1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

থাইল্যান্ডে প্রতিদিন করোনায় মৃত্যুর রেকর্ড

২৯ জুলাই ২০২১

থাইল্যান্ডে ভয়াবহ করোনা পরিস্থিতির মধ্যেও সংক্রমণ বাড়ছে ক্রমাগত৷ টোকিও অলিম্পিক আয়োজকেরাও গেমসে সংক্রমণের সর্বোচ্চ বৃদ্ধির কথা জানিয়ে উদ্বিগ্ন৷

সংক্রমণের প্রধান হটস্পট থাইল্যান্ডের রাজধানী ব্যাংককছবি: Teera Noisakran/Pacific Press/picture alliance

থাই স্বাস্থ্য কর্তৃপক্ষের হিসেব অনুযায়ী, দেশে বৃহস্পতিবার নতুন সংক্রমণের সংখ্যা দাড়িয়েছে ১৭ হাজার ৬৬৯ এবং মারা গেছেন ১৬৫ জন৷ মহামারির সময়ের মধ্যে সাম্প্রতিক সপ্তাহগুলোতে থাইল্যান্ডে করোনা পরিস্থিতি সবচেয়ে খারাপ রূপ নিয়েছে৷ ডেল্টা ভাইরাসের বিস্তারই এর মূল কারণ বলে মনে করা হচ্ছে৷ দেশটিতে করোনায় সংক্রমিতের সংখ্যা পাঁচ লাখ ৬১ হাজার ৩০ জন এবং তাদের মধ্যে এ পর্যন্ত মারা গেছেন মোট চার হাজার ৫৬২ জন৷

সংক্রমণের এই উর্ধ্বগতির কারণে কম্বোডিয়া থাইল্যান্ডের সাথে সীমান্ত বন্ধ করে দিয়েছে এবং সীমান্তের বেশ কয়েকটি প্রদেশে লকডাউন দেয়া হয়েছে৷

প্রধানমন্ত্রী হুন সেন এক বার্তায় ক্ষতিগ্রস্ত অঞ্চলের মানুষদের ঘরবন্দি থাকতে এবং জনসমাবেশে যেতে নিষেধ করেন৷  ফেসবুকে পোস্ট করা আদেশে প্রধানমন্ত্রী বলেন, করোনার ডেল্টা ভেরিয়েন্টের সংক্রমণ রোধ করতেই এই সাময়িক লকডাউন দেয়া হয়েছে৷ বিশ্বজুড়ে করোনাভাইরাসের সর্বশেষ খবর রাখারও অনুরোধ করেন তিনি সবাইকে৷

এশিয়া প্যাসিফিক

টোকিও গেমসের সাথে যুক্ত এমন ২৪ টি নতুন করোনাভাইরাস সংক্রমণের খবর জানিয়েছেন অলিম্পিক আয়োজকেরা৷

জাপানের শীর্ষ মেডিকেল উপদেষ্টা শিগেরু ওমি থাইল্যান্ডের ভয়াবহ পরিস্থিতি সম্পর্কে সতর্ক করে করোনার ক্রমবর্ধমান ঝুঁকি সম্পর্কে একটি স্বচ্ছ, শক্তিশালী বার্তা দেওয়ার আহ্বান জানিয়েছেন সরকারকে৷

দেশের জনগণ করোনার ঝুঁকি সম্পর্কে সচেতন নয় এবং সেটাই সবচেয়ে বড় সমস্যা বলে উল্লেখ করেন সংসদ প্যানেলে শীর্ষ মেডিকেল এ্যাডভাইজার শিগেরু ওমি৷ টোকিওতে বুধবার দৈনিক সংক্রমণের সর্বোচ্চ রেকর্ড তিন হাজার ১৭৭ এ পোঁছানোর পরেই তিনি এই মন্তব্য করেন৷

এনএস/কেএম (এএফপি,এপি,ডিপিএ,রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ