1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ত্রিমাত্রিক টিভি চ্যানেলে বিশ্বকাপ দেখাবে ইএসপিএন

১৩ জানুয়ারি ২০১০

টেলিভিশনের ইতিহাসে নতুন এক মাত্রা যুক্ত হল মঙ্গলবার৷ খেলাধুলার জনপ্রিয় টিভি চ্যানেল ইএসপিএন এদিন জানিয়েছে এবার দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের অনেক খেলাই একটি ত্রিমাত্রিক চ্যানেলের মাধ্যমে যুক্তরাষ্ট্রে সম্প্রচার করবে তারা৷

আই-পয়েন্ট থ্রি-টিভিছবি: DW/Rolf Wenkel

একইদিনে টিভি নেটওয়ার্ক ডিসকভারি এবং আইম্যাক্স এর সঙ্গে মিলে জাপানের ইলেক্ট্রনিক জায়ান্ট সনি কর্পোরেশন জানিয়েছে, আগামী বছরের শুরুতেই যুক্তরাষ্ট্রে একটি ২৪ ঘণ্টার ত্রিমাত্রিক টিভি চ্যানেল চালু করবে তারা৷

‘ইএসপিএন থ্রি-ডি' নামের নতুন এই সেবার কার্যক্রম শুরু হবে ১১ই জুন ফিফার ফুটবল বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা বনাম মেক্সিকোর উদ্বোধনী খেলার সরাসরি সম্প্রচারের মধ্য দিয়ে৷

খেলা দেখতে বা গেইমস খেলতে জুড়ি নেই এই ত্রিমাত্রিক টিভি’রছবি: Fraunhofer Institut

ইএসপিএন এবং এবিসি স্পোর্টস এর প্রেসিডেন্ট জর্জ বোডেনহেইমার জানান, প্রথম বছরেই মোট ৮৫টি ক্রীড়া অনুষ্ঠানের ত্রিমাত্রিক সম্প্রচার করবে তারা৷ এর মধ্যে থাকছে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের মোট ২৫টি খেলা৷ এছাড়া বাকি অনুষ্ঠানগুলো হবে যুক্তরাষ্ট্রের কলেজ বাস্কেটবল, কলেজ ফুটবল এবং অন্যান্য অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার৷

ওদিকে, আগামী বছরে যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টার ত্রিমাত্রিক টিভি চ্যানেল শুরুর ঘোষণা দিয়ে জোট বাঁধা সনি-ডিসকভারি-আইম্যাক্স জানিয়েছে, উচ্চ মান সম্পন্ন উৎসের প্রাকৃতিক ইতিহাস, মহাকাশ, অভিযাত্রা, অ্যাডভেঞ্চার, প্রকৌশল, বিজ্ঞান ও প্রযুক্তি, চলচ্চিত্র এবং শিশুদের জন্য নানা অনুষ্ঠানও সম্প্রচার করবে তারা৷

প্রতিবেদন: মুনীর উদ্দিন আহমেদ

সম্পাদনা: আবদুস সাত্তার

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ