1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ত্রিপোলি দখলের চেষ্টা: বাড়ছে নিহতের সংখ্যা

৯ এপ্রিল ২০১৯

লিবিয়ার এক সশস্ত্রগোষ্ঠীর নেতা খলিফা হাফতারের ত্রিপোলি দখলের অভিযানে এরই মধ্যে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন৷ ইতিমধ্যে রাজধানী ছেড়েছেন প্রায় চার হাজার লোক৷ জাতিসংঘ বলছে, আটকা পড়েছেন আরও কয়েক হাজার নিরীহ মানুষ৷

Libyen Mitglieder der National Army LNA in Bengasi
ছবি: Reuters/E. O. Al-Fetori

বিদ্রোহীগোষ্ঠীর হামলায় রাজধানীর একমাত্র বিমানবন্দরটি অকার্যকর হয়ে পড়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থাগুলো৷

আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের জন্য অস্ত্রবিরতির আহ্বান জানিয়েছে জাতিসংঘ৷ তা সত্ত্বেও এখনও আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত ত্রিপোলি সরকার ও দেশটির পূর্বাঞ্চলের দখলে থাকা হাফতারের যোদ্ধাদের মধ্যে চলছে তীব্র লড়াই৷ গত সপ্তাহ থেকে শুরু হয়েছে হাফতারের এই ত্রিপোলি দখল অভিযান৷

সহিংস এ পরিস্থিতির নিন্দা জানিয়ে সোমবার এক বিবৃতিতে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস যুদ্ধ থামিয়ে আলোচনায় বসার আহ্বান জানান৷ বিবৃতিতে তিনি সহিংস পরিস্থিতি লাঘবে ও বড় ধরণের সহিংসতা এড়াতে অবিলম্বে অস্ত্রবিরতির আহ্বান জানান৷

বিভক্ত আন্তর্জাতিক সম্প্রদায়!

আফ্রিকার তেলসমৃদ্ধ দেশ লিবিয়ায় এ মুহূর্তে ক্ষমতায় রয়েছে ফায়েজ-আল-সারাজ এর নেতৃত্বাধীন জাতিসংঘ সমর্থিত ‘গভনর্মেন্ট অব ন্যাশনাল অ্যাকর্ড'৷ লিবিয়া ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন পাচ্ছেন তিনি৷ গত সপ্তাহে সরকারপন্থি ও হাফতারপন্থিদের মধ্যে লড়াই শুরু হওয়ার পর জাতিসংঘসহ পশ্চিমা বিশ্বের অনেক নেতাই ফায়েজ-আল-সারাজকে সমর্থন দিয়ে আসছেন৷ ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ উদ্ভূত পরিস্থিতর সমাধান খুঁজতে ফোনে ফায়েজ-আল-সারাজের সঙ্গে কথা বলেন৷ মাক্রোঁ এ সময় আল-সারাজের প্রতি সমর্থন জানিয়েছেন বলে দাবি করেছে ত্রিপোলি সরকার৷ একই কথা বলছেন ইটালির প্রধানমন্ত্রীও৷

এদিকে অবিলম্বে ‘অভিযান বন্ধে' হাফতারকে আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও৷ তিনি বলেন, ‘‘ত্রিপোলিতে একপাক্ষিক এই সেনা অভিযান বেসামরিক নাগরিকদের জীবন হুমকির মুখে ফেলছে এবং সকল লিবীয়র উন্নত ভবিষ্যতের স্বপ্ন ধ্বংস করে দিচ্ছে৷'' 

দীর্ঘদিন ধরেই প্রতিবেশী রাষ্ট্র মিশর, মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাত সমর্থন দিয়ে আসছে হাফতারকে৷ চলমান পরিস্থিতিতে রাশিয়ার প্রচ্ছন্ন সমর্থনও পাচ্ছেন হাফতার৷ অস্ত্রবিরতির জন্য হাফতারকে চাপ প্রয়োগের বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক প্রস্তাবে ভেটো দেয় দেশটি৷ কূটনৈতিক সূত্রগুলোর বরাত দিয়ে বার্তা সংস্থাগুলো জানায় হাফতারকে অস্ত্রবিরতির আহ্বান জানানোর বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবে বাধা দিয়ে দুপক্ষকেই অস্ত্রবিরতিতে রাজি করাতে নিরাপত্তা পরিষদকে আহ্বান জানিয়েছে রাশিয়া৷

উল্লেখ্য, গত বছর ত্রিপোলির ফায়েজ আল-সারাজের সরকার, হাফতার ও অন্য বেশকিছু বিদ্রোহী পক্ষের মধ্যে জাতিসংঘের মধ্যস্থতায় একটি সমঝোতা হয়৷ ২০১৯ সালের শেষের দিকে সাধারণ নির্বাচনে রাজি হয় সব পক্ষ৷

কিন্তু এবার হাফতার বলছেন, ত্রিপোলি সরকারের রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতায় তিনি হতাশ৷ হাফতারের বিরুদ্ধে ‘চুক্তিভঙ্গের' অভিযোগ এনেছে জাতিসংঘ-সমর্থিত ত্রিপোলি সরকার৷

১৯৬৯ সালে সামরিক অভ্যুত্থানে গাদ্দাফিকে সহায়তা করেছিলেন সাবেক সেনা কর্মকর্তা খলিফা হাফতার৷ কিন্তু পরবর্তীতে গাদ্দাফির সঙ্গে তাঁর দূরত্ব সৃষ্টি হয়৷ ২০১১ সালের গৃহযুদ্ধে গাদ্দাফির সরকারি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে হাফতার ও তাঁর বাহিনী ছিল সামনের সারিতে৷

আরআর/জেডএইচ (এএফপি, ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ