1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

থাকসিনের সমর্থনে ২১৭তম লাল জামার গ্রাম

২০ জুন ২০১১

দেশের নেতার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানানোর ক্ষেত্রে উপমা সৃষ্টি করছে থাইল্যান্ডের মানুষ৷ তাদের প্রাক্তন প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার প্রতি সমর্থন জানাতে একে একে ২১৭টি গ্রামকে ঘোষণা করল ‘লাল জামার গ্রাম’ হিসেবে৷

A woman leader of anti-government protesters and supporters of ousted Prime Minister Thaksin Shinawatra or Red Shirt group, Thida Tojirakarn, center with microphone, addresses a rally marking the country's Constitution Day at the Democracy Monument in Bangkok Friday, Dec. 10, 2010. (AP Photo/Apichart Weerawong)
লাল জামা পরিহিত থাকসিনের ভক্তদের একাংশছবি: AP

বহুদিন ধরেই বিশ্ববাসী দেখেছে থাইল্যান্ডের রাজপথে লাল জামা পরিহিত বিক্ষোভকারীদের মহড়া৷ দেশটির দূর দূরান্তের গ্রাম থেকে এতোদিন লাল জামা পরে রাজধানী ব্যাংককে এসে প্রিয় নেতার পক্ষে আন্দোলনে যোগ দিয়েছেন হাজার হাজার কৃষক, শ্রমিক জনতা৷ তবে এবার রাজপথে না এসেও নিজের গ্রামে থেকেই প্রিয় নেতার পক্ষে কাজ করে যাচ্ছেন তারা৷ একের পর এক গ্রামকে ঘোষণা করে চলেছে ‘লাল জামার গ্রাম' হিসেবে৷

এবার উত্তর-পূর্বাঞ্চলের শহর উদোনথানির উপকণ্ঠের গ্রাম নংবুয়া সংযোজিত হলো লাল জামার গ্রামের তালিকায়৷ মাত্র একশ' পরিবার নিয়ে গড়ে ওঠা ছোট্ট গ্রাম নংবুয়া৷ সেই গ্রামকে লাল মার্কা দিতে আয়োজন করা হয়েছিল বিশাল উৎসব৷ লাল জামার গ্রাম হিসেবে নংবুয়ার উদ্বোধন করেন বৌদ্ধ ভিক্ষুদের শ্রদ্ধাভাজন প্রতিনিধিরা৷ এরপর অনুষ্ঠিত হয় গণতন্ত্রের পক্ষে আলোচনা সমাবেশ এবং স্কুল শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান৷

লাল জামা পরিহিত থাকসিনের ভক্তদের একাংশছবি: dapd

গ্রামের প্রধান মিলনায়তনের এই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অর্ধ শতাধিক প্রবীণ ব্যক্তিত্ব৷ তাদের অধিকাংশই লাল জামা পরে এসেছিলেন৷ আর জামায় লেখা ‘আমরা থাকসিনকে ভালোবাসি৷' তাদের সামনেই বসানো রয়েছে একটি বিশাল বিলবোর্ড৷ সেখানে ২০০৬ সালের সেনা অভ্যুত্থানে বিদায় নেওয়া প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার হাস্যোজ্জল ছবি৷ সাথে বেশ বড় করে লেখা ‘গণতন্ত্রের জন্য লাল জামার গ্রাম'৷ লাল জামার গ্রাম আন্দোলনের অন্যতম প্রবক্তা ডন চায়নাপুন বললেন, ‘‘এভাবে লাল জামার গ্রাম গঠন করার ফলে গ্রামের সকল মানুষ আরো বেশি ঐক্যবদ্ধ এবং একই দর্শনমুখী হয়ে ওঠে৷''

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ