1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দক্ষিণের ১৬৪ ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ চলছে

২৯ মার্চ ২০১১

বাংলাদেশের দক্ষিণাঞ্চলের ১৬৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে৷ চলবে টানা বিকেল ৪টা পর্যন্ত৷

ইউপি নির্বাচনে ভোটগ্রহণ চলছেছবি: Mustafiz Mamun

প্রথম দফায় দক্ষিণাঞ্চলের ৫৬৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচন পর্যায়ক্রমে শেষ হবে ৩রা এপ্রিল পর্যন্ত৷ এর পর ২য় দফায় দেশের অন্য অঞ্চলের ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে৷

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন ডয়চে ভেলেকে জানান, ভোটার, ভোটকেন্দ্রের নিরাপত্তা, ভোট গণনা এবং নির্বাচন পরবর্তী সহিংসতা – এই বিষয়গুলোকে নির্বাচন কমিশন সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে৷ ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারেন সে ব্যবস্থা করা হয়েছে৷

তিনি জানান, সীমানা জটিলতার কারণে দক্ষিণাঞ্চলের ১৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করা হয়েছে৷ আর নির্বাচনের পরিবেশ না থাকায় আরো ৩টি ইউনিয়নের নির্বাচন স্থগিত করছেন তারা৷

নির্বাচন কমিশনার আরও জানান, তাদের আহ্বানের পরও রাজনৈতিক নেতারা, বিশেষ করে সংসদ সদস্যরা নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন৷ আজকের নির্বাচনে তারা কী করেন তা দেখে পরবর্তী নির্বাচনের জন্য প্রয়োজনে আরো কঠোর ব্যবস্থা নেয়া হবে৷ যা তারা রাজনৈতিক দলগুলোকে চিঠি দিয়ে জানিয়েছেন৷

ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন জানান, নির্বাচনে কোথাও কোন অনিয়মের অভিযোগ প্রমাণ হলে সেখানকার নির্বাচন বাতিল হবে৷ তিনি বলেন, অনেকদিন পর স্থানীয় সরকারের এই নির্বাচন হচ্ছে৷ তাই তৃনমূল পর্যায়ে যেমন ব্যাপক আগ্রহ আছে৷ তেমনি আশঙ্কাও আছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ