নিয়ম৷ জার্মান বা বিদেশি নাগরিক – কারো কোনো ছাড় নেই৷ তার উপর সমস্যা হলো, কে জার্মান আর কে বিদেশি – সেটা বোঝার উপায় কী? কারণ অনেক বিদেশি বংশোদ্ভূত মানুষই জার্মান নাগরিক৷ তবে বিদেশি নাগরিক বা বিদেশি বংশোদ্ভূতদের অনেকেই এই নিয়মে তেমন অভ্যস্ত নন৷ মনে করেন, এতো লোক থাকতে আমার কাছেই কেন এলো পুলিশ? আমাকে অন্যরকম দেখতে, এই কারণে? বিদেশি মানেই সন্দেহের পাত্র হতে হবে?

এমনই এক ঘটনা ঘটেছিল এক ট্রেনযাত্রীর সঙ্গে৷ পুলিশ তাঁর পরিচয়পত্র দেখতে চাইলে তিনি বেঁকে বসেন৷ জানতে চান, কেন তাঁকেই বেছে নেওয়া হলো? কথা-কাটাকাটির সময় নাকি এক পুলিশ কর্মী স্পষ্ট বলে বসেন, ত্বকের রঙের কারণেই তাঁর পরিচয়পত্র দেখতে চাওয়া হয়েছে৷ এই উত্তর শুনে সেই যাত্রী চরম অপমানিত বোধ করেন এবং আদালতে পুলিশের বিরুদ্ধে মামলা করেন৷

‘সন্দেহ ছাড়াই পরিচয়পত্র পরীক্ষা করতে পারে পুলিশ’ছবি: AP

আদালত রায় দিয়েছে৷ সেই রায় শুনে বিস্মিত অভিযোগকারী ট্রেনযাত্রী৷ বিশেষ কোনো যাত্রাপথে পুলিশ বিনা সন্দেহে শুধুমাত্র ত্বকের রঙ বা চেহারার ভিত্তিতে পরিচয়পত্র দেখতে পারে – বিচারপতি এমনটাই রায় দিয়েছেন৷ এই সব রেলপথে অনেক বিদেশি অবৈধভাবে জার্মানিতে প্রবেশ করার চেষ্টা করে অথবা ভিসা সংক্রান্ত আইন লঙ্ঘন করে৷ তাই পুলিশকে এই ধরণের অপরাধ বন্ধ করার চেষ্টা করতেই হবে৷ অতএব ত্বকের রঙ বা চেহারার ভিত্তিতে সম্ভাব্য অপরাধী খোঁজার প্রচেষ্টায় কোনো সমস্যা নেই৷ পুলিশ বাহিনীতে যথেষ্ট সংখ্যক কর্মী না থাকায় সব মানুষের পরিচয়পত্র দেখা সম্ভব নয়৷ তাই এমন ‘ব়্যান্ডম চেক' করা হয়৷ তবে আদালত সেইসঙ্গে এও বলেছে যে, সব ক্ষেত্রে এমন প্রক্রিয়া বৈধ হতে হবে, তার কোনো মানে নেই৷ সীমান্ত পুলিশের অভিজ্ঞতা থাকা প্রয়োজন, যাতে খামখেয়ালীপনার অভিযোগ না ওঠে৷

বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে৷ তবে জার্মানিতে সাধারণত যেমনটা ঘটে থাকে, সব পক্ষ আপাতত সতর্কভাবে বিষয়টি খতিয়ে দেখছে৷ ফলে এখনো কোনো বড় আকারের প্রতিক্রিয়া শোনা যাচ্ছে না৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ