1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

থাকবেন খালেদা, প্রতিহতের ঘোষণা

হারুন উর রশীদ স্বপন, ঢাকা২৯ ডিসেম্বর ২০১৩

অনুমতি না মিললেও রবিবারের কর্মসূচিতে খালেদা জিয়া উপস্থিত থাকবেন বলে জানিয়েছে বিএনপি৷ এদিকে, কর্মসূচি প্রতিহত করতে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে আওয়ামী লীগ৷ ফলে উৎকণ্ঠায় আছেন ঢাকাবাসী৷

খালেদা জিয়া কর্মসূচিতে থাকবেন বলে জানিয়েছে বিএনপি (ফাইল ছবি)ছবি: Getty Images

শনিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ জানান, সরকার অনুমতি না দিলেও তাঁরা যে-কোনো মূল্যে রবিবারের ‘মার্চ ফর ডেমোক্রেসি' কর্মসূচি সফল করবেন৷ কর্মসূচিতে নয়া পল্টনে উপস্থিত থাকবেন দলের চেয়ারপার্সন ও বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া৷ বিএনপির ঐ নেতা জানান, রবিবার সকাল ১০টা থেকে ১১টার মধ্যে নয়া পল্টনে কর্মসূচি শুরু হবে৷ এরপর যে-কোনো সময় সেখানে হাজির হবেন বেগম খালেদা জিয়া৷

হাফিজ উদ্দিন বলেন সরকার নানাভাবে তাঁদের কর্মসূচিতে বাধা দেয়ার চেষ্টা করছে৷ গণগ্রেফতার এবং সারা দেশের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে৷ সরকার এখনো এই কর্মসূচির অনুমতি দেয়নি৷ কিন্তু এই কর্মসূচি নিয়ে দেশের মানুষের মধ্যে যে ব্যাপক সাড়া পড়েছে তাতে কর্মসূচি সফল হবেই বলে তিনি আশা করেন৷

খালেদা জিয়ার বাসার সামনে পুলিশ পাহারা৷ ছবিটি বৃহস্পতিবার তোলাছবি: Munir uz ZAMAN/AFP/Getty Images

জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ঐ সংবাদ সম্মেলনে হাফিজ উদ্দিন বলেন, সরকার একদিকে তাদের কর্মসূচিতে বাধা দিচ্ছে৷ অন্যদিকে শাসক দল আওয়ামী লীগের লোকজন নানা জায়গায় লাঠি মহড়া দিচ্ছে৷ তিনি আবারো সরকারের কাছে এই কর্মসূচি পালনে অনুমতি দেয়ার আহ্বান জানিয়ে বলেন, কর্মসূচি হবে পুরোপুরি শান্তিপূর্ণ৷ তিনি দলের নেতা-কর্মী এবং দেশবাসীকে আবারও খালেদা জিয়ার আহ্বান পৌঁছে দিয়ে বলেন, গণতন্ত্র রক্ষায় সবাইকে রাস্তায় নেমে আসতে হবে৷

আওয়ামী লীগের প্রস্তুতি

বিরোধী দলের কর্মসূচি প্রতিহত করতে রবিবার সকাল থেকেই ঢাকা শহরের ৮টি প্রবেশ পথে অবস্থান নেবে শাসক দল আওয়ামী লীগের নেতা-কর্মীরা৷ প্রতিটি প্রবেশ পথে রীতিমত পাহারা বসানো হবে, বলে জানিয়েছেন আওয়ামী লীগের নেতারা৷ আর এই ৮টি প্রবেশ পথে পাহারা কার্যক্রম মনিটরিংয়ের দায়িত্বে আছেন ঢাকা মহানগরের নেতারা৷ ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা মূলত ৮টি প্রবেশ আগলাবেন বলে জানা গেছে৷ এছাড়া ঢাকার ১০০টি ওয়ার্ড এবং ১৮টি ইউনিয়নে অবস্থান নেবেন তাঁরা৷ মাথায় জাতীয় পতাকা আর হাতে লাঠি নিয়ে চলবে তাঁদের এই প্রতিরোধ৷

নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনেও অবস্থান নিয়েছে পুলিশ (ফাইল ছবি)ছবি: DW

আওয়ামী লীগের মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ডয়চে ভেলের কাছে দাবি করেছেন, বিরোধী দল সারা দেশ থেকে নাশকতা সৃষ্টিকারীদের নিয়ে এসে ঢাকায় নাশকতা করতে চাইছে৷ কিন্তু তাদের সেই অপচেষ্টা রুখে দেয়া হবে৷ যুদ্ধাপরাধীদের রক্ষায় বিএনপির এই কর্মসূচি দেশবাসী সফল হতে দেবে না৷

পুলিশের বক্তব্য

ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম ডয়চে ভেলেকে জানান, পুলিশ বিরোধী দলকে নয়াপল্টনে কোনো রাজনৈতিক কর্মসূচি পালনের অনুমতি দেয়নি৷ তারপরও যদি তাঁরা কোনো কর্মসূচি পালন বা সমাবেশের চেষ্টা করে তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে৷ তিনি বলেন রাজধানীবাসীর জানমালের নিরাপত্তায় তাঁরা সর্বাত্মক ব্যবস্থা নিয়েছেন৷ জানা গেছে রাজধানীতে প্রায় ২৬,০০০ পুলিশ সদস্য ছাড়াও বিপুল পরিমাণ র‌্যাব ও বিজিবি মোতায়েন করা হয়েছে৷

মনিরুল ইসলাম জানান, তাঁরা মনে করেন ঢাকার বিভিন্ন পয়েন্টে বিরোধী নেতা-কর্মীরা সংঘর্ষ এবং নাশকতা করতে পারে৷ বিশেষ করে জামায়াত-শিবির একাজ করতে পারে বলে তাঁরা ধারণা করছেন৷ তবে এব্যাপারে পুলিশ সতর্ক রয়েছে বলে তাঁর দাবি৷

খালেদার বাসার সামনে পুলিশ

খালেদা জিয়ার গুলশানের বাসভবন ও অফিস এবং নয়া পল্টনে বিএনপির কার্যালয়ের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে৷ রবিবার সকাল নাগাদ পুলিশের সংখ্যা অনেক বেড়ে যাবে৷ পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, খালেদা জিয়াকে নয়া পল্টনে কোনো সমাবেশ বা জমায়েতে একাত্ম হওয়ার সুযোগ দেয়া হবে না৷

ঢাকা বিচ্ছিন্ন

শুক্রবার রাত থেকেই সারা দেশের সড়ক, রেল ও নৌ যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে৷ ঢাকার ভিতরেও কোনো বাস-মিনিবাস চলছে না৷ শনিবার সন্ধ্যার পরই ঢাকার রাস্তাঘাট ফাঁকা হয়ে গেছে৷ ফাঁকা রাস্তায় টহল দিচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ