1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ত্রিশ পুলিশ সদস্যের বিরুদ্ধে বিএনপির মামলা

১১ জুলাই ২০১১

বিরোধীদলের ডাকা ৪৮ ঘণ্টা হরতালের প্রথমদিনে বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদীন ফারুক আহত হওয়ার ঘটনায় পুলিশের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে৷ আদালত মামলাটি গ্রহণ করে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য ডিএমপি কমিশনারকে নির্দেশ দিয়েছেন৷

ছবি: DW/Harun Ur Rashid Swapan

পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার হারুন অর রশীদ এবং সহকারী কমিশনার বিপ্লব সরকারসহ ৩০ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয় রবিবার৷ ঢাকার মহানগর হাকিম এম কে আজাদের আদালতে মামলাটি দায়ের করেন বিরোধী দলীয় সংসদ সদস্য আশরাফ উদ্দিন নিজাম৷ তিনি বলেন, ওই দিন শুধু বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদীন ফারুক আহত হওয়া ঘটনা নয়৷ তিনি মনে করেন, ওই দিনের হামলার মধ্য দিয় সব দলের সংসদ সদস্যদের অপমান করা হয়েছে৷ ভূলুণ্ঠিত হয়েছে জাতীয় সংসদের মান- মর্যাদা৷ তিনি মনে করেন, এর প্রতিকার হওয়া প্রয়োজন৷ তাই বিবেকের তাড়নায় মামলা করেছেন৷

আদালত মামলাটি আমলে নিয়ে ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে ঘটনার তদন্ত এবং আগামী ১০ই আগস্টের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন৷ মামলার আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেন , এই দিন আদালতে শুনানিও হবে৷

বুধবারের ঘটনায় পুলিশ আগেই শেরে বাংলা নগর থানায় জয়নুল আবদীন ফারুকসহ বিরোধী দলের কয়েকজন সংসদ সদস্যের বিরুদ্ধে মামলা করে৷ আর বিরোধী দলের সংসদ সদস্যরা মামলা করতে গেলে থানা তা নেয়নি৷ থানা মামলা না নেয়ায় শেষ পর্যন্ত তাঁরা রোববার আদালতে মামলা করলেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ