1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ সম্পর্কে জার্মান ফুটবল কর্মকর্তারা আশাবাদী

১ ফেব্রুয়ারি ২০১০

সব সমস্যা সত্ত্বেও আফ্রিকার প্রথম বিশ্বকাপ নির্বিঘ্নেই কাটবে, বলে তাঁদের ধারণা৷ অপরদিকে তাঁরা জার্মানির খেতাব নিয়ে ফেরার কথা মুখে না বললেও, সেরকম আভাস দিচ্ছেন বৈকি৷

গত ২৮শে জানুয়ারি বন শহরের ‘ভবিষ্যৎ’ পুরষ্কার পেয়েছেন ইওয়াখিম লোয়েভছবি: AP

বলতে কি, জার্মান ফুটবল ফেডারেশন একেবারে ১১ জুলাই জোহান্নেসবার্গে ফাইনাল খেলা অবধি সব খুঁটিনাটি পরিকল্পনা করে বসে আছে৷ হোটেল ইত্যাদিও সব বুক করা হয়ে গেছে৷ ওটা অবশ্য করতেই হয়, বিশেষ করে জার্মানির মতো একটা দলের জন্য, যারা অবলীলাক্রমে কোয়ালিফিকেশনের বেড়া পার হয়েছে৷ তাছাড়া আবার জার্মানি চলতি ইউইরোপীয় ভাইস চ্যাম্পিয়ন৷ কাজেই দক্ষিণ আফ্রিকায় তাদের ফেবারিটদের মধ্যে না ফেলে উপায় নেই৷

কোন ২৩ জন?

আপাতত যেটা অংশত অনিশ্চিত, সেটা হল, কোচ ইওয়াখিম লোয়েভ কোন ২৩ জন প্লেয়ারকে সঙ্গে নিয়ে বিশ্বকাপে যাবেন৷ লোয়েভ সেটা দক্ষিণ আফ্রিকা মুখো উড়ালের অব্যবহিত আগে জানান দেবেন - সেটাই হল তাঁর স্টাইল৷ সেই অবধি সম্ভাব্য প্রার্থীদের মধ্যে প্রতিযোগিতা চলুক, এই হল তাঁর মনোভাব৷ প্রাথমিক নির্বাচন বুন্ডেসলিগার মরশুম শেষ হবার মাত্র কয়েকদিন আগে, অর্থাৎ ৮ই মে৷ এর পর আসবে ১১ই কি ১২ই মে ডুসেলডর্ফে একটি শারীরিক ফিটনেসের পরীক্ষা৷ তারপর ১৩ই মে জার্মানির আখেনে মালটার বিরুদ্ধে একটি চ্যারিটি ম্যাচ৷ এরপর ইটালির সিসিলি'তে ১৪ই থেকে ২১শে মে প্রথম ট্রেনিং ক্যাম্প, উদ্দেশ্য: বুন্ডেসলিগার শারীরিক ও মানসিক ধকল কাটিয়ে ওঠা৷ দ্বিতীয় ট্রেনিং ক্যাম্প ২১শে মে থেকে দোসরা জুন, সুইজারল্যান্ডের দক্ষিণ টিরোলে৷ এই দুই ক্যাম্পেই লোয়েভ রাখবেন প্রায় ২৭ জন খেলোয়াড়৷ মাঝে ২৯শে মে হাঙ্গেরির বিরুদ্ধে একটি প্র্যাকটিস ম্যাচ এবং তেসরা জুন বসনিয়া-হেরৎসেগোভিনার বিরুদ্ধে প্র্যাকটিস ম্যাচ৷ ততোদিনে বিশ্বকাপ ঘাড়ে এসে পড়বে, কেননা ১৩ই জুন ডারবানে গ্রুপের প্রথম খেলা জার্মানি বনাম অস্ট্রেলিয়া৷

আর ফ্যানরা?

বোঝাই যাচ্ছে, আদত ২৭ জনের মধ্যে চারজনকে ব্যর্থ মনোরথ হয়ে ট্রেনিং ক্যাম্প থেকে দেশে ফিরতে হবে৷ বাকিরা যাবে দক্ষিণ আফ্রিকায়৷ কিন্তু স্বদেশের ফ্যানরাও যাবে তো? সত্যি কথা বলতে কি, জার্মানির বরাদ্দ ২১,০০০ টিকিটের অর্ধেকই এখনও বিক্রী হয়নি৷ নিন্দুকেরা বলছে, সেই জন্যেই হঠাৎ টিম ম্যানেজার অলিভিয়ের বিয়েরহোফ থেকে শুরু করে, কোচ ইওয়াখিম লোয়েভ, এমনকি জার্মান ফুটবলের ‘সম্রাট' ফ্রানৎস বেকেনবাউয়ার, সকলকেই হঠাৎ বলতে শোনা যাচ্ছে, দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ দারুণ জমবে৷ জার্মানদের নিরাপত্তা নিয়ে চিন্তা দূর করতে ‘কাইজার' বেকেনবাউয়ার বলেছেন, রাত্রে সোয়েটোয় না গেলেই হল; নিউ ইয়র্কেও কি লোকে রাতে সাউথ ব্রংকসে যায়? - আর জার্মান ফুটবল ফেডারেশনের আনকোরা নতুন হোমপেজ (টীম.ডিএফবি.ডিই) বলছে: দল চায় ১৯৫৪, '৭৪ এবং '৯০-এর পর আবার বিশ্বখেতাব৷

প্রতিবেদক: অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ