1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ত্রুটিপূর্ণ সড়ক + ফিটনেসহীন যানবাহন + অদক্ষ চালক = দুর্ঘটনা

১৪ আগস্ট ২০১১

বাংলাদেশে সড়ক ব্যবস্থাপনার বিশৃংখলার কারণে দুর্ঘটনা বাড়ছে৷ একই সঙ্গে ফিটনেসহীন যানবাহন এবং অদক্ষ চালক দুর্ঘটনার অন্যতম কারণ৷

ছবি: DW/Arafatul Islam

এজন্য সমন্বিত সড়ক ব্যবস্থাপনার ওপর জোর দিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যায়ের অধ্যাপক এবং সড়ক দুর্ঘটনা গবেষক ড. মো. শামসুল হক৷

ডয়চে ভেলেকে তিনি জানান, দেশের সড়ক-মহাসড়ক যেমন ত্রুটিপূর্ণ তেমনি সেখানে যেসব যানবাহন চলাচল করে সেগুলোর অধিকাংশই ত্রুটিপূর্ণ৷ ফিটনেস নেই, আবার অনেক যানবাহনের বডি এবং ইঞ্জিন স্থানীয়ভাবে পরিবর্তন করা হয়৷ আর চালকদের নেই প্রয়োজনীয় দক্ষতা৷ এর ওপরে জনসংখ্যা বাড়ায় ত্রুটিপূর্ণ সড়ক মহাসড়কের ওপর চাপ বাড়ছে৷ যেকারণে সড়ক দুর্ঘটনার হার বাড়ছে৷

তিনি এই পরিস্থিতির অবসানের জন্য সমন্বিত সড়ক ব্যবস্থাপনার কথা বলেন৷ সড়ক ব্যবহারকারী, নিয়ন্ত্রণকারী, রক্ষনাবেক্ষনকারী সব পক্ষকে এগিয়ে আসতে হবে৷ দুই লেনের রাস্তাকে চার লেনে পরিণত করতে হবে৷ আর যানবাহনের ফিটনেস, চালকদের দক্ষতা, সড়ক সাইন সব দিকে নজর দিতে হবে৷

ড. শামসুল হক জানান দেশের সড়ক পথে ২০৯টি ঝুকিপূর্ণ বাঁক ও ক্রসিং রয়েছে৷ সবার আগে সেগুলোকে ঝুকিমুক্ত করতে হবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ