1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

থাইল্যান্ড, অস্ট্রেলিয়া ও ইসরায়েলে ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল

১ নভেম্বর ২০২১

১৮ মাস পর ভ্রমণেচ্ছুদের জন্য করোনা বিধিনিষেধ শিথিল করেছে থাইল্যান্ড, অস্ট্রেলিয়া ও ইসরায়েল৷ ফলে বিশ্বের বিভিন্ন দেশ যখন করোনার নতুন হামলার আতঙ্কে, এই তিন দেশের বিমানবন্দরগুলোতে তখন পর্যটকদের ভিড়৷

Australien - Grenzen geöffnet
ছবি: Rick Rycroft/AP/picture alliance

পূর্ব ইউরোপে আবার দেখা দিচ্ছে কোভিড-১৯-এর প্রকোপ৷ তাই কঠোর লকডাউনে ফিরছে কয়েকটি দেশ৷ করোনা অতিমারির শুরু যেখানে, সেই চীনেও নতুন করে দেখা দিয়েছে আতঙ্ক৷ সংক্রমণের হার বড় দুশ্চিন্তা হওয়ার আগেই রোগটির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স' ঘোষণা করেছে সে দেশের সরকার৷

কিন্তু থাইল্যান্ড, অস্ট্রেলিয়া আর ইসরায়েলের চিত্র অনেকটাই অন্যরকম৷ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডে গিয়ে এখন আর পর্যটকদের কোয়ারান্টিনে থাকতে হচ্ছে না৷ চীন এবং যুক্তরাষ্ট্রসহ মোট ৬০টি দেশের নাগরিকদের দেয়া হয়েছে এমন সুযোগ৷ ফলে রাজধানী ব্যাংককের বিমানবন্দরে বাড়ছে পর্যটকদের ভিড়৷ বিশেষ করে ইউরোপের শীত এড়িয়ে থাইল্যান্ডের বিভিন্ন দ্বীপের উষ্ণ প্রকৃতির বুকে সময় কাটাতে আগ্রহীদের ভিড়টা খুব চোখে পড়ার মতো৷

সিডনি বিমানবন্দরে অনেক দিন পর প্রিয়জনকে কাছে পাওয়ার আনন্দছবি: Rick Rycroft/AP/picture alliance

অস্ট্রেলিয়া অবশ্য সব দেশের পর্যটকদের জন্য নিয়ম শিথিল করেনি৷ অস্ট্রেলিয়ার নাগরিক, পার্মানেন্ট রেসিডেন্ট এবং তাদের নিকটাত্মীয়দের বাইরে আপাতত শুধু নিউজিল্যান্ডের নাগরিকেরাই পেয়েছেন কোয়ারান্টিন ছাড়া অস্ট্রেলিয়ায় প্রবেশের সুযোগ৷ তবে সারা দেশে ঘুরে বেড়ানোর সুযোগ এখনো দেয়া হয়নি৷ আপাতত হাতে গোনা কয়েকটি রাজ্যেই যেতে পারছেন তারা৷

তবে আগামী ২১ নভেম্বর থেকে সিঙ্গাপুরের পর্যটকদেরও সহজ নিয়মে ভ্রমণের সুযোগ দেবে অস্ট্রেলিয়া৷ ধারণা করা হচ্ছে, তারপর থেকে করোনা প্রায় নেই এমন অন্য দেশগুলোর নাগরিকদেরও পর্যায়ক্রমে এই সুযোগ দেয়া হবে৷

ব্য্যাংককের সুভামভুমি বিমানবন্দরছবি: ATHIT PERAWONGMETHA/REUTERS

ইসরায়েল অবশ্য করোনা পরিস্থিতিকে মাথায় রেখে এখনো ভ্রমণবিধি পুরোপুরি শিথিল করেনি৷ তারা পর্যটকদের ‘ইসরায়েলে স্বাগতম' বলছে ঠিকই, তবে কোভিড-১৯ ভ্যাকসিনের বুস্টার ডোজ নিয়েছেন এমন মানুষদেরই শুধু প্রবেশ করতে দেয়া হচ্ছে৷ সর্বশেষ ডোজ নেয়ার পর ছয়মাস পেরিয়ে গেলে বুস্টার ডোজ নেয়া ব্যক্তিরাও এখন ইসরায়েলে যেতে পারছেন না৷

এসিবি/কেএম (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ