1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আজও হুমকি আল-কায়েদা

শামিল শামস/এসিবি১ মে ২০১৪

বিন লাদেনের মৃত্যুর পর কি আল-কায়েদা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে? অনেকের ধারণা এমন হলেও বিশ্লেষকরা মনে করেন, ইসলামি এ জঙ্গি সংগঠন দুর্বল হয়েছে ঠিকই, তবে বাড়ছে তাদের শক্তিও৷ দক্ষিণ এশিয়ার জন্য এখনো তারা বড় হুমকি৷

Irak Gewalt Ramadi Falluja Islamisten Militanten Al Qaida Al Kaida
ছবি: Reuters

২০১১ সালের ২রা মে পাকিস্তানের অ্যাবোটাবাদ শহরে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর ঝটিকা হামলায় নিহত হয়েছিলেন ওসামা বিন লাদেন৷ তারপর বারাক ওবামা যে আল-কায়েদার শীর্ষ নেতার মৃত্যুর মধ্য দিয়ে জঙ্গিবাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিজয় সূচিত হওয়ার ঘোষণা দিয়েছিলেন, সে কথা নিশ্চয়ই মনে আছে সবার৷ কিন্তু আদতে কি তা হয়েছে?

যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর হামলায় নিহত হয়েছিলেন লাদেনছবি: picture-alliance/dpa

ওয়াশিংটন ডিসি-র উইড্রো উইলসন সেন্টারের গবেষক সিম্বাল খান মনে করেন, বিন লাদেনের মৃত্যুর আগেই শুরু হয়েছিল আল-কায়েদার পিছু হঠা৷ যুক্তরাষ্ট্রের ড্রোন হামলা এবং পাকিস্তান সেনাবাহিনীর অভিযানের ফলে পাকিস্তান-আফগান সীমান্ত ছাড়তে বাধ্য হয় আল-কায়েদা জঙ্গিরা৷ তবে সরে যাওয়া মানেই যে হেরে যাওয়া নয়৷ তাই ডয়চে ভেলেকে দেয়া সাক্ষাৎকারে একরকম সতর্কতাবার্তা উচ্চারণের ভঙ্গিতেই লন্ডন ভিত্তিক গবেষক গাফফার হুসাইন বললেন, ‘‘তারা (আল-কায়েদা) এখন অন্যান্য স্থানীয় জঙ্গি সংগঠনের সঙ্গে মিলে কাজ করছে৷ পাক-আফগান সীমান্ত অঞ্চলে এখন হয়ত আন্তর্জাতিক সংগঠন হিসেবে আল-কায়েদার সরাসরি তৎপরতা নেই, তবে ছোট ছোট সংগঠনের সঙ্গে তারা পাকিস্তান এবং আফগানিস্তানে কাজ করে যাচ্ছে৷''

আল-কায়েদা অন্যান্য স্থানীয় জঙ্গি সংগঠনের সঙ্গে মিলে কাজ করছেছবি: picture-alliance/AP Photo

বিন লাদেন নিহত হবার পর রণকৌশল বদলে ফেলেছে আল-কায়েদা৷ এখন অন্য সংগঠনে ঢুকে কিংবা তাদের সামনে রেখেই হামলায় অংশ নিচ্ছে দুনিয়া কাঁপানো এই জঙ্গি সংগঠন৷ আল-কায়েদা সাধারণত কোনো এলাকার আঞ্চলিক দ্বন্দ্বকে কাজে লাগিয়ে সন্ত্রাসি তৎপরতা শুরু করে৷ তাই নাইজেরিয়া, সোমালিয়া, সিরিয়া, মিশর এবং ইরাকের মতো দেশেও হামলার পর আল-কায়েদার জড়িত থাকার প্রশ্ন ওঠে৷ আল-কায়েদার নাম সরাসরি আসে না, কারণ, হামলার নেতৃত্বে থাকে বোকো হারাম, আল শাবাব-এর মতো জঙ্গিবাদী সংগঠন৷

এভাবে কৌশলে বিশ্বময় নেটওয়ার্ক ছড়িয়ে রাখলেও বিশ্লেষকদের কেউ কেউ মনে করেন আল-কায়েদা এখনো পাকিস্তানকে আশ্রয় করেই কাজ করে৷ সিম্বাল খান মনে করেন, বিন লাদেনের মতো বর্তমান আল-কায়েদা প্রধান আয়মান আল-জাওয়াহিরিও পাকিস্তানেই আত্মগোপন করে আছেন, ‘‘আল-কায়েদা প্রধান পাকিস্তানেই লুকিয়ে আছেন বলে জানা গেলে আমি অবাক হবো না৷ পাক-আফগান সীমান্ত এলাকায় তিনি থাকবেন না, কারণ, সেখানে কড়া নজরদারি রয়েছে৷ লাদেনের মতো তিনিও পাকিস্তানের অন্য কোনো শহরে লুকিয়ে থাকতে পারেন৷''

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ