1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ত্রিপোলিতে বিদ্রোহী বাহিনী, পতনের মুখে গাদ্দাফি প্রশাসন

২২ আগস্ট ২০১১

লিবীয় নেতা মুয়াম্মার গাদ্দাফির ৪২ বছরের শাসনামলের অবসান আসন্ন বলে ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা৷ গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলাম, সাদি এবং মোহামেদ আটক৷ রাজধানী ত্রিপোলির সবুজ চত্বরে বিদ্রোহী এবং জনতার উল্লাস৷

People celebrate the recent news of uprising in Tripoli against Moammar Gadhafi's regime at the rebel-held town of Benghazi, Libya, early Sunday, Aug. 21, 2011. Libyan rebels said they launched their first attack on Tripoli in coordination with NATO late Saturday, and Associated Press reporters heard unusually heavy gunfire and explosions in the capital. The fighting erupted just hours after opposition fighters captured the key city of Zawiya nearby. (Foto:Alexandre Meneghini/AP/dapd)
ত্রিপোলিতে বিদ্রোহীদের প্রবেশের খবরে উল্লসিত জনতাছবি: dapd

ত্রিপোলির সর্বশেষ পরিস্থিতি
শনিবার রাত থেকেই গাদ্দাফির অনুগত সরকারি বাহিনীর দখলে থাকা রাজধানী ত্রিপোলিতে প্রবেশ করতে শুরু করে বিদ্রোহীরা৷ আকাশে টহল দিতে থাকে ন্যাটো নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনীর যুদ্ধ বিমান৷ বিদ্রোহীদের অগ্রগতির সাথে সাথে ত্রিপোলি, বেনগাজি এবং মিসরাটাসহ বিভিন্ন শহরে বিদ্রোহীদের সাথে সাধারণ জনতা আনন্দউল্লাসে ফেটে পড়েন৷ পূর্বে সবুজ চত্বর হিসেবে পরিচিত বর্তমান শহীদ চত্বরে ধীরে ধীরে বাড়তে থাকে জনতার জোয়ার৷ সোমবার বিদ্রোহীদের বিজয় এবং বিগত কয়েকমাসের সশস্ত্র লড়াইয়ের অবসান ঘটার প্রহর গুনছে লিবিয়ার মানুষ৷ তবে এখনও ত্রিপোলির দক্ষিণাঞ্চলে সরকারি বাহিনী এবং বিদ্রোহীদের মধ্যে গোলাগুলির শব্দ পাওয়া গেছে৷ অবশ্য বিদ্রোহীদের দাবি ত্রিপোলির ৯৫ শতাংশ তাদের নিয়ন্ত্রণে চলে এসেছে৷

লিবিয়ার যুদ্ধের ধ্বংসস্তূপের অংশ বিশেষছবি: dapd

লিবীয় নেতা গাদ্দাফি এবং তাঁর পরিবারের সদস্যদের খবর
ইতিমধ্যে বিদ্রোহীদের হাতে গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলাম, সাদি এবং মোহামেদ গাদ্দাফিকে আটক হয়েছে বলে খবর পাওয়া গেছে৷ তবে ৪২ বছর ধরে ক্ষমতায় থাকা প্রতাপশালী নেতা গাদ্দাফি এখন কোথায় রয়েছেন সে ব্যাপারে নিশ্চিত হওয়া যাচ্ছে না৷ অবশ্য কয়েকটি কূটনৈতিক সূত্রের মতে, ত্রিপোলির বাব আল-আজিজিয়া ভবনেই গাদ্দাফি অবস্থান করছেন৷ বিশেষ করে ঐ ভবনে মাটির নীচে বেশ অনেকগুলো সুরক্ষিত কক্ষ রয়েছে এবং সেগুলোর কোথাও তিনি লুকিয়ে থাকতে পারেন এমন কথাই শোনা যাচ্ছে৷ এদিকে গাদ্দাফিকে উদ্ধারে বিমান পাঠানোর কথা অস্বীকার করেছে দক্ষিণ আফ্রিকা৷

বিদ্রোহীদের অগ্রগতিছবি: Gaia Anderson

আন্তর্জাতিক গোষ্ঠীর প্রতিক্রিয়া
লিবিয়ার বিদ্রোহীদের সাফল্যকে ইতিমধ্যে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা৷ তিনি গাদ্দাফির পতন আসন্ন বলে মন্তব্য করেছেন৷ গাদ্দাফিকে ‘স্বৈরশাসক’ হিসেবে অভিহিত করে ওবামা বলেন, তাঁকে অবশ্যই ক্ষমতা ছাড়তে হবে৷ একইসাথে বিদ্রোহীদের প্রতি মানবাধিকার এবং গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা জানানোর আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ওবামা৷ লিবিয়ায় অতিরিক্ত রক্তপাত বন্ধে মুয়াম্মার গাদ্দাফিকে এখনই ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান ক্যাথরিন অ্যশ্টন৷ এদিকে, গাদ্দাফিকে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে বলে হুঁশিয়ারি উচ্ছারণ করেছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী গিডো ভেস্টারভেলে৷ বিদ্রোহীদের প্রতিনিধিত্বকারী ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিল এনটিসি’র প্রতি সংহতি প্রকাশ করেছেন আরব লিগ প্রধান নাবিল আল-আরাবি৷

এছাড়া এনটিসি’র শীর্ষ নেতা মুস্তাফা আব্দুল জলিল বেনগাজি শহরে এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, গাদ্দাফির শাসন শেষ৷ তবে বিদ্রোহী সদস্যদের সতর্ক করে দিয়ে তিনি বলেন, ‘‘লিবীয় জনতাকে মনে রাখতে হবে যে, এখনও অনেক পথ বাকি৷ সামনের পথও ফুল বিছানো নয় এবং আমাদের সামনে অনেক হুমকি ও দায়দায়িত্ব রয়েছে৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ