1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সেনাপ্রধানের সতর্কবার্তা

২৭ ডিসেম্বর ২০১৩

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সেনাবাহিনীর সহায়তা চেয়েছিল থাই সরকার৷ তাড়াতাড়িই সাড়া দিয়েছেন সেনাপ্রধান৷ সামরিক অভ্যুত্থানের সম্ভাবনা উড়িয়ে না দিয়ে বিবাদমান দুই পক্ষকে শান্ত হবার অনুরোধ জানিয়েছেন তিনি৷

Thailand Protest Bangkok 27.12.13
ছবি: Reuters

গত বৃহস্পতিবার বিরোধী দলের সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে দুজন নিহত হওয়ার পর সামরিক বাহিনীর কাছে সহায়তা চেয়েছিল ইংলাক সিনাওয়াত্রার সরকার৷ শুক্রবার সেনাপ্রধান প্রায়ুথ চান-ওচা সরকার ও বিরোধী দলের সকল নেতা-কর্মীকে শান্ত হবার অনুরোধ জানান৷ সামরিক অভ্যুত্থানের সম্ভাবনা আছে কিনা - জানতে চাইলে সম্ভাবনা নাকচ না করে তিনি বলেন, ‘‘দরজাটি খোলা নয়, বন্ধও নয়৷'' তাঁর এমন ইঙ্গিতবাহী মন্তব্যের পর পরিস্থিতি শান্ত হয় কিনা সেটাই এখন দেখার বিষয়৷ এ পর্যন্ত কমপক্ষে এগারবার সেনা অভ্যুত্থান হয়েছে থাইল্যান্ডে৷ গণতন্ত্রের পথে অগ্রযাত্রা আবার সেনা হস্তক্ষেপের ফলে থেমে যাওয়ার আশঙ্কা তাই উড়িয়ে দেয়া যায়না৷

গত ১ নভেম্বর ক্ষমতাসীন জোট সরকার দেশ ছেড়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাকে ফিরিয়ে আনতে তাঁর বিরুদ্ধের সব অভিযোগ প্রত্যাহারের উদ্যোগ নেয়ার পরই শুরু হয়েছিল বিক্ষোভ৷ থাকসিন ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন৷ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হবার পর দেশ ছেড়ে যান তিনি৷ দুর্নীতিসহ বেশ কিছু অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে৷

প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা তাঁর ক্ষমতাচ্যুত এবং দেশান্তরিত বড় ভাই থাকসিন সিনাওয়াত্রার মতোই দেশ চালাচ্ছেন – এই অভিযোগে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেন সুতেপ তাউকসুবান৷ সংসদ থেকে পদত্যাগ করে তিনি আন্দোলন শুরু করেন ১ নভেম্বর থেকে৷ বিক্ষোভ ব্যাপক রূপ নেয়ায় নতুন নির্বাচনের ঘোষণা দেন প্রধানমন্ত্রী ইংলাক৷ আগামী ২ ফেব্রুয়ারি নির্বাচন হওয়ার কথা৷

তবে বিক্ষোভকারীরা বলছেন, ইংলাককে ক্ষমতায় রেখে তারা কোনো নির্বাচনে যাবেন না৷ ২০১১ সালের নির্বাচনে জয়ী হয়ে পুয়েআ থাই পার্টির নেতৃত্বে জোট সরকার গঠন করেন ইংলাক৷ দেশের দরিদ্র অধ্যুষিত অঞ্চলগুলোতে জনপ্রিয় পুয়েআ থাই পার্টির আসন্ন নির্বাচনেও জয়ী হওয়ার সম্ভাবনা বেশি৷

এসিবি/ জেডএইচ (এপি,এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ