1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ত্রিপোলি আক্রমণ শুরু করেছে বিদ্রোহীরা

২১ আগস্ট ২০১১

শুরু হয়ে গেল ‘অপারেশন মারমেইড’৷ ত্রিপোলি দখলের লড়াই৷ বিদ্রোহীদের দাবি তারা কয়েকমাস ব্যাপী আন্দোলনের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে৷

বেনগাজিতে উৎসবছবি: dapd

শনিবার গভীর রাতে শক্তিশালী বিস্ফোরণে কেঁপে উঠে ত্রিপোলি৷ এসময় আকাশে টহল দেয় ন্যাটোর যুদ্ধবিমান৷ এরপর সকালে শুরু হয় গোলাগুলি৷ রাজধানীর অন্তত তিনটি এলাকায় বিদ্রোহীরা হামলা করেছে বলে খবর পাওয়া গেছে৷ অবশ্য বিকেলের দিকে কিছুটা শান্ত হয়ে আসে ত্রিপোলি৷

জানা গেছে, পূর্ব ত্রিপোলির বাসিন্দারা শনিবার রাতের দিকে রাস্তায় নেমে এসে টায়ারে আগুন দিয়েছে৷ আর লাউড স্পিকারের মাধ্যমে সবাইকে গাদ্দাফির বিরুদ্ধে জেগে ওঠার আহ্বান জানাচ্ছে৷ এদিকে সরকারের পক্ষ থেকে মোবাইলে বার্তা পাঠিয়ে বিদ্রোহীদের প্রতিহত করতে জনগণের প্রতি আহ্বান জানানো হচ্ছে৷

সরকারি মুখপাত্র মুসা ইব্রাহিম বলেছেন ন্যাটো সহায়তা করছে বলেই বিদ্রোহীরা এতদূর আসতে পেরেছে৷ তবে ত্রিপোলি এখনো পুরোপুরি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান তিনি৷ ইব্রাহিম বলেন, সরকারের হাজার হাজার নিরাপত্তা কর্মী রয়েছে৷ সঙ্গে আছে সাধারণ জনগণ৷ লিবীয় মুখপাত্র বলেন বিদ্রোহীদের সহায়তা করে ন্যাটো অনৈতিক কাজ করছে৷ গাদ্দাফি সরকারকে উৎখাত করাই ন্যাটোর মূল লক্ষ্য বলে অভিযোগ করেন ইব্রাহিম৷ ন্যাটোকে সমর্থন দেয়ায় মার্কিন প্রেসিডেন্ট ওবামা, ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ও ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সার্কোজিও দায়ী বলে মন্তব্য করেন ইব্রাহিম৷

ছবি: dapd

এদিকে বিদ্রোহী নেতা মুস্তফা আবদেল জলিল বলছেন তারা প্রায় জয়ের কাছাকাছি পৌঁছে গেছেন৷ তিনি বলেন গাদ্দাফির কাছের লোকদের সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে৷ তাদের কাছ থেকে পাওয়া খবরের ভিত্তিতে বলা যায় গাদ্দাফির সময় শেষ৷ জলিলের এই কথা শোনার পর আনন্দে ফেটে পড়ে বেনগাজির লোকজন৷ অন্যান্য শহরেও লোকজনকে আনন্দ প্রকাশ করতে দেখা গেছে৷

কিন্তু এতকিছুর পরও গাদ্দাফি দমে যাচ্ছেন না৷ বেতারে দেয়া এক ভাষণে তিনি বিদ্রোহীদের ‘দেশদ্রোহী' ও ‘ইদুর' বলেছেন৷ এছাড়া তিনি বলেন ন্যাটোর লিবিয়া অভিযানে প্রধান ভূমিকায় থাকা ফ্রান্স তেলের জন্য এসব করছে৷ কিন্তু লিবিয়ার জনগণ ফ্রান্সের এই পরিকল্পনা সফল হতে দেবে না বলে জানিয়েছেন গাদ্দাফি৷

টিউনিশিয়া লিবিয়ার বিদ্রোহীদের সেদেশের একমাত্র স্বীকৃত প্রতিনিধি হিসেবে অনুমোদন দিয়েছে৷

এদিকে বিদ্রোহীরা ত্রিপোলি পৌঁছে যাওয়ায় ব্রিটেন নৌকায় করে তার নাগরিকদের মাল্টায় নিয়ে যাচ্ছে৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ