1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অ্যামাজনের নতুন চমক!

১০ জুন ২০১৪

আগামী ১৮ জুন নতুন কিছু বাজারে ছাড়ার ঘোষণা দেবে অ্যামাজন৷ এই ইভেন্টের জন্য ব্যাপক প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়ে গেছে৷ অ্যামাজনের প্রধান খোদ জ্যাফ বেজাস নিজের মুখে জানাবেন তাঁর প্রতিষ্ঠানের নতুন সমস্ত চমকের কথা৷

ছবি: Getty Images

অ্যামাজনের নতুন চমক কী হবে – তা নিয়ে এখন চলছে জল্পনাকল্পনা৷ টেকনোলজি বিষয়ক সাংবাদিকরা গত কয়েক মাস ধরেই ধারণা করছেন, নতুন ধরনের স্মার্টফোন বাজারে ছাড়তে পারে অনলাইন বেচা-বিক্রিতে সবচেয়ে সফল এই প্রতিষ্ঠানটি৷ নতুন স্মার্টফোনটি একাধিক ক্যামেরা ব্যবহার করে ব্যবহারকারীর মাথা এবং চোখের গতিবিধি অনুযায়ী এক অনন্য ‘থ্রিডি ইন্টারফেস' তৈরির ক্ষমতাসম্পন্ন হবে৷

অ্যামাজনের অবশ্য সিয়াটলে অনুষ্ঠিতব্য ইভেন্টের আমন্ত্রণ পত্রে স্মার্টফোনের কথা কিছু উল্লেখ করেনি৷ তবে তাদের একটি ‘ইঙ্গিতপূর্ণ' বিজ্ঞাপন ইউটিউবে ব্যাপক সাড়া জাগিয়েছে৷ এতে অনেক মানুষ আলাদা আলাদাভাবে একটা কিছু দেখে তাঁদের বিস্ময় প্রকাশ করেছেন৷ তাঁরা কী দেখেছেন সেটা ক্যামেরার বাইরে ছিল৷ বস্তুটি দেখে একজন মন্তব্য করেছেন ‘‘আমি জানিনা তোমরা এটা কিভাবে কর৷'' আরেকজন বলেন, ‘‘আমি এরকম কিছু আগে কখনো দেখিনি৷''

বার্তা সংস্থা রয়টার্স দু'টি গোপন সূত্রের বরাতে জানিয়েছে, স্মার্টফোন নিয়ে অ্যামাজন বেশ কিছুদিন ধরেই কাজ করছে৷ কিন্তু বর্তমানে অ্যাপল এবং স্যামসাং এই বাজারে অত্যন্ত শক্ত অবস্থানে রয়েছে৷ তারা ভোক্তাদের এমন কি দিচ্ছে না যা অ্যামাজন দিতে পারবে তা ঠিক বোঝা যাচ্ছে না৷

অ্যাপলের সঙ্গে অবশ্য ইতোমধ্যে প্রতিদ্বন্দ্বিতা গড়ার আভাস দিয়েছে অ্যামাজন৷ ২০১০ সালে অ্যাপল আইপ্যাড বাজারে ছাড়ার কিছুদিন পরেই একই ধরনের পণ্য কিন্ডেল বাজারে ছাড়ে অ্যামাজন৷ এখন স্মার্টফোন বাজারে ছাড়লে অ্যাপলের সঙ্গে প্রতিষ্ঠানটির প্রতিদ্বন্দ্বিতা আরো বাড়বে৷

উল্লেখ্য, বিশ্বের সবচেয়ে বড় ই-কমার্স কোম্পানি অ্যামাজনের যাত্রা শুরু হয় ১৯৯৫ সালে৷ সেসময় অনলাইনে কেনাকাটা যে এতটা জনপ্রিয় হবে তা খুব কম মানুষই বুঝতে পেরেছিলেন৷ উইকিপিডিয়ায় প্রকাশিত তথ্য অনুযায়ী, বর্তমানে প্রতিষ্ঠানটির কর্মীর সংখ্যা ১১৭,৩০০ জন৷

এআই/ডিজি (ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ