1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ত্রিপুরা বিধানসভা নির্বাচন

অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি১১ ফেব্রুয়ারি ২০১৩

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরা বিধানসভার ৬০টি আসনে ভোট ১৪ই ফেব্রুয়ারি৷ গত ২০ বছর ধরে বাম শাসিত এই রাজ্যে শাসক দলের প্রধান বিরোধী দল কংগ্রেস৷

Bilder unseres DW- Hindi Korrespondenten SuhaiLW aheed in Lucknow, der uns auch die Rechte daran überlässt. Aufnahmedatum: 8.2.2012. 1) Eine Schlange von Wählern mit ihren Wahlausweisen bildet vor einem Wahllokal in Barabanki im indischen Bundesstaat Uttar Pradesh. Im bevölkerungsreichsten Bundesstaat Indiens finden derzeit Landtagswahlen statt.
ফাইল ফটোছবি: DW

এই মুহূর্তে দেশের একমাত্র বাম-শাসিত রাজ্য ত্রিপুরায় ভোটের আর কয়েকদিন বাকি৷ নির্বাচনি প্রচার এখন তুঙ্গে৷ মুখ্যমন্ত্রী মানিক সরকারের নির্বাচনি প্রচারে বার বার শোনা যাচ্ছে পরিবর্তনের প্রসঙ্গ৷ কেউ কেউ বলছেন পরিবর্তন নয়, প্রত্যাবর্তন৷ এক নাগাড়ে ২০ বছর ক্ষমতায় আছে বামফ্রন্ট সরকার৷ কারণ ১৯৮৮-৯৩ সাল পর্যন্ত কংগ্রেস সরকারের চরম ব্যর্থতাই বামদলের নির্বাচনি ইস্যু হয়েছে এবারেও৷

এই মুহূর্তে দেশের একমাত্র বাম-শাসিত রাজ্য ত্রিপুরায় ভোটের আর কয়েকদিন বাকিছবি: AP

কিন্তু এবারে কি ত্রিপুরার বাম দুর্গ অক্ষত থাকবে? প্রশ্ন সেটাই৷ তবে মানিক সরকারের আমলে রাজ্যের উন্নতি হয়েছে বিদ্যুৎ,স্বাস্থ্য, শিক্ষা ও পরিকাঠামো ক্ষেত্রে৷ উন্নতি তেমন হয়নি শিল্প ক্ষেত্রে৷ পরিকাঠামোর উন্নতি করে বাম সরকার জোর দেবে শিল্পায়ন প্রক্রিয়ার ওপর৷ বেসরকারি শিল্পপতিরা শিল্প তালুক থেকে জমি কিনতে পারবেন৷ তাতে সাহায্য করবে রাজ্যের ভূমি রাজস্ব বিভাগ৷ তবে শিল্পের জন্য জমি অধিগ্রহণ করবে কিনা তা নির্ভর করছে কী ধরণের প্রকল্প নির্মাণ করা হবে তার ওপর৷ দলের নির্বাচনি ইস্তাহারে সে কথাই বলা হয়েছে৷

এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেছেন, শিল্পায়নের ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করা হবে, বাড়ানো হবে যোগাযোগ ব্যবস্থা৷ বাংলাদেশে বন্ধু সরকার সে কাজে আগ্রহ দেখিয়েছে৷ বাংলাদেশের আশুগঞ্জ এবং চট্টগ্রাম বন্দরের সুবিধা পেলে ত্রিপুরা হতে পারে উত্তর-পূর্বাঞ্চলের তোরণদ্বার৷

এই প্রসঙ্গে নির্বাচন বিশেষজ্ঞ অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী ডয়চে ভেলেকে বললেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে মানিক সরকার বেশকিছু পদক্ষেপ নিয়েছেন তাঁর ক্ষমতার স্তরে৷ ইতিমধ্যেই চট্টগ্রাম বন্দর থেকে শুরু করে একাধিক বাণিজ্যিক রুট খোলার প্রশ্নে অনুঘটকের ভূমিকা নিয়েছেন৷ অন্যদিকে বাংলাদেশ সরকার মনে করছেন উত্তর-পূর্বাঞ্চলের সীমান্ত এলাকার সমস্যা, নতুন বাণিজ্য কেন্দ্র খোলা, ত্রিপুরার নদীর জল বণ্টন এবং প্রাকৃতিক গ্যাস প্রকল্পের বিষয়ে ত্রিপুরার বাম সরকার ওয়াকিবহাল আছেন৷ সে জন্য বাংলাদেশের নীতি নির্ধারকদের একাংশ চাইছেন, মানিক সরকার আবার ক্ষমতায় আসুক৷ এই কাজে মানিক সরকার কেন্দ্রের সঙ্গে একটা ইতিবাচক সম্পর্ক বজায় রেখে চলেছেন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ