1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ

আন্দ্রেয়াস হ্যারলার/এসবি২৩ এপ্রিল ২০১৩

শুধু ভারত নয়, একের পর এক ধর্ষণের ঘটনায় বিচলিত দক্ষিণ আফ্রিকার মানুষও৷ সে দেশে গড়ে প্রতি ৮ মিনিটে ধর্ষণের ঘটনা ঘটে৷ এমন ঘটনার প্রতিবাদে দিল্লির মতো প্রিটোরিয়ায়ও প্রতিবাদ-বিক্ষোভ চলছে৷

ছবি: picture-alliance/dpa

বিরল প্রতিবাদ

ভারতে নারী-নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ-বিক্ষোভ অনেকের গা-সওয়া হয়ে গেছে৷ কিন্তু দক্ষিণ আফ্রিকায় এমন ঘটনা বিরল৷ ফলে গত সপ্তাহান্তে প্রিটোরিয়ায় নারীদের বিক্ষোভ বলতে গেলে ঐতিহাসিক গুরুত্ব পাচ্ছে৷ কেপ টাউনে ১৭ বছরের এক কিশোরীর ধর্ষণ ও হত্যার ঘটনার জের ধরে এক শ্রমিক সংগঠন এই গণবিক্ষোভের ডাক দেয়৷ দক্ষিণ আফ্রিকার সমাজে যৌন নির্যাতন প্রায় গা-সওয়া বিষয়৷ কিন্তু ধীরে হলেও এর বিরুদ্ধে সচেতনতা বাড়ছে৷

প্রিটোরিয়ার সমাবেশ প্রতিবেশী দেশ বৎসোয়ানার আইনজীবী পার্ল কুপে জানালেন, শুধু ২০১২ সালেই দক্ষিণ আফ্রিকায় ৬৪,৫১৫টি ধর্ষণের ঘটনা নথিভুক্ত হয়েছে৷ অনুমান করা হয়, প্রতি ৯টি ঘটনার মধ্যে মাত্র একটি সম্পর্কে পুলিশকে জানানো হয়৷ অনেক নারীই লজ্জায় পুলিশের কাছে যান না৷ অনেক সময় আবার দুষ্কৃতিদের হুমকির কারণেও নারীরা ভয়ে কিছুই করার সাহস পান না৷ পুলিশের কাছে গিয়েও সবসময় কাজ হয় না৷ অনেক অপরাধী ধরা পড়ে না৷ পড়লেও সামান্য শাস্তির পর মুক্তি পায়৷ অ্যাকশন-এইড নামের শিশু সুরক্ষা সংগঠন এমন প্রবণতা নথিভুক্ত করছে৷ তাতে দুর্নীতির চিত্রও উঠে আসছে৷ পুলিশকে ঘুস দিলে গুরুত্বপূর্ণ ফাইল উধাও হয়ে যায়, তথ্য-উপাত্ত ঠিকমতো সংগ্রহ বা সংরক্ষণ করা হয় না অথবা অনেক সময়ে সামান্য ভুলের কারণে অভিযুক্তকে বেকসুর খালাস করে দেওয়া হয়৷

দক্ষিণ আফ্রিকায় গড়ে প্রতি ৮ মিনিটে ধর্ষণের ঘটনা ঘটেছবি: picture-alliance/dpa

সমাজে নারীর দুর্বল অবস্থান

দক্ষিণ আফ্রিকায় ধর্ষণের এত ঘটনার আরেকটি কারণ দেশের সমাজ ব্যবস্থাও৷ সেখানে অনেক পুরুষ নারীদের দ্বিতীয় শ্রেণির নাগরিক বা ভোগ্যপণ্য বলে মনে করে৷ ‘উইমেন অফ হোপ' সংগঠনের লিডিয়া মেসহো বলেন, ‘‘ধর্ষণের এত ঘটনার ফলে নারীরা নিজেদের আর মুক্ত বলে মনে করতে পারেন না৷ নারী হিসেবে সব সময় আমাদের ভেবে দেখতে হয়, কোথায় যাচ্ছি, কখন যাচ্ছি৷ সূর্য ডুবলে বাসাতেই থাকা উচিত কিনা ইত্যাদি৷ কেউ মুক্ত নয়৷ আমাদের কন্যা, আমাদের দাদি-নানি – সবাই ধর্ষিত হচ্ছে৷ গত মাসে ১০০ বছর বয়স্ক এক নারীকে ধর্ষণ করা হয়েছে৷''

রেডিওতে এ সব ঘটনা সম্পর্কে প্রতিবেদন শোনা যায়, তা নিয়ে বিস্তারিত তর্ক-বিতর্কও চলে৷ তবে পরিবর্তনের তেমন কোনো চিহ্ন দেখা যায় না৷ আইনজীবী পার্ল কুপে এ প্রসঙ্গে বললেন, ‘‘আফ্রিকার একটি প্রবাদ হলো – একটি ছেলেকে মানুষ করলে, শুধু একটা পুরুষ তৈরি করা হয়৷ একটি মেয়েকে বড় করতে একটা গোটা দেশকে বড় করা হয়৷ কারণ নারী কখনো স্ত্রী, মা, কন্যা বা পেশাজীবী হিসেবে এতগুলি ক্ষেত্রে কাজ করে, এত মানুষের উপর প্রভাব ফেলে, যেমনটা পুরুষরা পারে না৷ অন্যদিকে অনেকে বিপরীতটাও ভাবে৷ একটি নারীকে ধর্ষণ করলে গোটা দেশকে ধর্ষণ করা হয়৷''

সুনির্দিষ্ট প্রস্তাবমালা

প্রিটোরিয়ার বিক্ষোভকারীরা শুধু প্রতিবাদ জানিয়ে থেমে থাকেন নি৷ তাঁরা সরকারের কাছে একগুচ্ছ প্রস্তাবও পেশ করেছেন৷ তাঁদের দাবির মধ্যে রয়েছে আরও পরামর্শ কেন্দ্র খোলা, ধর্ষিতা নারীদের জন্য আরও সহায়ক দপ্তর খোলা এবং কারাগারে ধর্ষকদের পুনর্বাসনেরও ব্যবস্থা করা৷ কারণ অনেক পুরুষ বাবার ছত্রছায়া ছাড়াই বেড়ে ওঠে৷ ফলে পুরুষ হিসেবে নিজেদের ভূমিকা কী হওয়া উচিত, সে বিষয়ে তাদের মনে তেমন কোনো ধারণা নেই৷ কারাগারে তাদের জন্য পুরুষ অভিভাবকের ব্যবস্থা করলে ভালো হয় বলে অনেকে মনে করেন৷

সরকার জানিয়েছে, তারা এ বিষয়ে ভাবনা-চিন্তা করবে৷ কর্মকর্তারা নিয়মিত নারী সংগঠনগুলির সঙ্গে বৈঠক করে সমস্যার গভীরে যেতে চায়৷ ফলে দেরিতে হলেও দক্ষিণ আফ্রিকা ধর্ষণের বিরুদ্ধে প্রথম পদক্ষেপ নিতে চলেছে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ