1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দক্ষিণ আফ্রিকার চালিকা শক্তি জ্যাক ক্যালিস

২৬ জানুয়ারি ২০১১

টেস্ট ও ওয়ানডে ক্রিকেটের অন্যতম সফল ব্যাটসম্যান তিনি৷ বোলিংয়েও অনেকের চেয়ে এগিয়ে ৷ তাই সর্বকালের সেরা অলরাউন্ডারদের মধ্যেও তিনি পড়েন৷ দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস এবার তাঁর পঞ্চম ও সম্ভবত শেষ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন৷

জ্যাক ক্যালিসছবি: AP

কি ওয়ানডে কি টেস্ট, উভয় ক্ষেত্রেই প্রোটিয়াস দলের অন্যতম ভরসা হয়ে আছেন এই ৩৫ বছর বয়সি অলরাউন্ডার৷ ক্রিকেটের দুই ভার্শনে ১১ হাজারের বেশি রান, আড়াইশ‘র বেশি উইকেট এই পরিসংখ্যানের দিকে তাকালেই বোঝা যায় তাঁর ক্ষমতা৷ কার্যকরিতার দিক থেকে ক্যালিস সর্বকালের সেরা অলরাউন্ডার কিনা, সেটা নিয়ে বিতর্ক রয়েছে৷ কিন্তু পরিসংখ্যান যদি কথা বলে, তাহলে অলরাউন্ডারদের তালিকায় তাঁকেই রাখতে হবে সবার আগে৷

দক্ষিণ আফ্রিকার ব্যাটিং এর অন্যতম স্তম্ভ ক্যালিস দলের প্রয়োজনে বরাবরই বল হাতে তুলে নিতে সক্ষম৷ যদিও প্রথমদিকে দলে বোলার হিসেবে বেশি পরিচিত হয়েছেন, কিন্তু দিন যত গিয়েছে নিজের ব্যাটিং ক্ষমতাকেও তুলে ধরেছেন তিনি৷

টেস্টে তাঁর অভিষেক হয় ১৯৯৫ সালে৷ ওয়ানডে দলে জায়গা পান পরের বছর৷ শুরুতে তেমন আহামরি কিছু দেখাতে পারেননি৷ তবে কিছুদিন যাওয়ার পর দলে স্থায়ী জায়গা করে নেন এই অলরাউন্ডার৷ দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে দলের অন্যতম ভরসা হিসেবে বিবেচিত হচ্ছেন জ্যাক ক্যালিস৷

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ