1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ চূড়ায় বাংলাদেশের নাজরীন

২৬ ডিসেম্বর ২০১১

বাংলাদেশের ওয়াজফিয়া নাজরীন দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ পর্বত চূড়া ‘অ্যাকোনকাগুয়া’ জয় করেছেন৷ স্বাধীনতাযুদ্ধে বাংলাদেশের বিজয়ের চার দশক পূর্তির দিনটিতে তিনি ৬,৯৬২ মিটার উঁচু ঐ চূড়ায় ওঠেন৷

Der Sherpa Jamling Norgay auf dem Gipfel des Mount Everest im Himalaya, aufgenommen 1996 während der Besteigung des höchsten Berges der Welt. Erstmals zeigt ein Dokumentarfilm in Großleinwandtechnik (IMAX) eine Bezwingung des 8848 Meter hohen Mount Everest, bei der im Mai 1996 acht Bergsteiger ums Leben gekommen waren. Während der dramatischen Ereignisse befand sich das IMAX-Kamarateam zufällig zur gleichen Zeit an dem Berg und spielte eine wichtige Rolle bei der Rettung einiger Expeditionsteilnehmer. Gemeinsam mit der ersten spanischen Everest-Bezwingerin Araceli Segarra und dem Sherpa Jamling Norgay erklomm der Amerikaner Ed Viesturs den Gipfel. Start: 12.3.1998
ফাইল ছবিছবি: PA/dpa

বিখ্যাত আন্দেজ পর্বতমালার আর্জেন্টিনা অংশে এই চূড়াটি অবস্থিত৷ ডিসেম্বরের ৪ তারিখে তিনি সেখানে আরোহণের জন্য যাত্রা শুরু করেছিলেন৷ এরপর ১৬ তারিখ চূড়ায় উঠে ১৮ তারিখ নীচে নেমে আসেন৷ বাংলা দৈনিক ‘প্রথম আলো' সূত্রে জানা গেছে এসব তথ্য৷ নাজরীন এর আগে অক্টোবর মাসে আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ পর্বত কিলিমানজারো জয় করেছিলেন৷ সাত মহাদেশের সাতটি সর্বোচ্চ পর্বতচূড়া জয় করতে চান তিনি৷

এদিকে রোমেরো নামে অ্যামেরিকার এক কিশোর মাত্র ১৫ বছর বয়সে ঐ সাত চূড়া আরোহণ করে রেকর্ড গড়েছেন৷ এর আগে ব্রিটিশ এক কিশোর ১৬ বছর বয়সে এই সাফল্য দেখিয়েছিল৷ রোমেরো গত শনিবার অ্যান্টার্কটিকার সর্বোচ্চ চূড়া ‘মাউন্ট ভিনসন মাসিফ' আরোহণ করেন৷ সাত চূড়ায় ওঠার পরিকল্পনা নিয়ে ছয় বছর আগে তিনি মিশন শুরু করেছিলেন৷ মাত্র ১০ বছর বয়সে তিনি আফ্রিকার মাউন্ট কিলিমানজারো আরোহণ করেন৷ এরপর ১৩ বছর বয়সে বিশ্বের সর্বোচ্চ চূড়া মাউন্ট এভারেস্টে ওঠেন৷

ক্যালিফোর্নিয়ার এই কিশোরের অন্যান্য পর্বতাভিযানের মধ্যে রয়েছে ২০০৭ সালের এপ্রিলে অস্ট্রেলিয়ার ‘কোসিউজকো', জুলাইতে রাশিয়ার ‘মাউন্ট এলব্রাস' এবং ডিসেম্বরে আর্জেন্টিনার ‘মাউন্ট অ্যাকোনকাগুয়া'৷ এরপর ২০০৮ সালের জুনে যুক্তরাষ্ট্রের ‘মাউন্ট ম্যাককিনলি' ও পরের বছর সেপ্টেম্বরে ইন্দোনেশিয়ার ‘কার্সটেনসজ পিরামিড'এ ওঠেন রোমেরো৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ