1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

থ্রিডি প্রিন্টার দিয়ে মোটরসাইকেল!

১৯ অক্টোবর ২০১৬

আস্ত একটা যান৷ কারখানায় নয়, থ্রিডি প্রিন্টারে তৈরি৷ হালকা কাঠামো ও ইলেকট্রিক ইঞ্জিনের কারণে বেশ চটপটে ও পরিবেশবান্ধব৷ জার্মানির একটি সংস্থা এমন এক যান তৈরি করে চমক সৃষ্টি করেছে৷

DW euromaxx Das erste Motorrad aus dem 3D-Drucker
থ্রিডি প্রিন্টারের সাহায্যে তৈরি ‘লাইট রাইডার’ছবি: DW

‘লাইট রাইডার' ঘণ্টায় ৮০ কিলোমিটার গতিতে চলে, ওজন মাত্র ৩৫ কিলো৷ কাঠামোর ওজন শুধু ৬ কিলো৷ পুরোটাই থ্রিডি প্রিন্টারে তৈরি৷ ইলেকট্রিক ইঞ্জিনে চলে৷ মোটরসাইকেল চালক ব্যার্নহার্ড গ্রুবার হাতেনাতে পরীক্ষা করে বলেন, ‘‘সত্যি অসাধারণ৷ দারুণ৷ দারুণ মজা লাগে৷ হালকা ওজনের কারণে খুবই চটপটে, স্বাভাবিক৷''

অন্যদিকে ব্যার্নহার্ড গ্রুবার-এর হার্লি ডেভিডসন মোটরসাইকেলের ওজন ৩২০ কিলো৷ ই-মোটরসাইকেল সে তুলনায় প্রায় ১০ গুণ হালকা৷ কাকতালীয়ভাবে তিনি জানতে পারেন, যে এয়ারবাস-এর সহযোগী কোম্পানি এপি ওয়ার্কস-এ তাঁর সহকর্মীরা এমন এক যান সৃষ্টি করেছেন৷ প্রথমে খেলাচ্ছলেই এই আইডিয়া কার্যকর করা হয়েছিল৷ এর উদ্ভাবক নিলস গ্রাফেন পেশায় এভিয়েশন ইঞ্জনিয়ার৷ তিনি বলেন, ‘‘বড়দিনের পার্টির সময় খেলাচ্ছলে এই আইডিয়া উঠে এসেছিল৷ এক সহকর্মী ও আমি ব্যক্তিগত আগ্রহ থেকে প্রশ্ন তুলেছিলাম, ই-বাইক বা মোটরবাইক নিয়ে কিছু করা যায় কিনা৷ সংস্থার প্রধান কথাটা লুফে নিয়ে একটা প্রকল্প শুরু করে দিলেন৷ তার ফল এই লাইট রাইডার৷''

কম্পিউটারেই এই যান সৃষ্টি করা হয়েছে৷ চলার সময় মোটরবাইকের উপর কোন কোন চাপ পড়ে, তার ভিত্তিতে এক অ্যালগোরিদম লাইট রাইডারের মাপজোক স্থির করেছে৷ নিলস গ্রাফেন বলেন, ‘‘আমরা ভেবে দেখলাম, মোটরসাইকেলের মধ্যে কোথায় কী থাকে৷ সেটা কত বড় হয়, হুইলবেস কেমন, অথবা মোটরসাইকেল চলার সময় কী ঘটে – এ সবের ভিত্তিতে কম্পিউটার এই জ্যামিতি সৃষ্টি করেছে৷ যে সব অংশের কোনো কাজ নেই, সে সব বাদ পড়েছে৷''

এভিয়েশন প্রযুক্তির ক্ষেত্রে ব্যবহৃত এক অ্যালুমিনিয়াম অ্যালয় থেকে থ্রিডি প্রিন্টারে কাঠামোর অংশগুলির হুবহু মডেল তৈরি হয়েছে৷ অ্যালুমিনিয়ামের মতই হালকা, অথচ প্রায় টাইটেনিয়ামের মতো স্থিতিশীল৷ তবে থ্রিডি প্রিন্টারে ধাতু সৃষ্টির ক্ষেত্রে এখনো যে সীমা রয়েছে, তার ফলে ডেভেলপরারা সমস্যার মুখে পড়েছিলেন৷ নিলস গ্রাফেন বলেন, ‘‘তথাকথিত ওয়েল্ডিং সিম সৃষ্টি করতে আমাদের কাঠামোটিকে অনেকগুলি ছোট অংশে ভাগ করতে হয়েছিল৷ অথচ এই মুহূর্তে প্রিন্টারে এমন আকারের একটির বেশি বড় অংশ প্রিন্ট করা যায় না৷ অংশগুলির বিন্যাস ভেবে নিয়ে, শেষে সেগুলি জোড়া দেওয়ার কাজ নিশ্চিত করা ছিল এক চ্যালেঞ্জ৷''

অনেক ডিজাইনার ও সৃষ্টিশীল মানুষ থ্রিডি প্রিন্টিং নিজেদের মতো করে আবিষ্কার করেছেন৷ প্রিন্টার দিয়ে তৈরি একটি চেয়ার তৈরি করা কোনো সমস্যা নয়৷ এমনকি কম্পিউটারে গয়নার ডিজাইন করে প্রিন্ট করা সম্ভব৷ ভাবতে অবাক লাগলেও এ ভাবে জুতোও তৈরি করা সম্ভব৷

নতুন স্টার্ট-আপ হোক, অথবা বড় সংস্থা – সবাই তাদের আইডিয়া আরও দ্রুত ও কম খরচে কার্যকর করতে পারে৷ মিউনিখের ‘পপ আপ ল্যাব'-র এক বিশেষজ্ঞ সবচেয়ে বড় সিরিজ থ্রিডি প্রিন্টারের সুবিধাগুলি বুঝিয়ে বললেন৷ থ্রিডি প্রিন্টিং বিশেষজ্ঞ ইয়োহান ফন হেয়ারভার্ট বলেন, ‘‘আমরা এখন আরও দ্রুত কোনো পণ্যের উন্নতি করতে পারি৷ আমার জন্য আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনি যদি ফলাফল নিয়ে সন্তুষ্ট না হতে পারেন, তখন আমি বলি, সেটি নষ্ট করে ফেলুন৷ ফেলে দিয়ে নতুন করে শুরু করুন৷ হারাবার তো কিছু নেই! বড়জোর ৩৫, ৫০ বা ১০০ ইউরো লোকসান হয়েছে৷ কিন্তু সীমা ভেঙে সৃজনশীল হয়ে উঠতে পেরেছেন৷''

থ্রিডি প্রিন্টারে লাইট রাইডার-এর হালকা কাঠামো প্রিন্ট করে এভিয়েশন প্রযুক্তির ক্ষেত্রেও অগ্রগতির সম্ভাবনা দেখছেন নিলস গ্রাফেন৷ এভিয়েশন ইঞ্জনিয়ার নিলস গ্রাফেন বলেন, ‘‘আকাশে প্রতি কিলোগ্রাম বিমান সংস্থা ও যাত্রীদের জন্য ব্যয় অনেক বাড়িয়ে দেয়৷ থ্রিডি প্রিন্টিং-এর মাধ্যমে উৎপাদন করতে পারলে অংশগুলি অনেক হালকা হতে পারে৷ সহজে বলতে গেলে শেষ পর্যন্ত গ্রাহকদের অনেক কম অর্থ গুনতে হবে৷''

এই মোটরসাইকেলের ডিজাইনও বেশ সমাদর পাচ্ছে৷ বিশেষ করে সংস্থার পুরুষ কর্মীরা খুবই উৎসাহী৷ হার্লি ডেভিডসন চালক ব্যার্নহার্ড গ্রুবার-ও এক গুণমুগ্ধ ভক্ত হয়ে উঠেছেন৷ তিনি বলেন, ‘‘কম দূরত্বের জন্য এমন মোটরসাইকেল দারুণ হতে পারে৷ চট করে অফিস যেতে হলে এর জুড়ি মেলা ভার৷ তার উপর এত কম শব্দ৷ প্রতিবেশীরা বিরক্ত হবে না৷ দারুণ!''

থ্রিডি প্রিন্টারে তৈরি এই মোটরসাইকেলের মূল্য ৫০,০০০ ইউরো৷ এর মধ্যে ৩০টি অর্ডার এসে গেছে৷ রাজপথে নামাতে কর্তৃপক্ষের অনুমতি নেবার প্রক্রিয়াও শুরু হয়ে গেছে৷

প্রতিবেদন: লিন্ডা পাউল/এসবি

সম্পাদনা : দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ