ত্রিপুরায় বিএসএফের সঙ্গে স্থানীয় মানুষের সংঘর্ষ, আহত তিন
সুমন্ত বন্দ্যোপাধ্যায় ত্রিপুরা
৭ জানুয়ারি ২০২৫
রোববার রাতে ত্রিপুরার বক্সনগর রহিমপুর বাজারে বিএসএফ ও জনতার সংঘর্ষ। এক নারী-সহ আহত তিনজন। তার মধ্যে একজন নাবালক।
বিএসএফের সঙ্গে স্থানীূয় মানুষের সংঘর্ষে কয়েকজন আহত হন। ছবি: Subrata Goswami/DW
বিজ্ঞাপন
স্থানীয় মানুষের অভিযোগ, কোনও প্ররোচনা ছাড়াই ৪৯ নম্বর বিএসএফ ব্যাটেলিয়ানের দুই জওয়ান রোববার রাতে বাজারে এসে হামলা চালায়। স্থানীয় মানুষ এর প্রতিরোধ করলে বিএসএফ পাল্টা রাবার বুলেট চালায়। তাতে এক নারী ও একজন নাবালক-সহ তিনজন আহত হন। নাবালকের নাম ইমান হোসেন।
বিএসএফ জানিয়েছে, বক্সনগরে চোরাচালান হচ্ছিল। তারা সেই চোরাচালন হাতেনাতে ধরে ফেলার পর এলাকার কিছু মানুষের সঙ্গে বিএসএফ-এর বিরোধ বাধে।
রহিমপুর বাজারে ওইদিন রাতের ঘটনায় আহতর পরিবারের অভিযোগ,নেশাগ্রস্ত অবস্থায় বিএসএফ জওয়ানরা প্রথমে এলাকার বেশ কিছু বাইক ভাঙচুর করে। সেখানে বাধা দিতে গেলে এলাকাবাসীদের মারধর করে জওয়ানরা। মহিলাদের উপরও চড়াও হয় তারা।
অন্যদিকে বিএসএফের তরফে সমস্ত অভিযোগ অস্বীকার করে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তারা জানিয়েছে, ''মিথ্যে ঘটনা তুলে ধরে বিএসএফ-কে বদনাম করার চেষ্টা করা হচ্ছে। রহিমপুরকে চোরাচালান কারবারের ‘হটস্পট' হিসেবে চিহ্নিত করে বিএসএফ এর দাবি, আহত ইমান হোসেনকে ‘অবোধ' বালক হিসেবে তুলে ধরার চেষ্টা করছে বাসিন্দারা। আদতে সে একজন চোরাচালানকারী।''
ভারত-বাংলাদেশ সীমান্ত পরিস্থিতি
সোমবার বিকেল থেকে কার্যত সিল করে দেওয়া হয়েছে ভারত-বাংলাদেশ সীমান্ত। কেবল পায়ে হেঁটে পার করা যাচ্ছে বর্ডার।
ছবি: Satyajit Shaw/DW
বন্ধ ট্রেন
ভারত-বাংলাদেশের মধ্যে রেল যোগাযোগ বন্ধ করে দেয়া হয়েছে। সোমবার বিকেলে ভারতীয় সেনা এই সিদ্ধান্ত জানিয়েছে।
ছবি: Satyajit Shaw/DW
বন্ধ বিমান
সোমবার সকালে শেষ বিমান চলাচল করেছে ভারত এবং বাংলাদেশের মধ্যে। দুপুরের পর একে একে সমস্ত বিমান পরিষেবা বন্ধ করে দেয়া হয়। ভারতীয় বিমান সংস্থাগুলি জানিয়েছে, পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত বিমান পরিষেবা বন্ধ থাকবে।
ছবি: Satyajit Shaw/DW
স্থগিত বাণিজ্য
বেনাপোল-পেট্রাপোল সীমান্ত, উত্তরবঙ্গের হিলি সীমান্ত-সহ প্রায় সমস্ত সিমান্তেই বন্ধ রয়েছে বাণিজ্য। ট্রাকগুলিকে বন্দরেই দাঁড় করিয়ে রাখা হয়েছে। হিলি সীমান্তে ৮৯টি ট্রাক দাঁড়িয়ে আছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
ছবি: Satyajit Shaw/DW
বাংলাদেশ থেকে ভারতীয় ট্রাক ফিরছে
সোমবার বিকেলে এবং মঙ্গলবার সকালে বাংলাদেশের সীমান্ত থেকে ভারতীয় ট্রাকগুলিকে সীমান্ত পার করে ভারতের দিকে ঢোকানো হয়েছে। নিরাপত্তার কারণেই একাজ করা হয়েছে বলে জানানো হয়েছে।
ছবি: Satyajit Shaw/DW
পায়ে হেঁটে সীমান্ত পার
সীমান্তের দুই পারেই বহু মানুষ অপেক্ষা করছেন। পায়ে হেঁটে তারা সীমান্ত পার করতে পারছেন। বাস যাতায়াত করছে না।
ছবি: Satyajit Shaw/DW
সীমান্তে নিষেধাজ্ঞা
ভারতীয় নাগরিকেরা সীমান্ত পার করতে চাইলে বিএসএফ-এর তরফে বর্ডার পার হতে নিষেধ করা হচ্ছে। বলা হচ্ছে, এই পরিস্থিতিতে বাংলাদেশে না ঢুকতে।
ছবি: Satyajit Shaw/DW
ফিরতে সমস্যা
বহু বাংলাদেশি ভারতে এসে আটকে পড়েছেন। পশ্চিমবঙ্গে অনেকেই চিকিৎসার জন্য় আসেন। বিমান, রেল, বাস বাতিল হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন তারা। অনেকেরই ভিসার মেয়াদ শেষের পথে।
ছবি: Satyajit Shaw/DW
ফিরছেন ভারতীয়রা
পেট্রাপোল, হিলি, আসামের করিমগঞ্জ সীমান্ত দিয়ে বহু ভারতীয় দেশে ফিরছেন বলে জানা গেছে। পায়ে হেঁটে তারা সীমান্ত পার করছেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর এদিন সর্বদল বৈঠকে বলেছেন, বাংলাদেশে এখন ১২ থেকে ১৩ হাজার ভারতীয় আছেন। এখনই তাদের উদ্ধার করে নিয়ে আসার মতো পরিস্থিতি তৈরি হয়নি।
ছবি: Satyajit Shaw/DW
কারফিউ উঠলে বাণিজ্য
কারফিউ ওঠার পর ফের বাণিজ্য শুরু হবে বলে আশা করছেন ব্য়বসায়ীরা। তবে আপাতত কোনো ট্রাক সীমান্তের অন্য়পারে যেতে দেওয়া হচ্ছে না।
ছবি: Satyajit Shaw/DW
পেট্রাপোলে বাসের লাইন
পেট্রাপোল সীমান্তে দাঁড়িয়ে আছে অসংখ্য বাস। কোনো বাস সীমান্ত পার করতে পারছে না।
ছবি: Satyajit Shaw/DW
10 ছবি1 | 10
বিএসএফ-র এই দাবি অস্বীতার করে দিয়ে আহত ইমান ও তার পরিবারের পাল্টা দাবি, কোনও কারণ ছাড়াই তাকে মারধর করা হয় এবং তার ওপর গুলি করা হয়।
বর্তমানে সে আগরতলার জিবি হাসপাতালে চিকিৎসাধীন এবং তার অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে খবর।
প্রেস বিজ্ঞপ্তিতে বিএসএফ জানিয়েছে, ''অশান্তির সময়ে জওয়ানরা শান্ত থেকে কাজ করার চেষ্টা করেছিলেন। কিন্তু স্থানীয়রা লাঠি ও অন্য কিছু ধারালো অস্ত্র দিয়ে জওয়ানদের ওপর হামলা চালালে, পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে থাকে। সেই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যা প্রয়োজন ছিল, সেই পদক্ষেপই নেয়া হয়েছে।''
পাশাপাশি তারা অনুরোধ করেছেন, যাতে মানুষ কোনও ভুল তথ্যে বিভ্রান্ত না হন।
মানবাধিকার কর্মী কিরিটি রায় ডিডাব্লিউকে জানিয়েছেন, ''বিএসএফের বিরুদ্ধেও অভিযোগ আছে। অনেকক্ষেত্রেই তাদের সঙ্গে লেনদেন ঘটে। আর যখনই চোরাচালানের বিষয়ে কোনও মতান্তর ঘটে, তখনই এই ধরণের ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে। আবার এটাও ঠিক যে, তাদের আত্মরক্ষার অধিকার রয়েছে। হয়তো এক্ষেত্রেও তেমনই কিছু ঘটে থাকতে পারে।''