1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দক্ষিণ আফ্রিকার প্রান্তিক শিশুদের সহায়তায় সুইটবাইক

১৬ ফেব্রুয়ারি ২০২১

প্রত্যন্ত গ্রামের শিশু-কিশোরদের পক্ষে দূরে স্কুলে যাওয়াই অনেক সময় কঠিন হয়ে পড়ে৷ দক্ষিণ আফ্রিকার এক এনজিও সেই দূরত্ব ঘোঁচাতে এক অভিনব উদ্যোগ নিচ্ছে৷ চাঁদার উপর নির্ভর করে তারা সেই কাজ করছে৷

সুইটবাইক ও এক শিক্ষার্থী
সুইটবাইক ও এক শিক্ষার্থীছবি: Julia Jaki/DW

স্কুলে যাবার দীর্ঘ পথে পাড়ি দিয়ে এসিলে সজাদুর দিন শুরু হয়৷ পৌঁছতে প্রায় এক ঘণ্টা সময় লাগে৷ সে দক্ষিণ আফ্রিকার কোয়াজুলু-নাটাল প্রদেশের একটি গ্রামের মেয়ে৷ এই অঞ্চলে কোনো গণপরিবহণ ব্যবস্থা নেই৷ শিশুরা প্রায়ই দেরিতে স্কুলে পৌঁছায়, অথবা আদৌ স্কুলে যায়ই না৷ এসিলে ইনকুলু প্রাইমারি স্কুলে পড়ে৷

স্কুলের ডেপুটি প্রিন্সিপাল ভিকা মাডলালার মতে, বেশ কয়েকটি সমস্যার সমাধান করতে হবে৷ তিনি বলেন, ‘‘দেরিতে স্কুলে আসার সমস্যা ছাড়াও স্কুলে না আসার প্রবণতাও আমাদের সামলাতে হয়৷ পথে মেয়েদের হাঁটাও একটা বিষয় বটে৷ জানেন তো, গোটা দক্ষিণ আফ্রিকায় অপরাধ এক বড় সমস্যা৷ সে কথাও ভাবতে হয়৷’’

কয়েক কিলোমিটার দূরে এক এনজিও স্থানীয় দরিদ্র পরিবারের শিশুদের পরিবহণ সমস্যা সমাধানের উদ্যোগ নিচ্ছে৷ নাদিয়া এরাসমুস, আয়ান্দা মাসেনগেমি ও স্যাম ওয়েনগার ‘সুইটবাইক’ উদ্যোগের সদস্য৷

স্কুলের দূরত্ব ঘোচাতে অভিনব উদ্যোগ

02:52

This browser does not support the video element.

সম্প্রতি সুইজারল্যান্ড থেকে আনা ৪৭০টি সেকেন্ড হ্যান্ড সাইকেল নামানো হচ্ছে৷ ডারবান শহরের প্রায় ১৪০ কিলোমিটার দক্ষিণে মারগেটের কাছে বেশ কয়েকটি স্কুলপড়ুয়াদের কাছে সেগুলি পৌঁছে দেওয়া হবে৷ আয়ান্দা মাসেনগেমি বলেন, ‘‘যখনই নতুন কন্টেনার আসে আমি শিশুর মতো উৎসাহ নিয়ে প্যাকেট খুলতে যাই৷ কন্টেনার এলে মনে হয় আমরা এই দেশে একটা পরিবর্তন নিয়ে আসছি৷ খুবই সুন্দর অনুভূতি৷’’

দুই বছর আগে যাত্রা শুরু করে সুইটবাইক এরই মধ্যে বিভিন্ন স্কুলে প্রায় ২,০০০ বাইসাইকেল পৌঁছে দিয়েছে৷ সুইটবাইকের ওয়ার্কশপে প্রত্যেকটি সাইকেল জোড়া দিতে হয় ও পরীক্ষা করতে হয়৷

চাঁদার উপর নির্ভর করে এই প্রকল্প চালানো হচ্ছে৷ টাকার অঙ্কের উপর নির্ভর করে স্যাম ওয়েনগার ও তাঁর টিম প্রতি বছর কয়েকটি কন্টেনার-ভর্তি সাইকেল আমদানি করেন৷ করোনা সংকটের কারণে সম্প্রতি সাইকেল পেতে বিলম্ব ঘটছে৷ সংগঠনের প্রতিনিধি স্যাম ওয়েনগার বলেন, ‘‘উৎসব মরসুমের আগে স্কুল বন্ধ হওয়া পর্যন্ত আমরা যত বেশি সম্ভব সাইকেল বিতরণের চেষ্টা করছি৷ এই মুহূর্তে চাপ থাকলেও আমরা সামলে নেবো৷’’

ওয়ার্কশপে পাঁচ জন শিক্ষানবিশ মিস্ত্রী কাজ করেন৷ নাদিয়া এরাসমুস সেটির দায়িত্বে রয়েছেন৷

ইয়ুলিয়া ইয়াকি/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ