1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

থ্রি়ডি প্রিন্টারেই কৃত্রিম অঙ্গ-প্রত্যঙ্গ!

১৯ এপ্রিল ২০১৮

শরীরের কোনো অঙ্গ বিকল হলে অনেক সময়ে দাতার খোঁজ পড়ে৷ কিন্তু চাহিদার তুলনায় যোগান বড় কম৷ এবার থ্রি়ডি প্রিন্টারে কৃত্রিম অঙ্গ-প্রত্যঙ্গ সৃষ্টির লক্ষ্যে কাজ চলছে৷ জার্মানির এক স্টার্টআপ কোম্পানি সেই স্বপ্ন দেখছে৷

Anatomie des Menschen
ছবি: picture-alliance/Bildagentur-online/Falkenstein

টেস্ট টিউবে একটি বিন্দু আস্ত একটা যকৃত হয়ে উঠবে, এমনটাই হলো লক্ষ্য৷ লুৎস ক্লকে এই একটি লক্ষ্যেই কাজ করে চলেছেন৷ একটি কোম্পানি খুলে তিনি কৃত্রিম অঙ্গ-প্রত্যঙ্গ তৈরি করতে চান৷ এভাবে তিনি অঙ্গ প্রতিস্থাপনের বাজারে নতুন করে আলোড়ন সৃষ্টি করতে চান৷ কিডনি ও যকৃতের মতো অঙ্গ-প্রত্যঙ্গের বিপুল চাহিদা রয়েছে, অথচ যথেষ্ট সংখ্যক দাতা নেই৷ এই পরিস্থিতি বদলাতে কী করতে হবে? লুৎস ক্লকে বলেন, ‘‘রোগী যেন তার নিজস্ব ট্রান্সপ্লান্ট পান৷ তিনি ডাক্তারের কাছে বা হাসপাতালে গেলে তাঁর কোষ সংগ্রহ করে ল্যাবে তার নকল করে অসংখ্য কোষ তৈরি করা হবে৷ সেই কোষের খাঁচার মধ্যে নতুন অঙ্গ তৈরি হবে৷''

নিজের তৈরি এই অরগ্যানিক-থ্রিডি প্রিন্টারে সেটা সম্ভব হবে৷ ড্রপারের মধ্যে কোষ ও অরগ্যানিক কালির মিশ্রণ ঘটে, যা আসলে এক ধরনের আঠা৷ জার্মানিতে অঙ্গের টিস্যু প্রিন্ট করার ক্ষেত্রে যারা সাফল্য পেয়েছে, এই টিম তাদের অন্যতম৷ লুৎস ক্লকে বলেন, ‘‘এই প্রযুক্তির ক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি আনাই আমাদের সবচেয়ে বড় সাফল্য৷ এই প্রথম আমরা ফিজিওলজিকাল মডেল প্রিন্ট করতে পারছি৷ সেগুলি মানুষের অঙ্গের কাজ নকল করতে পারে৷''

এই যকৃত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে৷ কৃত্রিম এই যকৃতের টিস্যুর নাম রাখা হয়েছে ‘লোবুলাস'৷ সেলব্রিক্স কোম্পানির টোবিয়াস গ্রিক্স বলেন, ‘‘এই একটি ‘লোবুলাস' যকৃতের সব কাজ করতে পারে৷ বাস্তবে মানুষের শরীরে সেই যকৃত কী প্রতিক্রিয়া দেখাবে, নানা পদার্থ দিয়ে আমি সেটি পরীক্ষা করে যাচাই করে নিতে পারি৷''

বায়োকেমিস্ট হিসেবে লুৎস ক্লকে বলেন, ‘‘ছোট এই মডেলগুলি বেশ কার্যকর ও প্রয়োগের যোগ্য হলেও দীর্ঘমেয়াদি ভিত্তিতে আমরা এমন অঙ্গ তৈরি করতে চাই, যা জীবন বাঁচাবে৷''

বিনিয়োগকারী হিসেবে রাইনার ক্রিস্টিনে মনে করেন, সেটা এত দ্রুত সম্ভব হবে না৷ স্টার্টআপ কোম্পানি এমন স্বপ্ন দেখতেই পারে৷ তিনি এ ক্ষেত্রে অনেক অর্থ ঢেলেছেন, সেলব্রিক্স কোম্পানিকেও চেনেন৷ অরগ্যান-প্রিন্টিং-এর জন্য তিনি অর্থ দিতে প্রস্তুত নন৷ আর্লিবার্ড কোম্পানির রাইনার বলেন, ‘‘আমার মনে হয়, বিষয়টি এখনো অলীক স্বপ্ন৷ এর বিপুল সম্ভাবনা অবশ্যই রয়েছে৷ তবে প্রকল্পগুলি এখনো বিনিয়োগের যোগ্য হয়ে ওঠে নি৷ এখনো এটি মৌলিক গবেষণার পর্যায়ে রয়েছে৷ অঙ্গ-প্রত্যঙ্গের ক্ষেত্রে বাইরের রূপ মূল বিষয় নয়, তার ভিতরটা অত্যন্ত জটিল৷ সে কারণে এমন অঙ্গ-প্রত্যঙ্গ প্রিন্টিং-এর পর্যায়ে পৌঁছানো বিশাল এক চ্যালেঞ্জ৷''

এখনো প্রিন্টারে সম্পূর্ণ পরিণত অঙ্গ-প্রত্যঙ্গ সৃষ্টি করা সম্ভব নয়৷ তবে কৃত্রিম ক্যানসার টিউমার এখনই হাসপাতালে বিক্রি করা হচ্ছে৷ আনেটে ক্যুংকেলে শিশু চিকিৎসা বিশেষজ্ঞ৷ সেলব্রিক্স কোম্পানির এই সৃষ্টির সাহায্যে তিনি ক্যানসার গবেষণার উন্নতি করতে পারছেন৷ ক্যানসার গবেষক আনেটে ক্যুংকেলে বলেন, ‘‘আমরা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এমন এক থ্রিডি টিউমার মডেল সৃষ্টি করছি, যার সাহায্যে চিকিৎসার আগেই আমরা মূল্যবান তথ্য পাচ্ছি৷ যেমন সেই থ্রিডি কাঠামোয় প্রবেশ করতে পারে, এমন ইমিউন সেল চিহ্নিত করছি৷ কোন  ইমিউন সেল হাসাপাতালে চিকিৎসার কাজে লাগানো যায়, এই মডেলের মাধ্যমে পাওয়া সেই জ্ঞানের ভিত্তিতে আমরা তা স্থির করতে পারি৷''

এখনো এই স্টার্টআপ কোম্পানি বড় আকারে ব্যবসা করতে পারছে না৷ বিনিয়োগকারীরাও লক্ষ লক্ষ টাকা নিয়ে এগিয়ে আসছেন না৷ কর্মীদের অপেক্ষাকৃত কম বেতনে সন্তুষ্ট থাকতে হচ্ছে৷ তবে ক্লকে তাতে বিচলিত নন৷ তিনি নিজের স্বপ্ন পূরণ করতেই ব্যস্ত৷

ডানিয়েল বেলুট/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ