1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
অপরাধথাইল্যান্ড

থাইল্যান্ডে ডে কেয়ার সেন্টারে গুলি, নিহত অন্তত ৩৬

৬ অক্টোবর ২০২২

থাইল্যান্ডের উত্তর পূর্বাঞ্চলে একটি ডে কেয়ার সেন্টারে বন্দুক হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির পুলিশ৷

Thailändische Polizei übt für den Umgang mit möglichen Terrordrohungen
ছবি: RUNGROJ YONGRIT/EPA-EFE

বৃহস্পতিবারের এই ঘটনায় অন্তত ৩৬ জন মারা গেছেন বলে জানা গেছে৷ আততায়ী নিজেও আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ৷ 

এখন পর্যন্ত যা জানা গেছে

বন্দুক হামলায় নিহতদের মধ্যে ২২ জনই শিশু বলে বিবৃতিতে জানিয়েছে পুলিশ৷ হামলাকারী একজন সাবেক পুলিশ কর্মকর্তা বলেও বিবৃতিতে উল্লেখ করেছে তারা৷ পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছেন, নংবুয়া লাম্ফু প্রদেশের ন ক্লাং শহরে দুপুরের দিকে হামলার ঘটনাটি ঘটে৷ এরপর আততায়ী গুলি করে আত্মহত্যা করে৷

থাইল্যান্ডে ২০২০ সালে একজন সৈনিক হামলা চালিয়ে ২৯ জনকে হত্যা করেন৷ চারটি জায়গায় এই হামলার ঘটনা ঘটেছিল৷    

এফএস/কেএম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ