1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ত্রিপুরায় তৃণমূল যুব নেতাদের মারধর, গ্রেপ্তার, বিক্ষোভ

৯ আগস্ট ২০২১

তৃণমূল ও বিজেপি কর্মীদের সংঘর্ষ, গ্রেফতার নিয়ে রীতিমতো সরগরম ত্রিপুরা। আবার গেলেন অভিষেক। সংসদে বিক্ষোভ তৃণমূলের।

প্রতীকী ছবি।ছবি: Getty Images/AFP/D. Sarkar

এর আগে প্রশান্ত কিশোর সংস্থা আই প্যাকের কর্মীদের ত্রিপুরায় আটক করা হয়েছিল। এবার ত্রিপুরায় আক্রান্ত হলেন তৃণমূলের যুব নেতারা। তৃণমূলের অভিযোগ, এর পিছনে আছে বিজেপি। আর বিজেপি বলছে, পুরোটাই বানানো। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নাটক।

তৃণমূলের যুবনেতা দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহা, জয়া দত্তরা আক্রান্ত হন বলে তৃণমূলের অভিযোগ। ত্রিপুরায় তৃণমূল সভাপতি আশিসলাল সিংহ বলেন, তাদের মারধর করা হয়েছে। নারী নেত্রীও আক্রান্ত। বিজেপি এটা করেছে। তারা এখন বাঁচার জন্য এরকম কথা বলছে। বিক্ষোভ দেখানো ও করোনাকালের নিয়ম ভাঙার জন্য তৃণমূলের ১৪ জন নেতাকে পুলিশ গ্রেফতার করে। পরে তারা জামিন পান।

আর বিজেপি-র সাধারণ সম্পাদক কিশোর বর্মণ বলেছেন, ছাত্র মেরে ছাত্র রাজনীতি ও কৃষকদের মেরে কৃষক রাজনীতি বিজেপি করে না। ওটা তৃণমূলকেই করতে দেখেছি।

ত্রিপুরার যা অবস্থা তাতে কয়েকমাস আগের পশ্চিমবঙ্গের কথা মনে পড়িয়ে দিচ্ছে। ভোটের আগে বিজেপি সেখানে এই অভিযোগ করত, আর তৃণমূলের জবাবটাও একই হতো। তৃণমূল তো বিজেপি-র অন্য রাজ্যের নেতাদের বহিরাগত পর্যন্ত বলতেন।

এই ঘটনার পর দোলা সেন সহ তিনজনকে কলকাতা থেকে পাঠায় তৃণমূল। পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও আবার ত্রিপুরা যান। তিনি সেখানে বলেন, ''কীভাবে বিজেপি-কে হারাতে হয় তা তৃণমূল জানে। বিপ্লব দেব সরকারের শেষের শুরু হয়েছে। ত্রিপুরায় যারা মার খাচ্ছেন, তাদের পুলিশ গ্রেফতার করছে। সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি বলে কিছু নেই।'' ঠিক এই কথাগুলো পশ্চিমবঙ্গে ভোটের আগে তৃণমূলের বিরুদ্ধে বলতেন বিজেপি নেতারা।

অভিষেকের দাবি, ২০২৩ সালের বিধানসভা  নির্বাচনে তৃণমূল ত্রিপুরায় সরকার গঠন করবে। তৃণমূলকে ভয় দেখিয়ে মারধর করে থামানো যাবে না।

সংসদ ভবনে বিক্ষোভ

সোমবার সংসদ ভবনে গান্ধীমূর্তির সামনে বিক্ষোভ দেখান তৃণমূল সাংসদরা। ত্রিপুরায় দলের নেতাদের মারধর ও গ্রেফতার করার বিরুদ্ধে এই প্রতিবাদ।

জিএইচ/এসজি(পিটিআই)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ