1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ত্রিমাত্রিক ‘টাইটানিক'

২৮ মার্চ ২০১২

কাঠের তক্তায় প্রেমিকা৷ আর বরফ ঠাণ্ডা পানিতে প্রেমিক৷ দু'জনের হাতে হাত৷ কিন্তু একসময় সে বন্ধন ছুটে গিয়ে চিরদিনের জন্য প্রেমিকের হারিয়ে যাওয়া৷ হৃদয় চুরমার করা গভীর বেদনার এই দৃশ্যটি আবারও আবেগঘনভাবে দেখতে পাবেন দর্শক৷

Filmszene Titanicছবি: picture-alliance/dpa

আর মাত্র ক'দিন পর ১৫ই এপ্রিল টাইটানিক ডুবে যাওয়ার একশো বছর হতে যাচ্ছে৷ এ উপলক্ষ্য টাইটানিক'কে ত্রিমাত্রিক রূপ দেয়া হয়েছে৷ অর্থাৎ, এবার ছবিটি থ্রিডি'তে মুক্তি দেয়া হয়েছে৷ মূল ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৯৭ সালে৷

নতুন সংস্করণের টাইটানিক ছবির উদ্বোধনীতে উপস্থিত ছিলেন পরিচালক জেমস ক্যামেরন, অভিনেত্রী কেট উইন্সলেট সহ অনেকে৷ তবে ছিলেন না নায়ক লিওনার্দো ডিকাপ্রিও৷ তাহলে কী ইতিহাসকে ফুটিয়ে তুলতেই নায়কের সেখানে অনুপস্থিতি! না, তা অবশ্য নয়৷ নায়িকা কেট জানিয়েছেন, ‘আইসবার্গ' নয়, এবার তাঁদের বিচ্ছেদের কারণ ব্যস্ততা৷

সম্ভবত ইতিহাসের সবচেয়ে সাড়া জাগানো জাহাজ টাইটানিক ১৯১২ সালের ১৪ এপ্রিল মাঝরাতের কিছুক্ষণ আগে একটি আইসবার্গ অর্থাৎ বড় বরফের সঙ্গে ধাক্কা খায়৷ প্রায় তিনঘন্টা পর সেটি ডুবে যায়৷ ঐ ঘটনায় ১,৫১৭ জন নিহত হয়েছিলেন৷

জাহাজ টাইটানিকের মতো ফিল্ম টাইটানিক'ও ১১টি অস্কার জিতে নিয়ে ইতিহাস সৃষ্টি করে৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ