1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

থ্রিজি প্রযুক্তি

জাহিদুল হক২২ অক্টোবর ২০১২

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান টেলিটক থ্রিজি প্রযুক্তির ‘পরীক্ষামূলক বাণিজ্যিক সেবা’ চালু করেছে সম্প্রতি৷ পরবর্তীতে অন্যান্য মোবাইল অপারেটররাও এই প্রযুক্তি চালুর সুযোগ পাবে৷

ছবি: picture-alliance/dpa

তথ্য প্রযুক্তি বিষয়ক সাংবাদিক ও ‘ইন্টারনেট সোসাইটি' সংস্থার বাংলাদেশ চ্যাপ্টারের মোহাম্মদ কাওছার উদ্দীন বলেন, থ্রিজি পুরোপুরি চালু হলে গ্রাহকরা আগের চেয়ে দ্রুত গতিতে ইন্টারনেট ব্যবহার করতে পারবে৷ এছাড়া করা যাবে ভিডিও কল৷ মোবাইল সেটে দেখা যাবে টেলিভিশনও৷ চাইলেই কেউ নিজের ইন্টারনেটে লাইভ খেলা দেখতে পারবে৷ জিপিএস প্রযুক্তি ব্যবহার করে পথ নির্দেশনাও পাওয়া যাবে৷ মোবাইল ভিত্তিক বিভিন্ন সেবা আরও দ্রুত গতির হবে৷ ই-কমার্স সেবাও সম্প্রসারিত হবে৷

BM/221012/Interview: Bangladesh launches 3G services - MP3-Mono

This browser does not support the audio element.

কাওছার উদ্দীন বলেন, আজকাল প্রায় সব স্মার্টফোনেই থ্রিজি সুবিধা পাওয়া যায়৷ আর বাংলাদেশে এখন ছয় সাত হাজার টাকায় স্মার্টফোন পাওয়া যাচ্ছে৷ ফলে সাধারণ মানুষের কাছে থ্রিজি সেবা পৌঁছে দেয়া যাবে৷ তবে তিনি বলেন, থ্রিজি থেকে কী কী সুবিধা পাওয়া যাবে সেটা সাধারণ মানুষকে জানানোর উদ্যোগ নিতে হবে৷

বর্তমানে টেলিটকের ‘গ্র্যাভিটি' ক্লাবের সদস্যরা এবং কয়েকদিন পর থেকে সাধারণ গ্রাহকরা প্যাকেজ সেবা গ্রহণের মাধ্যমে এই থ্রিজি সেবা পাবেন৷ প্রথম দফায় ঢাকা ও এর আশেপাশের এলাকায় থ্রিজি সেবা পাওয়া যাচ্ছে৷ পরবর্তীতে অন্যান্য শহরেও এই সেবা ছড়িয়ে দেয়া হবে৷

কাওছার উদ্দীন বলেন, টেলিটক সেবা চালু করলেও কিছু কিছু ক্ষেত্রে সমস্যা দেখা দিচ্ছে৷ তবে যেহেতু এটা পরীক্ষামূলক সেবা তাই অচিরেই টেলিটিক সেই সমস্যাটা কাটিয়ে উঠতে পারবে বলে মনে করেন তিনি৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ