1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ত্রিশের ত্রাস

৬ ফেব্রুয়ারি ২০১১

বলিউডের নায়িকারা আর বিবাহ এবং পরিবারের বন্ধনে বাঁধা পড়ে থাকতে রাজি নন৷ ‘‘টার্নিং থার্টি’’ ছবিটির উপজীব্য হল ভারতীয় সমাজে মহিলাদের চিন্তাধারার এই আমূল পরিবর্তন৷

গুল পানাগ (ফাইল ফটো)ছবি: AP

পুরব কোহলি এবং গুল পানাগ এই ছবির নায়ক-নায়িকা৷ নায়িকার বয়স বিশের কোঠার শেষ দিকে, অর্থাৎ ত্রিশ ছুঁই-ছুঁই৷ চাকরি গেছে, পুরুষবন্ধুর সঙ্গেও ছাড়াছাড়ি৷ তবুও সেটাই জীবনের শেষ না: এটাই হল কাহিনীর উপজীব্য৷ ভারতের নগরাঞ্চলে যে একটা বড় পরিবর্তন আসছে, তার আঁচ পেয়েছেন গুল পানাগও৷ বলছেন, আজ আমাদের চারপাশেই স্বাধীনচেতা মহিলাদের ভিড়৷

রাজনীতিতে প্রেসিডেন্ট প্রতিভা পাটিল, সংসদের স্পিকার মীরা কুমার অথবা কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধিকে বাদ দিয়ে বলিউডের দিকে চোখ ফেরালেও বোঝা যায়, সময় এবং সমাজ কিভাবে পাল্টাচ্ছে৷ কারিনা কাপুর, ঐশ্বরিয়া রাই বচ্চন, রানি মুখার্জি, শিল্পা শেঠি এবং প্রীতি জিন্তা, এঁদের সকলেই ত্রিশ ছাড়িয়েছেন৷ কিন্তু তা' বলে তাঁদের জনপ্রিয়তার কোনো কমতি নেই৷ অর্থাৎ এঁরা এখনও রোমান্টিক হিরোইনের রোল পাচ্ছেন, যা অতীতে বলিউডে প্রায় অকল্পনীয় ছিল৷ অতীতে এ'বয়সে তাঁদের বড়বোন কি মাসীর ভূমিকা নিয়েই সন্তুষ্ট থাকতে হতো৷

ঐশ্বরিয়া রাই বচ্চন (ফাইল ফটো)ছবি: AP

‘‘টার্নিং থার্টি'' ভারতীয় ছবি, যদিও অন্তত একজন সমালোচক ‘ব্রিজেট জোন্স' এবং ‘সেক্স এ্যান্ড দ্য সিটি'-র ছায়া দেখেছেন৷ ‘‘টার্নিং থার্টির'' পরিচালিকা ৩৪ বছর বয়সী অলঙ্কৃতা শ্রীবাস্তব বড় গলা করে বলেছেন, নতুন ভারতে এক নতুন ধরণের ত্রিশ পার হওয়া মহিলাদের কথা৷ কিন্তু এক দিক দিয়ে ভেবে দেখতে গেলে, পশ্চিমা নারী, তারপর বলিউড নায়িকা, তারপর ভারতের শহুরে, উচ্চবিত্ত মহিলারা৷ এবং তার পরেও এক সুবিশাল ভারত ও তার কোটি কোটি মহিলারা বাকি থেকে যাচ্ছেন৷

আর বলিউডের সুন্দরীদেরও যে কথা শুনতে হচ্ছে না, এমন নয়৷ কারিনা কাপুর'কে শুনতে হচ্ছে, তিনি কবে তাঁর পুরুষবন্ধু সাইফ আলি খান'কে বিয়ে করবেন৷ ঐশ্বরিয়াকে শুনতে হচ্ছে, তিনি কবে সন্তানের জননী হবেন৷

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ