1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ত্রিপোলিতে পরপর বিস্ফোরণ, ব্রেগায় বিদ্রোহীরা সমস্যায়

১৭ জুলাই ২০১১

লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে শনিবার গভীর রাতে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা গেছে৷ বিরোধীদের তীব্র প্রতিবাদ সত্ত্বেও গাদ্দাফি দেশ ছেড়ে যাবেন না বলে জানিয়েছেন৷ তেলের শহর ব্রেগায় প্রাণ হারিয়েছে দশ বিদ্রোহী৷

ইস্তানবুলে লিবিয়ার বিদ্রোহীদের বৈঠকে হিলারি ক্লিন্টন সহ অন্যরাছবি: dapd

গভীর রাতে একের পর এক বিস্ফোরণ

রাজধানী ত্রিপোলি শনিবার মাঝরাতের পর থেকে একের পর এক বড়সড় বিস্ফোরণে কেঁপে ওঠে৷ স্থানীয় সময় রাত একটার আগে পরে সব মিলিয়ে অন্তত ১৩টি বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে জানাচ্ছে সংবাদসংস্থা এএফপি৷ তবে ওই সূত্রে জানানো হয়নি এই বিস্ফোরণের লক্ষ্য কে বা কারা ছিল৷ লিবিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন এই বিস্ফোরণের খবর দিয়ে জানায়, রাজধানীর উপনিবেশবাদী শত্রুরা রাজধানীর পূর্বাঞ্চলের এইন জারা এলাকায় বসতি অঞ্চলে এবং সেনা স্থাপনায় হামলা চালিয়েছে৷ এই দাবি মেনে নিলে এই সিরিয়াল বিস্ফোরণ বিদ্রোহীরাই ঘটিয়েছে বলে ধারণা করা যেতে পারে৷

ত্রিপোলির আকাশে কালো ধোঁয়া, বিস্ফোরণের পরছবি: dapd

গাদ্দাফির ভাষণের প্রতিক্রিয়াতেই এই হামলা

গতকাল রাজধানীর পশ্চিম দিকে জাওয়াইয়াতে নিজের সমর্থকদের এক জমায়েতে মাইকের মাধ্যমে প্রচারিত ভাষণে লিবিয়ার বিতর্কিত প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফি বলেছেন, ‘আমাকে দেশত্যাগ করতে বলা হচ্ছে৷ ব্যাপারটা রীতিমত হাস্যকর৷ আমার পূর্বপুরুষদের এই দেশ ছেড়ে আমি কখনোই যাব না৷ যারা আমার জন্য নিজেদের প্রাণ বিসর্জন দিয়েছে, দেশ ছেড়ে পালালে তাদেরও অসম্মান করা হবে৷' গাদ্দাফির বক্তব্য, দেশের জন্য তিনি প্রাণ দিতে প্রস্তুত৷ নাটোবাহিনীর ব্রিটিশ এবং ইটালিয়ানদের সাম্রাজ্যবাদী বলে উল্লেখ করে গাদ্দাফির আরও বক্তব্য, ইঁদুরের মত ওরা মিসুরাটা, বেনগাজি আর পশ্চিমের পাহাড়ি এলাকার মানুষকে মানবঢাল হিসেবে ব্যবহার করছে৷ বিদ্রোহীদেরকে গাদ্দাফি ইঁদুরের সঙ্গে তুলনা করেছেন৷ একথাও বলেছেন, আদেশ দেওয়ামাত্র পাঁচ মিলিয়ন সশস্ত্র লিবিয়ান প্যারেড করে গিয়ে এইসব বিদ্রোহীদের খতম করতে পারে৷ শুধুমাত্র আদেশের অপেক্ষা তাদের৷

বিদ্রোহীদের জন্য শনিবার দিনটা ছিল বেশ ক্ষতির

লিবিয়ার তৈলবন্দর ব্রেগায় গাদ্দাফিবাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সম্মুখসমরে অন্তত দশজন বিদ্রোহী মারা পড়েছে শনিবার৷ লড়াইয়ে ১৭২ জন বিদ্রোহী সেনা আহত হয়েছেন বলে জানা গেছে৷ অন্যদিকে দেশের পশ্চিমাঞ্চলে গাদ্দাফির সেনাকে বেশ অনেকদূর পর্যন্ত হটিয়ে দিতে পেরেছে বিদ্রোহীরা৷ পাশাপাশি, লিবিয়ার বিদ্রোহীদেরই সে দেশের প্রকৃত শাসক বলে স্বীকৃতি দিয়েছে পশ্চিম বিশ্ব এবং আরব দুনিয়াও৷ কিন্তু, লিবিয়ার অভ্যন্তরে এমন খবরও শোনা যাচ্ছে যে, মুয়াম্মার গাদ্দাফি এই অচলাবস্থার অবসান ঘটাতে আলোচনায় বসতে আগ্রহী৷ তবে এই সংবাদের কোন নিশ্চয়তা শোনা যায়নি গাদ্দাফির ভাষণে শনিবার৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দোপাধ্যায়

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ