1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গুহা থেকে আরও চারজন উদ্ধার

৯ জুলাই ২০১৮

থাইল্যান্ডের গুহায় আটকে যাওয়া একটি ফুটবল দলের আরও চার সদস্যকে সোমবার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির নৌবাহিনীর এসইএএল বিভাগের একজন সদস্য৷ রবিবার আরও চারজনকে উদ্ধার করা হয়েছিল৷

ছবি: Reuters/S. Zeya Tun

এসইএএল এর ফেসবুক পাতায় মোট আটজনকে উদ্ধারের তথ্যটি প্রকাশ করা হয়েছে৷ উদ্ধারকৃতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানায় তারা৷ তবে তাদের নাম প্রকাশ করা হয়নি৷

সোমবার সকাল ১১টার সময় উদ্ধারের দ্বিতীয় পর্ব শুরু হয়৷ এর কয়েক ঘণ্টা পর কিছু সময়ের ব্যবধানে গুহার প্রবেশমুখ থেকে একে একে চারটি অ্যাম্বুলেন্স ছেড়ে যেতে দেখা যায়৷ 

উদ্ধারকাজের সমন্বয় করছেন থাইল্যান্ডের উত্তরাঞ্চলীয় রাজ্য চিয়াং রাই-এর গভর্নর নারোংসাক অসোথানাকর্ন৷ 

থাই ও বিদেশি ডাইভারদের সমন্বয়ে গঠিত ১৩ সদস্যের একটি দল রবিবারের উদ্ধারকাজে অংশ নিয়েছিলেন৷ সবচেয়ে স্বাস্থ্যবানদের প্রথমে উদ্ধার করা হয় বলে জানিয়েছিলেন গভর্নর অসোথানাকর্ন৷

আটজন উদ্ধার হওয়ায় চিয়াং রাই রাজ্যে অবস্থিত ঐ গুহায় এখনও পাঁচজন আটকে আছে৷

গুহার প্রবেশমুখ থেকে কিশোরদের উদ্দেশে যাত্রা শুরু করে, তাদের নিয়ে গুহা থেকে বের হতে রবিবার সময় লেগেছে প্রায় ১১ ঘণ্টা৷

কিশোর ফুটবলারদের উদ্ধারকাজে সবচেয়ে বড় বাধা হয়ে উঠতে পারে বৃষ্টি৷ পূর্বাভাস বলছে, আগামী কয়েকদিন ঐ এলাকায় বৃষ্টি হতে পারে৷ সেক্ষেত্রে গুহায় পানি ঢুকে কিশোরদের বের করে আনার কাজ আরো কঠিন বা অসম্ভব করে তুলতে পারে৷ এই আশংকার কারণেই কিশোরদের উদ্ধারের প্রক্রিয়াটি পুরোপুরি নিরাপদ না হলেও, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজটি শুরু করার সিদ্ধান্ত নেন৷

গুহার যেখানে কিশোররা আটকা পড়েছে, সেখান থেকে বের হওয়ার পথের দৈর্ঘ্য প্রায় আড়াই কিলোমিটার৷ পথটির বিভিন্ন অংশ পানি জমে রয়েছে এবং কয়েকটি জায়গা বেশ সরু৷ এই পথ পাড়ি দিতে কিশোরদের পুরো মুখে মাস্ক পরানো হয়েছিল৷

শুক্রবার থাই নৌবাহিনীর একজন সাবেক ডাইভার কিশোরদের কাছ থেকে ফেরার পথে অক্সিজেনের অভাবে মারা যান৷

উল্লেখ্য, গত ২৩ জুন ‘ওয়াইল্ড বোর্স’ নামে একটি কিশোর ফুটবল দলের ১২ সদস্য ও তাদের কোচ গুহায় প্রবেশ করেছিল৷ এরপর প্রচণ্ড বৃষ্টির কারণে গুহায় পানি ঢুকে গেলে তারা আটকা পড়ে যায়৷ দুজন ব্রিটিশ ডাইভার নয়দিন পর তাদের খুঁজে পেয়েছিলেন৷ এরপর থেকেই তাদের উদ্ধারে কাজ করছেন স্থানীয় ও বিদেশি ডাইভার ও বিশেষজ্ঞদের একটি দল৷

জেডএইচ/এসিবি (এএফপি, রয়টার্স, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ