1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ত্রিপোলির কাছে এসে পড়েছে বিদ্রোহীরা

৭ জুলাই ২০১১

লিবিয়ায় বিদ্রোহীরা রাজধানী ত্রিপোলির কাছাকাছি এসে পড়েছে৷ বেনগাজিতে বিদ্রোহীদের সঙ্গে আলোচনা করছেন এক উচ্চপদস্থ চীনা প্রতিনিধি৷

Nalut is perched atop the Jebel Nafusa plateau.JPG Stichwort: Libyan rebels hold strategic mountain villages Copyright: Karlos Zurutuza, DW freier mitarbeiter, Nalut, June 2011
ত্রিপোলির কাছাকাছি এসে পড়েছে বিদ্রোহীরাছবি: DW/Karlos Zurutuza

বিদ্রোহী বাহিনীর সাফল্য

ন্যাটো বাহিনীর বিমান হামলা সত্ত্বেও লিবিয়ার বিদ্রোহীরা গাদ্দাফির বাহিনীর বিরুদ্ধে সংগ্রামে যথেষ্ট সাফল্য পাচ্ছে না – বা পেলেও তা ধরে রাখতে পারছে না৷ এমন একটা ধারণা শুরু থেকেই চালু আছে৷ গত দুই দিন ধরে এই এলাকায় ন্যাটোর বিমান হামলার ফায়দা তুলে আজ তারা পৌঁছে গেছে রাজধানী ত্রিপোলির মাত্র ৫০ কিলোমিটার দক্ষিণে আল কাওয়ালিশ গ্রামে৷ নাফুসা পাহাড়ে গারিয়ান শহরের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি এই এলাকায় পড়ে৷ তাই বিদ্রোহীরা গোটা এলাকার উপর স্থায়ী কব্জা করতে পারলে গাদ্দাফি বাহিনীর পক্ষে ত্রিপোলি রক্ষা করা কঠিন হয়ে পড়তে পারে৷ তার উপর পশ্চিমের মিসরাটা শহর থেকে বিদ্রোহী বাহিনী ত্রিপোলি থেকে মাত্র ৬০ কিলোমিটার দূরে জ্লিটান শহরের কাছে এসে পড়েছে৷

বিদ্রোহীরা গাদ্দাফির বাহিনীর বিরুদ্ধে সংগ্রামে যথেষ্ট সাফল্য পাচ্ছে নাছবি: picture alliance/dpa

রাজধানীর কাছে বিরোধীদের এমন সাঁড়াশি হামলা এর আগে দেখা যায় নি৷ তাছাড়া ন্যাটোও এই এলাকায় বিদ্রোহীদের সাহায্য করতে কিছু সুনির্দিষ্ট হামলা চালিয়েছে৷ তারা অস্ত্র ও সামরিক সরঞ্জাম বোঝাই ৭টি গুদামের উপর হামলা চালিয়েছে৷ গারিয়ান শহরের কাছে ৪টি ট্যাঙ্ক ধ্বংস করার পর বিমান বিধ্বংসী একটি কামানও অচল করে দেওয়া হয়েছে৷ জ্লিটান শহরে ৮টি সামরিক গাড়িও ধ্বংস করে দিয়েছে ন্যাটো৷

বিপাকে গাদ্দাফি প্রশাসন

এভাবে অগ্রসর হলে গ্রামাঞ্চলে বিদ্রোহীরা নিজেদের নিয়ন্ত্রণ পাকা করতে পারছে বটে, কিন্তু গাদ্দাফি বাহিনীর বিরুদ্ধে জোরালো আঘাত আনতে পারে নি৷ তবে বিদ্রোহীরা ত্রিপোলির এত কাছে এসে পড়ায় গাদ্দাফি প্রশাসন আলোচনার মাধ্যমে কোনো একটা রফার চেষ্টা চালাতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকেরা৷ তাছাড়া ত্রিপোলির দক্ষিণ-পশ্চিমে জেবেল নাফুসা পাহাড়ের মানুষ গাদ্দাফির বিরুদ্ধে বিদ্রোহ করছে, এমন একটা খবরও শোনা যাচ্ছে৷ আলাদা করে এই সব বিচ্ছিন্ন ঘটনা গাদ্দাফি প্রশাসনকে তেমন দুর্বল করতে না পারলেও সব মিলিয়ে বিপর্যস্ত হয়ে পড়ছে ত্রিপোলির শাসক মহল৷

ন্যাটোও এই এলাকায় বিদ্রোহীদের সাহায্য করতে কিছু সুনির্দিষ্ট হামলা চালিয়েছেছবি: dapd

বেনগাজিতে চীনের প্রতিনিধি

অবশ্যই৷ কারণ, চীন এতকাল সরকারিভাবে কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি গ্রহণ করে এসেছে৷ চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আফ্রিকা বিভাগের প্রধান চেন শাওডং বেনগাজিতে এসে সংকটের দ্রুত রাজনৈতিক সমাধানের ডাক দিয়েছেন৷ কিন্তু বেনগাজিতে তাঁর উপস্থিতি গাদ্দাফি প্রশাসনের জন্য বড় এক ব্যর্থতা হিসেবেই গণ্য করা হচ্ছে৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ