1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দক্ষিণ আফ্রিকায় ট্রাক চালকদের মাধ্যমে এইডস রোগের বিস্তার

৫ জুলাই ২০১১

দক্ষিণ আফ্রিকায় আর্থিক কর্মকাণ্ডের কেন্দ্রে রয়েছে ট্রাক চালকরা৷ তবে যাত্রাপথে যৌনকর্মীদের সংসর্গে আসার কারণে এইডস রোগের ভাইরাস ছড়িয়ে পড়ছে তাদের মধ্যে৷ সমস্যাটিকে আয়ত্তে আনতে বিশেষ ক্লিনিক স্থাপন করা হয়েছে বহু জায়গায়৷

ARCHIV - Ein Angestellter der Standard Bank in Südafrika unterzieht sich am Welt-Aids-Tag am 01.12.2009 in Johannesburg einem HIV-Test. Laut UNAIDS - der Aids-Organisation der Vereinten Nationen - haben sich seit dem Ausbruch der Pandemie vor fast 30 Jahren rund 60 Millionen Menschen mit dem Virus infiziert, 25 Millionen starben an der Immunschwäche. Vom 18. bis 23. Juli findet in Wien die XVIII.Weltaidskonferenz (AIDS 2010) statt, der weltweit größte internationale Kongress zum Thema HIV/AIDS. EPA/JON HRUSA (zu dpa-Hintergrund HIV/Aids vom 12.07.2010) +++(c) dpa - Bildfunk+++
নিয়মিত এইডস 'এর পরীক্ষা অত্যন্ত জরুরিছবি: picture alliance/dpa

জনসন এনডেন্ডে ডাক্তারের কাছে যাওয়ার জন্য তৈরি হচ্ছেন৷ তার বয়স৫৮ বছর৷ ট্রাকচালক তিনি৷ রক্তচাপ, ডায়বেটিস বিশেষ করে এইডস 'এর পরীক্ষা করাতে হবে তাঁর৷ ১৮ মিটার দীর্ঘ এক ট্রাক চালান তিনি৷ ডাক্তারের প্রয়োজন হলে তিনি ট্রাকচালকদের জন্য নির্দিষ্ট ক্লিনিকে যান৷ পার্কিং'এর জায়গার কাছাকাছি থাকে এই সব ক্লিনিক৷ জনসন জানান, ‘‘আমার হাসপাতালে গিয়ে চিকিত্সা করার সুযোগ নেই৷ দিনের বেলায় সেখানে গেলে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়৷ অন্যদিকে ট্রাকচালকদের ক্লিনিককে দারুণ বলা যায়৷ এই সব ক্লিনিক সন্ধ্যা ছয়টার সময় খোলে৷ তাই সেখানে যাওয়া আমার পক্ষে সম্ভব হয়৷ ৮টা থেকে আমাদের কাজ শুরু করতে হয়৷''

দক্ষিণ আফ্রিকার ট্রাকচালকদের মধ্যে এইডস-এ আক্রান্ত হওয়ার ঝুঁকি খুব বেশি৷ তুলনামূলকভাবে তাঁদের আয় বেশি৷ বাড়ি থেকে দূরেও থাকতে হয় তাঁদের প্রায়ই৷ এসব কারণে অনেকেই যৌনকর্মীদের সংস্পর্শে আসেন৷

দক্ষিণ আফ্রিকায় এইডস রোগের ভাইরাস ছড়িয়ে পড়ছে ট্রাক চালকদের মধ্যেছবি: picture alliance / dpa

জনসনের আজ বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ক্লিনিকে৷ প্রথম কয়েকজন রোগীর মধ্যেই ছিলেন তিনি৷ ক্লিনিকের দেয়ালে পোস্টার লাগানো, যাতে এইডস সম্পর্কে নানা রকম তথ্য পাওয়া যায়৷ এক কোণে একটি টেলিভিশন৷ একটি কনটেইনারে ট্রাকচালকদের ক্লিনিক গড়ে তোলা হয়েছে, তাই খুব বড় নয় এটি৷ দ্বিতীয় ঘরটিতে চিকিত্সা করা হয়৷

নার্স মাসাপাপু একজন ট্রাকচালকের রক্ত নিচ্ছেন পরীক্ষার জন্য৷ তিনি বলেন, ‘‘যে সব ট্রাকার আমাদের কাছে আসেন, তাদের অধিকাংশই ভয় পাননা৷ আমরা থাকায় তাঁরা খুশি৷ তাদের বড় কোনো হাসপাতালে যাওয়ার সময় নেই৷ সেজন্য আমাদের কাজকর্ম প্রশংসার দৃষ্টিতে দেখেন তাঁরা৷''

দক্ষিণ আফ্রিকার ট্রাকারদের ক্লিনিক এইডস মহামারির বিরুদ্ধে এক সাফল্য৷ দেশটির পাঁচ কোটি মানুষের মধ্যে ৫০ লাখের বেশি মানুষ এইডস-এর ভাইরাসে সংক্রমিত৷ এর মধ্যে অনেকেই ট্রাক চালক৷ জ্বালানি তেল নিতে বা রাত কাটানোর জন্য তাঁদের দেশের প্রত্যন্ত অঞ্চলেও যেতে হয়৷ অনেকে আবার এই ফাঁকে যৌনকর্মীদের কাছেও যান৷ ফলে এইডস রোগের বিস্তার হচ্ছে দ্রুত গতিতে৷

সারা দেশে ছড়িয়ে থাকা এই রকম ২০টি ক্লিনিকের দায়িত্বে রয়েছেন টেরেটিউস ভেসেল্স৷ তিনি জানান, সমস্যা নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে মালিক পক্ষ ও শ্রমিক সমিতিগুলি তাদের ঝগড়া বিবাদ ভুলে গিয়ে এক টেবিলে বসে এইডস-ক্লিনিক প্রকল্প গড়ে তোলেন৷ জার্মান গাড়ি কোম্পানি মের্সেডিস বেঞ্জ দক্ষিণ আফ্রিকার এই প্রকল্পকে সাহায্যের জন্য নিজেদের গাড়ি দিয়ে মোবাইল ক্লিনিক চালু করে৷ টেরটিউসের ভাষায়, ‘‘৮০ থেকে ৮৯ শতাংশ মালামাল ট্রাকের মাধ্যমে পরিবহন করা হয়৷ প্রায় ধসে পড়া রেল ব্যবস্থার কারণে ট্রেনে করে এক জায়গা থেকে অন্য জায়গায় মাল নিয়ে যাওয়া সম্ভব নয়৷ তাই গোটা অর্থনৈতিক ব্যবস্থাকে চালু রাখার জন্য ট্রাকচালকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ সারা দেশে ৭০ হাজার ট্রাকচালক মাল পরিবহনের দায়িত্বে রয়েছেন৷ তাদের ছাড়া অর্থনীতির এই শাখাটি অচল হয়ে পড়তো৷''

সমস্যাটিকে আয়ত্তে আনতে বিশেষ ক্লিনিক স্থাপন করা হয়েছে বহু জায়গায়ছবি: picture-alliance/dpa/dpaweb

নার্স মাসাপাপু জানান, আপনার রক্তচাপ ঠিক আছে৷ জনসন কাপড় চোপড় ঠিকঠাক করে নেন৷ সপ্তাহ তিনেক পরে কেপটাউনে একটা ট্রিপ নিয়ে এলে এইডস পরীক্ষার ফলাফল জানতে পারবেন তিনি৷ আজ তাঁকে ৭০০ কিলোমিটার দূরের শহর পোর্ট এলিজাবেথে যেতে হবে৷ সঙ্গে থাকবেন সহকর্মী ননোপেডি জ্যাকবসন, যাকে বহু দিন ধরেই চেনেন তিনি, পছন্দও করেন৷ বেশির ভাগ সহকর্মীদের সঙ্গেই খাপ খায়না তাঁর৷

ননোপেডি বলেন, ‘‘বেশির ভাগ ট্রাকচালকই কনডোম ব্যবহার করতে পছন্দ করেননা৷ কাজ শেষ করার পর কিছু পান ও আনন্দ স্ফূর্তি করতে চান তাঁরা৷ কনডোমের ব্যাপারটা গুরুত্ব পায়না তাঁদের কাছে৷ এইডস-এর কথা শোনার পর থেকে আমি আর ও মুখো হইনি৷ আমার জীবনে এখন একজনই নারী আর তিনি হলেন আমার স্ত্রী৷''

ননোপেডির মত ট্রাক চালকরা মাসে ৩০০ ইউরোর মত উপার্জন করেন৷ দারিদ্র্য জর্জডরিত যে সব এলাকায় তাঁরা যাত্রা বিরতি করেন, সেখানে এটা প্রচুর অর্থ৷ অনেক সময় পেটের দায়ে দেহ ব্যবসায়ে আসা মেয়েদের জন্য কোনো অর্থও ব্যয় করতে হয়না৷ এক টুকরো রুটি কিংবা অর্ধেক মুরগি হলেই পাওয়া যায় তাদের সঙ্গ৷

এইডস রোগকে আয়ত্তে আনার জন্য কয়েক মাস ধরে শুধু ট্রাক চালকদের নয় যৌনকর্মীদের চিকিত্সারও ব্যবস্থা করা হচ্ছে নিখরচায়, যা নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ৷

প্রতিবেদন: রায়হানা বেগম

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ